সন্ধান
নিজের সাথে দেখা হয়না অনেক দিন। নিজেকে ছাড়া বেঁচে থাকতে গিয়ে আজ কাল নিঃশ্বাসে অক্সিজেনের ঘাটতি অনুভূত হয়, প্রতিবাদে কামারের দোকানের হাপরের মত ফুঁসে উঠে ফুসফুস জোড়া, হাতুড়ি পেটায় হৃদয় নামক একটা লহুশোধক প্রকোষ্ঠে।
রোজকার মত আজও আড়চোঁখে তাকিয়েছিলাম পথের প্রান্তে, নাহ! কোথাও পেলামনা আমাকে, ঠিক যেমন পাইনি গতরাতে। গত সন্ধ্যায়ও আমার খোঁজে গিয়েছিলাম সমুদ্রতটে। আচামকা চোঁখ আটকে গেল একটা দৃশ্যে। একটি ছোট্ট শিশু বালুকা বেলায় হাটু গেড়ে বসেছে ঢেউ আর বালির মিলন লগ্নে। মাঝে মাঝেই সফেদ তরঙ্গ ভাঙ্গতে ভাঙ্গতে এক সময় কোমল হয়ে ছুঁয়ে দিচ্ছিলো শিশুটিকে, উদ্বেলিত শিশুটি কবুতরের বাচ্চার মতই তিরতির কাঁপছিলো, যতটানা শীতল হাওয়ায় আর চেয়ে বেশী আনন্দে। পাশেই কোমরে হাত দিয়ে প্রশ্রয়ের ভঙ্গীতে দাঁড়িয়ে ছিলো শিশুটির মা। তার মুখেও শিশুর বিশুদ্ধ হাসি। সংক্রামক হাসিটা কখনযে আমার ঠোঁটের আগায় স্থান করে নিয়েছিলো টের পাইনি। হঠাতই চমকিত হলাম, আমি এখনো হাসতে পারি।
অতি পরিচিত এই দৃশ্যটা যতোবারই দেখি ততোবারই জীবনের প্রতি একটা পিছুটান জন্ম নিতে চায়, তাই স্বজতনে সড়িয়ে আনি নিজেকে। অপেক্ষা করি সূর্য্যাস্তের। অন্ধকারে কারো ছায়া পড়েনা। ছায়াহীন হয়ে খুঁজে নিই নির্জন কোণ, যেখানে কয়েক টুকরো হৃদয়ের গায়ে লেগে থাকা দগদগে ঘাগুলোতে পরশ বোলানো যায় একাকি।
লুকাইয়া থাকা ভালা না :(
ঘটনা সত্য তয় সিস্টেমিটেক্যালি ধরা
জীবনের প্রতি পিছুটান অগ্রাহ্য করা কি সম্ভব ????
অগ্রাহ্য না করলেও ডাকে সাড়া না দেয়াটা অসম্ভব বলে মনে হয়নি
পরে কমেন্ট করমু এই পোষ্টের !!
চিন্তা করে কইতে হপে !!
উক্ষে চিন্তান
চিন্তার গভীরতা বিশাল.................কুল পাচ্ছি না কাজীদা (মুরব্বি নিক টা নেওয়া যায় না)............................
মডু নিজ দায়ীত্বে কাজীদাকে মুরব্বি বানাইদেন........
হাঃহাঃহাঃ মডুকে কইষ্যা মাইনাস, আমি মুরুব্বি নিক চাইছিলাম কিন্তু আমারে নাম ধরাইয়া দিলো।
এগুলো কাপঝাপ চিন্তা যার কোন কুলকিনার নিজেও পাইনা। কিছু লিখতে মনে চাইলো তাই লিখা
নেন কমেন্ট করার মুডে নাই !!! ট্রাই দিয়াও পারতাছি না !!
গানডা দিলাম । মন দিয়া হুইনেন !!
পোষ্টমোষ্ট দেননা কেলা?
একটু মাইনকা সিস্টেমে আছি, গানটা নির্জনে হুন্তে হইবেক
আমার বন্ধু নামে একটা বিয়ের সাইট খুলছে । ভাবতেছি বিয়া নিয়া আর আমগো মত আবিয়াইত্যাদের আর টেনশন করতে হবে না !!
আর পোষ্ট টোষ্ট !! ভাল্লাগে না , বালের দুনিয়া !!
মানুষ দেখি আর অবাক হই , ক'তো নীচে নামতে পারে মানুষ। শুয়োর ও তো মাথা ডুবাইয়া গু খায় না , আশে পাশের মানুষ কেমনে মাথা ডুবায় !! সেলুকাস এই মানব জাতি !!
আমি আমার বন্ধুর মডেল হৈতে চাই,
টেকা দিবনি? 

যাউজ্ঞা, এতো দিনে আমাদের একটা সুগতি হৈলেও হৈতারে
আমার বন্ধুর রেসিডেন সীপের ফরম ছাড়ছেনি? ছাড়লে কৈপাওয়া যায় কৈতারেন?

রেসেডেন্ট হৈতে মুঞ্চায়
আমি লাইনে আছি । ম্যা নেহি জান্তাহে ...। খবর পাইলে জানাইয়েন !! ড়েছিঃডেন্ট হইতে মুঞ্চায় !!!
কেমনে কইলেন কথাটা?কত কি কইতে চাই!কইতারি না......মানুষগুলো এমন কেন হয় জানেন?
সবই তার লীলাগো জয়িবু
পিছুটান তাকে বলেই ত বেঁচে থাকা.....স্বপ্নগুলো কেমন মায়া নিয়ে টানে.....এত সুন্দর লিখেন কেমন করে?
হুম জয়িবু, বেঁচে থাকতে স্বপ্ন লাগে।

আর এগুলো লেখানা, কাপঝাপ
কাপঝাপ কি?ভালা লাগছে ত কাপঝাপ।মন্ডা উদাস লাগে ।কি আশায় বাধি খেলাঘর বেদনার বালুচরে......
কাপঝাপের ব্লগিয় ভার্সন হইলো "উড়ন্তিস" আর ঢাকাইয়া ভার্সন হইলো টাল্টিবাল্টি লেখা

আজকে খালি উদাসী লেখাই পড়তে হবে নাকি এই ব্লগে??? (উদাসীন ইমো হইপে)
নীড়'দা, ইহা কুবির দোষ নয়, শীতের দোষ। শীতের রাত বড়ই দীর্ঘ্য
খুব মন খারাপ যাচ্ছে নাকি? মন ভাল কইরা হাসি ফুটানো কিছু পোষ্টান, "উদাসী" জিনিসটা ব্যাপক সংক্রামক।
অটঃ আমিই শাওন।
প্রচন্ড চেষ্ঠিত আছি হাসিত হইতে। কিন্তু হাসলেই কেমন মন খারাপের মত দেখায়
তবুও কুবি চেষ্ঠায় আছে 
অটঃ বুকে আয় কুদ্দুস
মরার কোকিল দেখি বসন্ত আসার আগেই সবাইরে উদাসি বানিয়ে ছেড়ে দিলো
হেঃহেঃহেঃ সবই তার লীলাগো আপু।
পালাইয়া লাভ নাই। গলায় দড়ি পড়বই, আর পড়লেই সব ঠিক।
হেঃহেঃহেঃ তখন গান হবে "আমি জেনেশুনে বিষ করেছি পান"।
মন্তব্য করুন