ইউজার লগইন

সন্ধান

নিজের সাথে দেখা হয়না অনেক দিন। নিজেকে ছাড়া বেঁচে থাকতে গিয়ে আজ কাল নিঃশ্বাসে অক্সিজেনের ঘাটতি অনুভূত হয়, প্রতিবাদে কামারের দোকানের হাপরের মত ফুঁসে উঠে ফুসফুস জোড়া, হাতুড়ি পেটায় হৃদয় নামক একটা লহুশোধক প্রকোষ্ঠে।

রোজকার মত আজও আড়চোঁখে তাকিয়েছিলাম পথের প্রান্তে, নাহ! কোথাও পেলামনা আমাকে, ঠিক যেমন পাইনি গতরাতে। গত সন্ধ্যায়ও আমার খোঁজে গিয়েছিলাম সমুদ্রতটে। আচামকা চোঁখ আটকে গেল একটা দৃশ্যে। একটি ছোট্ট শিশু বালুকা বেলায় হাটু গেড়ে বসেছে ঢেউ আর বালির মিলন লগ্নে। মাঝে মাঝেই সফেদ তরঙ্গ ভাঙ্গতে ভাঙ্গতে এক সময় কোমল হয়ে ছুঁয়ে দিচ্ছিলো শিশুটিকে, উদ্বেলিত শিশুটি কবুতরের বাচ্চার মতই তিরতির কাঁপছিলো, যতটানা শীতল হাওয়ায় আর চেয়ে বেশী আনন্দে। পাশেই কোমরে হাত দিয়ে প্রশ্রয়ের ভঙ্গীতে দাঁড়িয়ে ছিলো শিশুটির মা। তার মুখেও শিশুর বিশুদ্ধ হাসি। সংক্রামক হাসিটা কখনযে আমার ঠোঁটের আগায় স্থান করে নিয়েছিলো টের পাইনি। হঠাতই চমকিত হলাম, আমি এখনো হাসতে পারি।

অতি পরিচিত এই দৃশ্যটা যতোবারই দেখি ততোবারই জীবনের প্রতি একটা পিছুটান জন্ম নিতে চায়, তাই স্বজতনে সড়িয়ে আনি নিজেকে। অপেক্ষা করি সূর্য্যাস্তের। অন্ধকারে কারো ছায়া পড়েনা। ছায়াহীন হয়ে খুঁজে নিই নির্জন কোণ, যেখানে কয়েক টুকরো হৃদয়ের গায়ে লেগে থাকা দগদগে ঘাগুলোতে পরশ বোলানো যায় একাকি।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


লুকাইয়া থাকা ভালা না :(

সোহেল কাজী's picture


ঘটনা সত্য তয় সিস্টেমিটেক্যালি ধরা Frown

সাঈদ's picture


জীবনের প্রতি পিছুটান অগ্রাহ্য করা কি সম্ভব ????

সোহেল কাজী's picture


অগ্রাহ্য না করলেও ডাকে সাড়া না দেয়াটা অসম্ভব বলে মনে হয়নি Sealed

শওকত মাসুম's picture


আহা

সোহেল কাজী's picture


Undecided

অতিথি পাখি's picture


পরে কমেন্ট করমু এই পোষ্টের !!
চিন্তা করে কইতে হপে !!

সোহেল কাজী's picture


উক্ষে চিন্তান

বিহঙ্গ's picture


চিন্তার গভীরতা বিশাল.................কুল পাচ্ছি না কাজীদা (মুরব্বি নিক টা নেওয়া যায় না)............................

মডু নিজ দায়ীত্বে কাজীদাকে মুরব্বি বানাইদেন........

১০

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ মডুকে কইষ্যা মাইনাস, আমি মুরুব্বি নিক চাইছিলাম কিন্তু আমারে নাম ধরাইয়া দিলো। Frown

এগুলো কাপঝাপ চিন্তা যার কোন কুলকিনার নিজেও পাইনা। কিছু লিখতে মনে চাইলো তাই লিখা Laughing

১১

অতিথি পাখি's picture


নেন কমেন্ট করার মুডে নাই !!! ট্রাই দিয়াও পারতাছি না !!
গানডা দিলাম । মন দিয়া হুইনেন !!

১২

সোহেল কাজী's picture


পোষ্টমোষ্ট দেননা কেলা?
একটু মাইনকা সিস্টেমে আছি, গানটা নির্জনে হুন্তে হইবেক Laughing

১৩

অতিথি পাখি's picture


আমার বন্ধু নামে একটা বিয়ের সাইট খুলছে । ভাবতেছি বিয়া নিয়া আর আমগো মত আবিয়াইত্যাদের আর টেনশন করতে হবে না !!

আর পোষ্ট টোষ্ট !! ভাল্লাগে না , বালের দুনিয়া !!
মানুষ দেখি আর অবাক হই , ক'তো নীচে নামতে পারে মানুষ। শুয়োর ও তো মাথা ডুবাইয়া গু খায় না , আশে পাশের মানুষ কেমনে মাথা ডুবায় !! সেলুকাস এই মানব জাতি !!

১৪

সোহেল কাজী's picture


আমি আমার বন্ধুর মডেল হৈতে চাই, 12 টেকা দিবনি? Money mouth
যাউজ্ঞা, এতো দিনে আমাদের একটা সুগতি হৈলেও হৈতারে 1

আমার বন্ধুর রেসিডেন সীপের ফরম ছাড়ছেনি? ছাড়লে কৈপাওয়া যায় কৈতারেন? Undecided
রেসেডেন্ট হৈতে মুঞ্চায় Cool

১৫

অতিথি পাখি's picture


আমি লাইনে আছি । ম্যা নেহি জান্তাহে ...। খবর পাইলে জানাইয়েন !! ড়েছিঃডেন্ট হইতে মুঞ্চায় !!!

১৬

জ্যোতি's picture


কেমনে কইলেন কথাটা?কত কি কইতে চাই!কইতারি না......মানুষগুলো এমন কেন হয় জানেন?

১৭

সোহেল কাজী's picture


সবই তার লীলাগো জয়িবু Frown

১৮

জ্যোতি's picture


পিছুটান তাকে বলেই ত বেঁচে থাকা.....স্বপ্নগুলো কেমন মায়া নিয়ে টানে.....এত সুন্দর লিখেন কেমন করে?

১৯

সোহেল কাজী's picture


হুম জয়িবু, বেঁচে থাকতে স্বপ্ন লাগে।Innocent
 আর এগুলো লেখানা, কাপঝাপ Tongue out

২০

জ্যোতি's picture


কাপঝাপ কি?ভালা লাগছে ত কাপঝাপ।মন্ডা উদাস লাগে ।কি আশায় বাধি খেলাঘর বেদনার বালুচরে......

২১

সোহেল কাজী's picture


কাপঝাপের ব্লগিয় ভার্সন হইলো "উড়ন্তিস" আর ঢাকাইয়া ভার্সন হইলো টাল্টিবাল্টি লেখা Tongue outCool

২২

নীড় সন্ধানী's picture


আজকে খালি উদাসী লেখাই পড়তে হবে নাকি এই ব্লগে??? (উদাসীন ইমো হইপে)

২৩

সোহেল কাজী's picture


নীড়'দা, ইহা কুবির দোষ নয়, শীতের দোষ। শীতের রাত বড়ই দীর্ঘ্য Undecided

২৪

আত্তদ্বিপ's picture


খুব মন খারাপ যাচ্ছে নাকি? মন ভাল কইরা হাসি ফুটানো কিছু পোষ্টান, "উদাসী" জিনিসটা ব্যাপক সংক্রামক।

অটঃ আমিই শাওন।

২৫

সোহেল কাজী's picture


প্রচন্ড চেষ্ঠিত আছি হাসিত হইতে। কিন্তু হাসলেই কেমন মন খারাপের মত দেখায় Undecided তবুও কুবি চেষ্ঠায় আছে Smile

অটঃ বুকে আয় কুদ্দুস Laughing

২৬

তানবীরা's picture


মরার কোকিল দেখি বসন্ত আসার আগেই সবাইরে উদাসি বানিয়ে ছেড়ে দিলো

২৭

সোহেল কাজী's picture


হেঃহেঃহেঃ সবই তার লীলাগো আপু। Frown

২৮

মলিকিউল's picture


পালাইয়া লাভ নাই। গলায় দড়ি পড়বই, আর পড়লেই সব ঠিক।

২৯

সোহেল কাজী's picture


হেঃহেঃহেঃ তখন গান হবে "আমি জেনেশুনে বিষ করেছি পান"। Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সোহেল কাজী's picture

নিজের সম্পর্কে

আমার অন্তরের অলিতে গলিতে জট লেগে আছে থোকায় থোকায় অন্ধকার। দৈনন্দিন হাজারো চাহিদায় পুড়ছে শরীরের প্রতিটি কোষ। অপারগতার আক্রোশে টগবগ করে ফুটে রক্তের প্রতিটি কণিকা। হৃদয়ে বাস করা জন্তু-টা প্রতিনিয়ত-ই নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যাস্ত।

প্রতিদিনের যুদ্ধটা তাই নিজের সাথেই। সেকারণে-ই হয়তো প্রেমে পড়ে যাই দ্বিতীয় সত্ত্বার, নিজের এবং অন্যের।