ভদ্রমহিলার কেচ্ছা
কবিতা চর্চা অপছন্দনীয় অপরাধ!
ভদ্রমহিলার কাছে,
শব্দটা শুনতেই নাকি তিতকুটে লাগে!
তাই কবিতার জগত থেকে প্রস্থান করেছিলাম ।
রাজনীতি রাগবি খেলার মত!
তার বুঝতে গিয়ে নাকি
মস্তিস্কে মহাহাঙ্গামা লাগে !
তাই রাজনীতি থেকে পদত্যাগ করেছিলাম ।
সাংবাদিকতা টোকাইদের কাজ !
আমার কৌতুহলী প্রশ্নে নাকি
তার চরম বিরক্তি আসে !
তাই মিডিয়ার সাথে আত্নীয়তা ছিন্ন করেছিলাম ।
পিরিত করা জঘন্য অপরাধ !
সেই ভদ্রমহিলার কাছে
আমাকে দেখতে নাকি রামছাগল লাগে !
তাই ছ্যাক খেয়ে পলায়ন করেছিলাম ।
সেই ভদ্রমহিলার নামটা শুনতে চান ?
থাক না, নাইবা বললাম !!!
না বলাই ভালো, জানটা নিয়ে বাড়িতো ফিরতে হবে নাকি?
ভদ্রমহিলাতো আপনার উপর ভালোই প্রভাব রাখে! এরম আর দেখিনাইতো
আহারে! বেচারা!
মন্তব্য করুন