ফটু টেস্টিং ব্লগ
ম্যাপল ট্রি
[এই কয়েকটা লাইন উন্নয়ন কর্মীর যোগ করা। প্রথম পাতায় পোস্টের ছবি থাম্বনেইল হিসাবে দেখানোর কাজ এখনো বাকি আছে। ফলে পোস্টের সব ছবি এখন প্রথম পাতায় একসাথে দেখায়। এটা এড়াতে একটা ছবি দেয়ার পর কয়েক লাইনের কিছু টেক্সট লিখে দিবেন। ।ফলে বাকি ছবি গুলো প্রথম পাতায় দেখাবেনা। এই পোস্ট টাকে ও এডিট করে প্রথম ছবিটার নিচে কয়েক লাইন লিখে দেয়া হলো।]
জনজু কালচারাল সেন্টার
কোরিয়ার রাজপ্রাসাদ
পদ্মরে ধইন্যা। তার টিউটোরিয়াল দেইখা ছবি আপলোড করলাম কিন্তু আমার ৩ খান ছবি দেখি পুরা জায়গা দখল কইরা ফালাইছে। লজ্জিত হওনের ইমো হইবে। ডেভু ভাইগো ইট্টুশখানি দেইখেন কইলাম।
ছবিগুলা দারুন । পদ্মরে ধইন্যা ।
হ। আমিও পদ্মরে ধইন্যা দিছি।
অসাধারণ সৌন্দর্য ভইনডি.................থ্যাংকু এই পোস্টের সংশ্লিষ্ট স ক ল কে..........
তোমারেও থ্যাঙ্কু ভাইয়া দেখার জন্য।
বাহহহ কি সুন্দর, এইগুলা কি বিদেশ-এর ছবি?
হ ভাই। সবটি কোরিয়ার ফটুক।
কঠিন....... অনেকদিন পর এসব দেখলাম......।
থ্যাঙ্কু মলি ভাই।
সৌন্দর্য
ধইন্যা।
ম্যাপল ট্রি আমগো দেশে নাই?
এইরকম আরো একটা গাছ আছেনা? বাড়ির গেটে লাগায় পাব্লিক। লালগোলাপী পাতার মত ফুল ধরে।
ফটুক সৌন্দর্য্য হৈছে ঃ)
আপনেরেও ধইন্যা। উত্তর তো পাইয়াই গেছেন।
জবা ফুল সোহেল দা।
হয়নাই
সুমনা আপু, গাছের ছবিটা দারুণ লাগলো। :)
কাজী ভাই, বোগেনভিলিয়া ওরফে বাগানবিলাস?
পদ্ম ভাইরে "ধুর মিয়া!"
ধইন্যা গো ভইনডি। আছেন ক্যামুন?
গাছের ছবিটা বেশী সুন্দর।
কাজীভাই, দেশে ম্যাপল দেখিনাই। শীতপ্রধান দেশের গাছ। পাতা ঝরে যাবার আগে চোখে পড়ার মতো রং বদলায়, আমাদের দেশে এমন গাছ বোধহয় একটাই- কাঠবাদাম।
ম্যাপল এর ছবির কালেকশান আছে আমার। দিমুনে আরেকদিন।
chhobi gulo khubi shudor. Maple tree ta beshi shundor...!!! :)
থ্যাঙ্কু থ্যাঙ্কু
মন্তব্য করুন