খুব শীগ্রই লিখবো
প্রিয় বন্ধুরা অনেকদিন পর বাসায় বসে লিখতে পারছি। কোন কিছুই যেন সহজে পাওয়া আমার জন্য নয়। জীবনের সাথে সবকিছু মিলিয়ে ঝিলিযে দেখেছি। ভাই প্রমাণিত। জানিনা কেমন করে যে কি হয়ে গেল। এখন বোধহয় প্রতিদিনই আপনাদের সঙ্গে কথা বলতে পারবো । বন্ধুরা মনে হচ্ছে খুশির চোটে ধিন ধিন করে নাচি। কি যে ভালো লাগছে। আহা! কি শান্তি।
ভালো আছেন এই মধ্যরাত্রিতে। আশা করি সকলে ভালোই আছেন। ভালো থাকুন এই প্রত্যাশা রইলো। খুব শীগ্রই লিখবো।
welcome back .
Though I'm gonna apart from for long time.
অনেক ধন্যবাদ।
ভালো আছেন জেনে ভালো লাগছে। আপনার লেখার প্রত্যাশায়
আপনিও ভালো থাকুন।
আপনার গল্প শুনার অপেক্ষায় রইলাম
ওরে সাগরিকা, লেখা দাও।
নাচতে নাচতে লিইখেন্না আবার লেখা বোঝা যাবে না তখন
ভালো থাকুন আর লিখুন প্রাণখুলে । পড়ার অপেক্ষায় রইলাম ।
অপেক্ষায়..
আর কত দেরি?
ভালো সিদ্ধান্ত
মন্তব্য করুন