ফ্রী অ্যান্টিভাইরাস ক্লামউইন (ClamWin)
ক্লামউইন একটি ফ্রী ওপেন সোর্স অ্যান্টিভাইরাস প্রোগ্রাম যা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপযোগী করে ডেভেলপ করা হয়েছে। এটি মাইক্রোসফট উইন্ডোজ ৯৮ / সেভেন / ভিস্তা / এক্সপি / ২০০০ / এমই / এবং মাইক্রোসফট উইন্ডোজ ২০০৩ ও ২০০৮ সার্ভার এ চলবে। এর রয়েছে সহজ এবং সুন্দর ইন্টারফেস যার মাধ্যমে সহজেই এটি পরিচালনা করা যায়। এর আপডেট সমূহ ইন্টারনেট থেকে স্বয়ংকৃতভাবে ডাউনলোড হয়।
নিন্মলিখিত লিঙ্ক হতে বিস্তারিত জানা যাবেঃ
http://www.lognotechnologies.com/forum/viewtopic.php?f=5&t=19
সেদিন এই রকম ফ্রী খাইতে গিয়ে অনেক যন্ত্রনা পোহাতে হয়েছে।

IT Forum - Bangladesh
সেদিন এই রকম ফ্রী খাইতে গিয়ে অনেক যন্ত্রনা পোহাতে হয়েছে
এই পোষ্টের উদ্দেশ্য - বিধেয় না বুঝলেও ইহা যে একখান পুষ্ট হয় ইহা বুঝলাম
পোষ্টের উদ্দেশ্য সবাইকে একটি ফ্রী অ্যান্টিভাইরাস সম্পর্কে জানানো। অনেকে পাইরেটেড অ্যান্টিভাইরাস ব্যাবহার করে, আবার অনেকে কিনে থাকেন, আবার কিছু ইউজার আছেন যারা ব্যাবহারই করেননা, ভাবলাম তাঁদের কাজে আসবে তাই এই পোস্ট।
আমি একসময় এইটা ব্যবহার করতাম। কিন্তু সমস্যা হলো, এটার আপডেটগুলো নির্ভরযোগ্য না বা আসলেই আপডেট হয় কিনা তা নিয়ে সন্দেহ ছিল। কারণ যদু-মধু অ্যান্টিভাইরাসগুলো যে ভাইরাস ধরতে পারে, এটা ধরতে পারতো না। অবশ্য এটা বছর দুয়েক আগের কথা। এখন অবশ্য আরেকটি ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট ব্যবহার করি।
গৌতম ভাই অ্যাভাস্ট একটি ভাল অ্যান্টিভাইরাস। ক্লামউইনও এখন অনেক উন্নতি করেছে। ক্লামউইনের একটি পোর্টেবল ভার্সন আছে যা আমার খুবই ভাল লেগেছে। আর এখন আমি মনে করি এখন আর শুধু একটি অ্যান্টিভাইরাস দিয়ে কাজ হয়না অনেক সময় কাস্পারস্কী যে সকল ভাইরাস ডিটেক্ট করে তা অন্য অ্যান্টিভাইরাস করতে পারেনা আবার ম্যাকফী যে সকল ভাইরাস ডিটেক্ট করে তা কাস্পারস্কী পারেনা।
মন্তব্য করুন