ইউজার লগইন

সুমনা'এর ব্লগ

শুভ জন্মদিন কাওসার!!!

আজ ফেসবুকে ঢুকতেই একটা নোটিফিকেশন চোখে পড়ল।

দেখি আজ আমাদের কাওসারের জন্মদিন।

ওখানে উইশ করে এলেও এই উছিলায় একটা পোস্ট দেয়ার লোভ সামলানো গেলনা।

সেই সাথে এখানকার ব্লগার বন্ধুদেরও জানাতে ইচ্ছে করল।

তাই জানিয়ে গেলাম।

শুভ জন্মদিন কাওসার।

ভাল থাকুন, দীর্ঘ কি-বোর্ডজীবি হোন এই কামনা রইল।
কেক-কোকের ইমো দেয়া গেলনা বলে ব্যাপক কষ্টিত হলাম।

ফটু টেস্টিং ব্লগ


ম্যাপল ট্রি

এক ঝলক ক্যাম্পাস

১৬ তারিখে একটা কাজে মাকে নিয়ে বেরিয়েছিলাম পুরান ঢাকার দিকে। রিকশা যখন শিশু একাডেমী অতিক্রম করছিলো তখন হঠাৎ ডান দিকে চোখ পড়তেই মনে হল আজ তো ক্যাম্পাসে মেলা হওয়ার কথা। সাথে সাথে আম্মার কাছে আবদার করে বসলাম। কাজ শেষে তোমার যত তাড়াই থাকুক আজ আমি মেলা দেখে যাব।

চলে এলাম...

আমি সুমনা।
চলে এলাম আপনাদের বন্ধু হতে।
আশা রাখি সবার সাথে খুব সুন্দর সময় কাটবে।
নিরন্তর শুভকামনা রইল।