সাগরিকা দাস'এর ব্লগ
Apnader notun bondhu
সুহৃদ বন্ধুবরেষু
বৈশাখীর শেষলগ্নে আমার উপস্থিতি। আমি সাগরিকা দাস। আমার একটি অপ্রচলিত ডাক নাম আছে। তা হলো বন্যা। একটি স্বপ্নের পৃথিবী আছে। আর তা হলো স্বপ্নধরা। পুরো নাম সোহাগ স্বপ্নধরা পাঠশালা। আর এই স্বপ্নকে গড়ার জন্য আমার পৃথিবীর সকল স্বপ্ন বর্তমানে গৌন। তবে এই স্বপ্নের সাথে সহযাত্রী আরও ছয়জন বন্ধু। যাদের সহযোগিতা ছাড়া আমার একার চলা একেবারেই অসাধ্য। ধীরে ধীরে না হয় বাকি গল্পগুলো বলবো। আর এজন্যেই আপনাদের দ্বারস্থ হয়েছি। হে বন্ধুবররা, কেমন আছেন সকলে। সুন্দর থাকুন, ভালো থাকুন এই কামনা হৃদয়ের ভেতর থেকে কামনা করি। আর প্রত্যেকের স্বপ্নের সিঁড়ির পথ মশৃন হোক এমনই কামনা সকলসময়। মধ্যহ্নদুপুরের শুভেচ্ছা রইলোর সকলের জন্যে। আজ এ পর্যন্ত। এই শুভ কামনায় সাগরিকা দাস। আপনাদের নতুন বন্ধু। আশাবাদী আপনাদের একজন বন্ধু হতে পারেবো এই প্রত্যাশায় আজ রাখলাম।