ইউজার লগইন

হোয়াট ইজ বৈদেশ?

অনেকেই বিদেশ নিয়ে অনেক কিছু কল্পনা করেন। এটা ভাবেন ওটা ভাবেন। আপনারা জানতে চান বৈদেশ কেমন? ঠিকাছে, তাহলে বলি, এখন আমি ডানদিকে কাত হয়ে শুয়ে শুয়ে বলছি, বিদেশে তাপমাত্রা সবসময় পঁচিশ ডিগ্রী সেন্টিগ্রেট। বাগানের ঘাস সবসময় তিন সেঃমিঃ উঁচু থাকে। ঘাস বাড়ে না, বাগানের ঘাস কাঁটতে হয় না। বাড়িঘরের রঙ পোঁচ দিতে হয় না, ধূলোবালি ঝাড়তে পরিস্কার করতে হয় না। সবসময় পরিস্কার। বাড়িঘর ঝাট দিতে হয় না, বাগানে পাতা পড়ে না। ড্রাইভওয়েতে ধোয়া পরিস্কার গাড়ি। আপেল গাছে আপেল, আঙুর গাছে আঙুর । গাছে গাছে রঙীন ফুল, তারপরে প্রজাপতি উড়ছে। ঠিক যেনো ক্যালেন্ডারের পাতা। সেই গাছ বাগানের মাটি খুঁড়ে লাগাতে হয় না। পছন্দসই গাছকে নিশানা করবেন, চোখ দিয়ে ইশারা করবেন, গাছ আপনাতেই বাগানে, আপনার পছন্দের জায়গায় পোঁতা হয়ে যাবে। অসুখ হয় না কারো। বাচ্চা কাঁদে না। ন্যাপি বদলাতে হয় না। বিদ্যুৎ পানি সবসময় অফুরন্ত। মানুষ মারা যায় না। পরীক্ষা পাশের টেনশান নেই। কারো সাথে সম্পর্কের টানাপোড়েন নেই, সে নিয়ে মনে কষ্ট নেই।

শুনতে বোর লাগছে। ঠিকাছে বামকাত হয়ে শুয়ে বাকি গল্প করি। বরফে চার পাশ সাদা। মাইনাস বিশ। আহ শুনতেই কি রোমান্টিক লাগছে। তারমধ্যে লম্বা ওভারকোট পরে, মুখে চুরুট জ্বালিয়ে একদিক থেকে অন্যদিকে হেটে যাবো, পায়ে উইন্টার বুট, আহা রাজকাপুর, জুতা হ্যায় জাপানী। সেই বরফে কেউ পড়ে না, পড়ে পা হাত ভাঙ্গে না। সড়ক দুর্ঘটনা ঘটে না। বরফ গলে প্যাঁচপ্যাঁচে কোন কাঁদা নেই। ঝড় নেই, বৃষ্টি নেই, বন্যা নেই। বাড়িঘর নোংরা হয় না। অন্ধকার সকালে উঠে স্নো কেটে তার তলা থেকে গাড়ি বের করতে হয় না। শুধু ভদকার গ্লাস নিয়ে ফায়ার প্লেসের সামনে বসে বসে সময় কাটানো। আহা কি রোমান্টিক। বিদেশে জুস, খাবারে কোন ভেজাল নেই, অসুখ নেই। ম্যাডকাউ ডিজিজ নেই। হাইব্রিড খাবারে কোন সমস্যা নেই। নেই মৃত্যু জরা। নেই কোন দুঃখ অপমান, আলু আর মাংস সব এক সমান। এহেন আনন্দের বৈদেশের প্রথম শ্রেণীর দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের না দেশের ব্যাপারে কোন মতামত দেয়ার অধিকার থাকে না বৈদেশের ব্যাপারের। যেখানেই কথা বলবেন, সেখানেই বলবে তুমি কে? তুমি চুপ থাকো।

তানবীরা
০৯/০৪/২০১২

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লেখাটা খুব খুব খুব ভাল লাগলো।

দেশে আইসা পড়েন। আর কত?

তানবীরা's picture


চাইলেই যদি পাইতো
তাহলেতো চাইলেই হইতো Sad(

জেবীন's picture


হ! বৈদেশ মানে যেই সমস্ত আরামের কান্ডকারবার কহিয়া শেষ করার যাইবেক নহে! Stare

তানবীরা's picture


সহমতের ওপর একমত Puzzled

ফাহমিদা's picture


বৈদেশ মানে বৃষ্টির বা শীতের বিকালে ইচ্ছা করলেও নিজেরই বানিয়ে খেতে হবে বলে চা মুড়ি না খেয়েই বিরস মুখে বসে থাকা Sad( .. চিন্তা কইরা দেখলাম এইটাই সবচেয়ে রোমান্টিক , বাকিগুলা আর না বলি

তানবীরা's picture


আবারো একমত। কতোদিন যে রাঁধতে হবে এ কষ্টে ভাত খাইনি, এখন অবশ্য মেক্সিকান টরটিলা খাই, আটা রুটির কাছাকাছি স্বাদ Sad

রায়েহাত শুভ's picture


আগে যেইটা বলছিলাম, এইখানেও সেইটাই বইলা যাই।
ইয়াল্লা Shock আপনার তো খালি হুর/গেলমানেরই কমতি Tongue

অফটপিকে আরেকটা কথা, ...............
(নাহ থাক, বাদ্দেই। এমনিতেই আমার কথা হয়না)

তানবীরা's picture


বাদ দিলা কথা তুমি আমার সাথে!!!!! Shock Shock Shock

এ.টি.এম.মোস্তফা কামাল's picture


বিদেশ নিয়ে আমাদের ধারনাগুলো এমনই রোমান্টিক। মানে অবাস্তব।

১০

তানবীরা's picture


জ্বী, সব মেশিনে হয় এখানে। মেশিন সব করে দেয় আমাদের Sad

১১

উচ্ছল's picture


অনেক কিছু জানলাম বৈদেশ নিয়া.... তয় আফা আমার মনে হয় আপনি যদি আর একটু ডান-বাম কাত হইতেন, তা হইলে আরো অনেক কিছু জানতে পারতাম Big smile

লিখা ভালু পাই। আপনারে ১ কেজি ধইন্যা পাতাSmile

১২

তানবীরা's picture


Big smile Big smile Crazy

১৩

হাসান রায়হান's picture


কপাল তোমার! আমি যদি বিদেশ যাইতার্তাম!!!

১৪

তানবীরা's picture


ইউ টু ব্রুটাস!!!!! Shock

১৫

আরাফাত শান্ত's picture


বৈদেশের যাবার কোন সাধ আহলাদ নাই তাই আপনার এতো আকর্ষনীয় মোহনীয় বর্ননাভঙ্গিতেও যাবার ইচ্ছা জাগ্রত হইলো না.

১৬

তানবীরা's picture


যাক, বাঁচলাম Smile

১৭

জ্যোতি's picture


Boidesh is heaven!!!
Boidesh jamu...u..u..u..u..boidesh jamu,kemne jamu?

১৮

তানবীরা's picture


Puzzled

১৯

মেসবাহ য়াযাদ's picture


বৈদেশ যাইতে মঞ্চায় Steve

২০

তানবীরা's picture


একটা গান মনে পড়ল, তবে গাওয়া বোধহয় ঠিক হবে না Puzzled

২১

লীনা দিলরুবা's picture


বিদেশ থাকে মাইনষে! জীবনেও যামুনা Smile

২২

তানবীরা's picture


Big smile

২৩

শওকত মাসুম's picture


বৈদেশের রাস্তা দিয়া নাকি স্কারলেট জোহানসন হাইটা বেড়ায়? কথা কী সত্য?

২৪

তানবীরা's picture


হ আর ব্রিটনি স্পিয়ার্স সুপার মার্কেটে যেয়ে চিকিটা বানানা কিনে Sad

২৫

সাঈদ's picture


ডান - বাম কাত হইলেন, এইবার চিৎ হইয়া কিছু কন বৈদেশ নিয়া ।

২৬

তানবীরা's picture


ভুলে গেছি Puzzled

২৭

মানুষ's picture


বিদেশ সম্পর্কিত সাম্যক ধারণ পাইয়া আপ্লুত হইলাম। বিদেশ এত ভালো জানলে বহু আগেই বিদেশ যাইতাম Stare

২৮

তানবীরা's picture


হ আমিও Stare

২৯

জোনাকি's picture


বেপুক মজা পাইলাম। বৈদেশ যায়তে মন চাই Big smile

৩০

তানবীরা's picture


Big smile

৩১

নীড় সন্ধানী's picture


আমার কাছে বৈদেশ মানে টাইলসের দোতলা বাড়ির পেছন দিকে রোদ্রোজ্জ্বল আলপসের সাদা চুড়া, বারান্দায় রোদ পোহাতে পোহাতে উদাস মনে পাইপের ধোঁয়া ছাড়ছে এক আধবুড়ো। তার বুড়িটা কতোকাল আগে তারে ছেড়ে চলে গিয়েছিল। এখনো মনে হয় গতকাইল। Cool

৩২

তানবীরা's picture


Cool

৩৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


পুরা পৃথিবীটাই একটা দেশ আর বিডি, হ্লু একেক্টা শহর...ব্যাস কাহিনী খতম Smile

~

৩৪

তানবীরা's picture


কাহিনী খতম মানে??? পিকচার আভি বাকি হ্যায় জানাব

৩৫

লিজা's picture


এইরকম কার্টুন ছবি মার্কা বিদেশে তুমি থাকো আপু? Tongue

৩৬

তানবীরা's picture


Sad(

৩৭

লাবণী's picture


মুইও বৈদেশ যাইতাম চাই! Day Dreaming

৩৮

তানবীরা's picture


Cool

৩৯

রাসেল আশরাফ's picture


আমি বৈদেশ মানে হল্যান্ডে যামু আলউ খাইতে Crying Crying

৪০

তানবীরা's picture


Welcome

৪১

নিকোলাস's picture


বিদেশ নিয়া কি কল্পনা করি, তা আর কইলাম না।
তয়, ড্রাইভওয়েতে গাড়ি রাইখা, সেঃমিঃ-এ ঘাস মাপনের ইচ্ছা হইলে
কিংবা দুই পেগ ভদকা গিলা স্নো পরিষ্কার করার ইচ্ছা হইলে আপনি তারে দোষ দিতে পারেন না............ Tongue

৪২

তানবীরা's picture


দোষ দিব কেন? বরং সে আমার বাগানের স্নো পরিস্কার করে দিয়ে যাক, আমি আস্ত ভদকার বোতল দিব উপহার, আর সহ্য হয় না Sad

৪৩

মেহরাব শাহরিয়ার's picture


বুঝছি , আমিও কলম্বাসের মত ভুল জায়গায় এসে এইটাকে বৈদেশ ভেবে ফেলসি। আজ ঘাস কেটে আমার বাসার কার্পেটের ১২ টা বাজায় দিসে ।

আসল বৈদেশে যাইতে চাই , ডাচ যামু Smile

৪৪

তানবীরা's picture


আসেন Tongue

৪৫

গ্রিফিন's picture


উরে মোর জিউসগো। বৈদ্যাসে এত্ত অলিম্পাসি সুখ পাওঞ্জায়? ঝান্তাম্নাতো। বৈদ্যাসের উপ্রে পুরাই আইলাবু চৈলাইলো। চাই চাই বৈদ্যাস চাই। আমগো দ্যাশের ভিত্রেই পুরা বৈদ্যাস চাই।
ইয়ে মাইনে লেখার ভিত্রে কুঙ্খানে জানি শরাবন ভদকার নাম দ্যাক্লাম মোনাইলো কোক খাইতাম্মঞ্ছায় Love

৪৬

তানবীরা's picture


অলিম্পাস গ্রিফিন কি আমাদের গ্রিফিন নাকি? বুরবাকের ছবিটাতো সেইম দেখা যায়। মাসে মাসে যে নাম বদলাও পয়সা দাও তার? Crazy

৪৭

গ্রিফিন's picture


আমি সেই ১৮৪৭ সালে পৈলা নাম লৈছিলাম। হের্পর সেইদিন উইত্থেজিথ হৈয়া নয়া নাম লৈছি। এর্পরো নিচ্চয় আমার কাছে টেকা চাইবেন্না Tongue

৪৮

তানবীরা's picture


না টেকা না ডলার - দিনার দাও Tongue

৪৯

বিষাক্ত মানুষ's picture


এইটা তো কবিতা হইয়া গেল আন্টি !! Steve

তয় সামারে বৈদেশ খুব সৌন্দর্য , লোকমুখে শুনছি তখন রাস্তায় রাস্তায় সৌন্দর সৌন্দর দৃশ্য দেখা যায় Cool

৫০

তানবীরা's picture


পড়ুন আর তওবা করে দ্বীনের পথে আসুন Wink

৫১

বিষাক্ত মানুষ's picture


সুবানাল্লাহ !! নিশ্চয়ই সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য অবলোকন করাও ইবাদতের সামিল Tongue

৫২

তানবীরা's picture


কি জানি? ওয়াজে শুনছিলাম খারাপ নজরে কোনদিকে তাকালে অকালে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় Sad

৫৩

সুবর্ণা's picture


আপু আপনার বৈদেশ বণর্না পড়ে আপনার সুখটা অনুভব করার চেষ্টা করছি। হায়রে বৈদেশ!!

৫৪

তানবীরা's picture


হায়রে বৈদেশ!!

Sad( Sad( Sad(

৫৫

একজন মায়াবতী's picture


লীনা আপু বলছেন 'বিদেশ থাকে মাইনষে!'
আমার শুধুই হল্যান্ড বেড়াইতে যাইতে মন চায়

৫৬

তানবীরা's picture


আপনাদের নেট জীবিত হইছে Shock Party

মাশাল্লাহ Big smile

৫৭

সুমি হোসেন's picture


হেরপরও সককলে বই-দেষ ঝাইতে চায়! আমমও ঝামু কইলাম Love !

৫৮

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানবীরা's picture

নিজের সম্পর্কে

It is not the cloth I’m wearing …………it is the style I’m carrying

http://ratjagapakhi.blogspot.com/