মেঘ পিওনের ব্যাগের ভিতর
শীতের তীব্রতা কেটে গেলে আমরা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের লোকেরা গুহা থেকে মাথা বের করি। দেখি আহা নীল আকাশ কতো ব্ল, ফুলের কতো রঙ, প্রজাপতির কতো ঢঙ। মাঝে মাঝে আবার এসব রঙ - ঢঙ দেখার জন্য পকেটের পয়সা খরচ করে ইতি উতিও যাই। আজকে এসব ইতি উতি ঘুরার কিছু নমুনা পেশ করবো। এবারের ইতি উতি হলো, বেলজিয়ামের আরডেন। Dochamps & Durbuy. আমার নতুন কেনা Lumix এর সৌজন্যে।
পাইলেও পাইতে পারে কুনু ফটুগ্রাফী পুরস্কার।
উৎসর্গঃ হাসান রায়হান ভাইকে













ছবিগুলো অসাধারণ হয়েছে তানবীরা'পু। আপনাকে ফ্লিকারে এ্যাড করলাম। ফ্লিকারে আমার ছবি
বকলম হইলেও বফটু না কি বলেন? people and living things ta beshi touch koreche
ইউরোপের ছবি দেখলেই মনে হয় যেন কেমন একটা শান্তি শান্তি পরিবেশ ... আমার ছবি দেইখাই যাইতে ইচ্ছা করে ...
ছবিগুলা সুন্দর, সাথে একটু করে বর্ণনা থাকলে মনে হয় আরেকটু ভাল লাগত ...
আসলে নিজেরা বন্ধুরা পিকনিকে গিয়েছিলাম তাই কি বর্ননা দিবো বুঝতে পারছিলাম না। আবার সময় নাই বর্ননা ঢুকাতে গেলে দেখা যাবে যে ফটোই দেয়া হলো না
হিংসা করতে করতে এখন হিংসা করা ছেড়ে দিয়েছি।
সেইম হিয়ার >>>>>আড্ডারানী
মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা
মন খারাপের খবর আসে বনপাহাড়ের দেশে।
চৌকোণো সব বাক্সে। যেথায় যে মন থাক সে । ।
মন খারাপের খবর পড়ে দারুন ভালোবেসে।
মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।
বাহ ! কবিতা তো জোশ !
এইটা খুব দারুণ একটা গান
ধন্যবাদ ।
গানটা এখানে
মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
অসাধারণ একটা গান।
যেমন সুন্দর কথাগুলো তেমন সুন্দর গায়কী। অপূর্ব গানটা
খুব সুন্দর হইছে আপু।
ধন্যবাদ ধন্যবাদ। নতুন ক্যামেরায় প্রথম ট্রাই
কী অদ্ভূত সুন্দর ছবিগুলো, পছন্দ না করে থাকবার উপায় নেই!
অনেক ধন্যবাদ। আচ্ছা অনেক আগে সদালাপে বাতিঘর নামে একটি ওয়েবজিনের লিঙ্ক থাকতো, আপনি কি সেখানকার কেউ বাই এনি চান্স?
গানটা প্রথম পাই রাশেদের কাছ থেকে... আহা সেকি গান... কাঁকনাপু কয়েক লাইন তুইলা দিয়া গানটা শোনার আগ্রহকে বাড়িয়ে দিয়েছে।
ফটুক অসাম... আরো বর্ণনা আশা করি
বর্ননা দেয়ার মতো আসলে বিরাট কিছু নাই। সীমানা পেরিয়ে করতে করতে ক্লান্ত তাই আমরা একটু রিলাক্স করতে বাইরে গেছিলাম লং উইকএন্ডে। রানীর জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার সব বন্ধ ছিলতো। একটু খানা পিনা, নাচা গানা, ক্রিকেট, তাস, লুডু, মানুষের পিছনে লাগা ঃ)
সবচেয়ে মজাদার পার্ট ছিলো, হলিডে হোম বুকিং দেয়ার সময় কিছু বলে নাই, টাকা ট্রান্সফার করার পর ক্লজ পাঠানো শুরু করছে বাড়িয়ালা, কাপ ভাংগলে তিন টাকা, ময়লা হলে দশ টাকা ইত্যাদি ইত্যাদি। ত্রাস সৃষ্টি করে ফেলছে। রাতে আমাদের মেয়েরা সব একসাথে ঘুমাবে, একটা আর একটাকে বলছে, সাবধানে শুতে হবে, নষ্ট হলে বিছানা কিন্তু ফাইন হবে ঃ)
এতো সুন্দর জায়গায় থাকেন...হিংসায় মইরা যাই
মরে গেলে চলবে?
ভিউকার্ড না পোষ্টার দেখলাম যেন।
ভাঙ্গা পেন্সিল বলেছেন."এতো সুন্দর জায়গায় থাকেন...হিংসায় মইরা যাই"
আমিও কই
নীড়দা, ছবি ওয়ালীর কিছু গুন নাই, খালি জায়গারই গুন?
ছবিওয়ালীর গুনতো অবশ্যি অবশ্যি আছে!!!!
টাইপে মিসাইছিলাম ছবিওয়ালীর নাম।
এইসব ঘুরাঘুরির কাজ কারবার দেখলে আর ফডু দেখলে ঈর্ষায়-হিংসায় শরীর জ্বলে, তখন কৈতেও ভুইলা যাই যে, ফডু ডি ভালো হৈছে!!!
ছি , কি বাজে যায়গা, একটু ময়লা নাই।
সাঈদ ভাইয়ের সাথে কোলাকুলি। আমারো একই কথা।
চোখের কোনায় পানি আসছে, হিংসায়।দীর্ঘশ্বাস।কুনু কমেন্ট করতারতাম না।
আপনিও তাতাপু? যারা পোষ্ট লেখছে , উৎসাহ দিছে দোষ কিন্তু তাদের।আমার ফেস ভ্যালু ভালা না। আমারে কেউ নিয়া যায় নাই, একলা গেছি তাই পথ ভুল করছি তাও রাতের বেলা।আজিমপুর-লালমাটিয়া তো সকাল বিকাল যাই।
কে বলছে তোমার ফেস ভ্যালু ভালো না? অন্য জায়গায় পয়সা নেই, কিন্তু তুমি নাম বলো, বিনা পারিশ্রমিকে নাক ভেঙ্গে হাতে ধরায় দিবো
সব দেখি প্রকৃতি ! আপনের ছবি কোথায়
প্লেনের টিকেট পাঠাইতেছেন কবে?
নাইলে কিন্তু হিংসামু!!!
হিংসান
ব্যাপক হিংসিত
কি সুন্দর কি সুন্দর ঃ(
ধন্যবাদ ধন্যবাদ। আমি জানি আপনি আমার হাতের গুনের কথাই বলছেন ঃ)
হিংসা করতে করতে এখন হিংসা করা ছেড়ে দিয়েছি।
আড্ডানী বলে কি?
কিন্তু যার জন্য দিলাম ব্লগ তিনি কোনে গ্যালেন? হিংসায় কি গলে গেলেন নাকি?
ফটুকগুলান জুসৈছে তানবীরাফু
এভাবেই ফটু তুলুন আর শ্যায়ার করুন
হুমম কাজী সাবকে ধনেপাতার চাটনী। চেষ্টা করবো।
প্রতিটা ছবিই দারুন তুলছেন। সব থেকে সুপার ডুপার হইছে শেষেরটা। বামদিকে রাস্তার বাঁকটা আরেকটু আসলে কেমন হত দেখতে ইচ্ছে করছে। আর ক্যামেরার মডেল কত ?
হাসান ভাই টিপস দেয়ার জন্য ধন্যবাদ। এগুলো শিখতে চাই, পরের বার মনে রাখার চেষ্টা করবো।
আমার ক্যাম অতীব সাধারণ, Lumix DMC FZ18 Black. আমার ফটোগ্রাফীর কোন জ্ঞান নেই। হঠাৎ শখ চাপছে তাই সাধারণ জিনিস দিয়েই শুরু।
এই টাকা দিয়ে একটা ডিএসএকআর কিনতে পারতেন। ছবি তোলার নেশা পাইলে দুইদিন পর ঠিকি কিনবেন।
নেশা আছে, আসলে সব সৃজনশীল কাজের প্রতিই আগ্রহ আছে। কিন্তু ৯টা ৬টা অফিস করে আর কিছু করার সুযোগ আপাতত নেই। তবে দেখিস একদিন আমরাও এই আশায় আছি এখনো
আর আমি হিংসিত না। আমি মন খারাপিত। ভাবছিলাম ক্যামেরা নিয়া ভুংভাং দিয়া ছবি টবি দিয়া একটা ভাব নিমু। কিন্তু এখন তো মনে হইতেছে আপনারেই ওস্তাদ মানতে হইব।
উৎসর্গের জন্য অনেক কৃতজ্ঞতা। প্রিয়তে সংরক্ষিত হইলো।
যদি জুলাই মাসে দেশে আসার আগে ১০ কেজি ওজন কমাইতে পারি তাহলে একটা ফটোসেশন করবোনে আপনার সাথে। কিছুইতো হইলো না জেবনে যদি আপনের ফটুতে কিছু হয় ঃ)
দুর্দান্ত !!!
কবে যে বিদ্যাশ যামু !!
ধন্যবাদ, আইসা পড়েন
ছবি দেইখা মনটা উদাস হৈলো।
ছবির জায়গায় যাইতে মঞ্চায়...
পাহাড় কেনা শেষ হইলে আইসা ঘুইরা যাইয়েনগো দাদা
যাইব ঘুরতে । চিন্তায়েন না। তবে লগে পাংখারে লইয়া যাইবো।আপনে কি পাংখারেও জায়গা দিবেন। ভাবী তাইলে খুব রাগ করবো।
পাংখাটা কে, বুঝতে পারলাম নাতো জয়ি
অতীব মনোহর চিত্র!
সেটা বুঝলাম কিন্তু তুমি কুতায়, সই?
সবই মানুষ পারে! পারলাম না শুধু আমরা।
আপনার সাথে পরিচিত হলাম। আপনার মন্তব্য দেখেছি।
আমার নামা টি প্রকাশিত হয়েছে (নিজের ঢোল নিজে বাজালাম! লজ্জিত)
হাসান রায়হান ভাই আমার নামাটি প্রিন্ট করেছেন!! হা হা
আমার নামা টি প্রকাশিত হয়েছে (নিজের ঢোল নিজে বাজালাম! লজ্জিত)
হাসান রায়হান ভাই আমার নামাটি প্রিন্ট করেছেন!! হা হ
এটুকু বুঝতে পারছি না। লিঙ্ক মিসিং, যদি একটু ধরিয়ে দিতেন
কবি এইখানে গুলনাহার এবং সাহাদত উদরাজী নামার কথা বলেছেন
ঐখানেতো আমি কমেন্ট করি নাই, ঐটাতো বড়দের "কপিতা"। আমি শুধু চোখ বন্ধ করে পড়লাম ঃ)
জায়গা গুলান মেলা সুন্দর।
জ্বী, ধন্যবাদ
ইউরোপিয়ান ছবিতে কম জামা কাপড় পরা বালিকাদের দেখার আশায় ঢুকলাম। এসে দেখি সব গাছ পালার ছবি...
দিক্কার...
তবু ভালো হইছে ছবি
আমার তোলা ছবি আপনে খারাপ কইবেন? মাথা কয়টা ঘাড়ে আপনার?
দুর্দান্ত.।.।.। এইরাম দেখলেই মনটা শান্ত হয়্যা যায়.।.।
শোকর আলহামদুল্লিলাহ
পোষ্টকার্ড টাইপ হইছে ছবিগুলা, ফেসবুকে দেখছি... ফ্যাশনশো ক্যাপশন দেয়া ছবিটা দেখে বেশ সময় লাগল বুঝতে কাহিনি কি... :D :D ...
আড্ডা'র বর্ননা দিতেন, মজার করে ফেলতে পারতেন লেখাটাকে, হয়ত এটা ছবি পোষ্টই রাখতে চাইছেন... ঘুরে বেড়ানোর লেখাটা লিখে ফেলেন জলদি...
ফ্যাশন শো না মাথা। এলেবেলে ছবি ওদেরকে ক্ষ্যাপানোর জন্য দিয়েছি ঃ)
এটা ছবি পোষ্ট, পার্সোনাল আড্ডা অন্যদের কেমন লাগবে তাই আর এড়িয়ে গিয়েছিলাম
আপনার শেষ ছবিটা আমার কম্পিউটার ডেস্কটপ এ লাগিয়েছি!
শেষ ছবিটা আমারো খুব প্রিয়। আসলে আমি কতোটা ভাল ছবি তুলেছি সেটা ম্যাটার না, বসন্তকালে আর গরমে ইউরোপ আসলে এমনই দেখতে
আপনে ভালো নাচেন, লেখেন, ছবি তোলেন..আর কি কি করেন? বহুদিন পর এরকম বহুমুখী প্রতিভা দেখলাম। এর আগে ফরেস্ট গাম্পকে দেখেছিলাম যে কাজে হাত দেয় সেইটাই ভালো হয়।
এখন ফরেস্ট গাম্পের কথা বললেও আর কয়দিন পর আরো বড় একজন বহুমুখী প্রতিভাধারীর সঙ্গে আপনাকে তুলনা করতে হবে।
কিপিটাপ লেডী। ইউ'র ডুয়িং আ রিয়েল এপ্রিশিয়েবল জব।
এই মনিহার আমায় নাহি সাজে
একটা কথা জানেনতো, গুড ইন এভরিথিং বাট মাষ্টার ইন নান, আমি হলাম তাই
জেনে ভালো লাগলো। যতদিন আপনি নিজেকে গুড ইন এভরিথিং বাট মাস্টার ইন নান ভাবতে পারবেন ততদিন ইউ'ল রিমেইন অ্যা রিয়েল গ্রেট ম্যান। আই উইশ ইউ
ছবি
মন্তব্য করুন