শুভ জন্মদিন কাওসার!!!
আজ ফেসবুকে ঢুকতেই একটা নোটিফিকেশন চোখে পড়ল।
দেখি আজ আমাদের কাওসারের জন্মদিন।
ওখানে উইশ করে এলেও এই উছিলায় একটা পোস্ট দেয়ার লোভ সামলানো গেলনা।
সেই সাথে এখানকার ব্লগার বন্ধুদেরও জানাতে ইচ্ছে করল।
তাই জানিয়ে গেলাম।
শুভ জন্মদিন কাওসার।
ভাল থাকুন, দীর্ঘ কি-বোর্ডজীবি হোন এই কামনা রইল।
কেক-কোকের ইমো দেয়া গেলনা বলে ব্যাপক কষ্টিত হলাম।
শুভ জন্মদিন কাওসার ভাই
আরে কাওসার ভাইয়ের জম্মদিপস দিকি
কাওসার ভাইয়ের জম্মদিন
ঘড়ে ঘড়ে মিলাদ দিন :)
অনেক অনেক শুভকামনা
কেক্কুক খাইতাম্ছায় :)
সুব লেংটু দিবস মামা ভালা থাক
শুভ জন্মদিন কাওসার!!
(একটা কেক আর দুইটা গোলাপ ফুলের ইমো হবে)
আরে কাওছার এর জন্মদিন নাকি !!!! খেয়াল করি নাই ফেসবুকে।
কাওছারের জন্মদিন
ঘরে ঘরে কেক দিন ।
শুভ জন্মদিন ভাই। হাজার বছর আয়ু হোক।
শুভজন্মদিন ভাইডি .......................কাওছার ভাই কেককুক খাইতাম চাই .................
মডুুুুুুুুু ইমো চাই............
জন্ম দিন শুভ হোক কাওছার তুহিন আহমেদ।


জন্মদিনে কেক নিন
ঘরে ঘরে পাঠায়া দিন
কেকটা জলদি শেষ করেন, i wanna see the screen behind the mirror! (কেকার্থে)।
থ্যাঙ্কু সবাইরে। কাওসার আসেনা ক্যান?
।
এদিকে মুরুব্বী ভাইয়ের দেয়া কেকটা খাইতে
আমার জান যায় যায় অবস্থা
শুভ জন্মদিন কাওসার ভাই
হ্যাপি বাড্ডে!
শুভ জন্মদিন!! অনেক শুভ কামনা।
মনে খুব খারাপ !! বুঝাতে পারবো না !! আজ একটু আগে নেট ওপেন করলাম !!!
আজ দুই দিন ধরে নেট ওপেন করিনি !!
কি বলবো ?? এই অবস্থায় শুভ জন্মদিন দিয়ে গেলাম !!!
আনন্দগুলো ভিন্ন ভাবে ভিন্ন ভাবে ধরা দিক! যার মাঝে দুঃখের মৃদু সুরসুরি থাকবে !!
শুভ হোক দিনটা
ভালো কাটুক জীবনটা
দেরী হয়া গেল মনে লয়..যাউকগা..পরেরবারের টা লন...হেপি বাড ডে ঠু ইউ
মন্তব্য করুন