ইউজার লগইন

রানী যায় রাজা আসে

আজকে ৩০শে এপ্রিল ২০১৩তে সরকারীভাবে নেদারল্যান্ডসের রানীর রাজত্ব শেষ হয়ে আবার রাজার রাজত্ব শুরু হলো। ৩০শে এপ্রিল “কুইন্সডে” হলেও এটা রানী বিয়াট্রিক্সের জন্মদিন ছিল না। তাঁর জন্মদিন ছিল ৩১শে জানুয়ারী। ৩০শে এপ্রিল ছিল তার মা রানী জুলিয়ানার জন্মদিন। কিন্তু ৩১শে জানুয়ারী যেহেতু আবহাওয়া খারাপ থাকে, জনগন আনন্দ উৎসব করতে পারে না আর ৩০শে এপ্রিল সাধারণত একটু আবহাওয়া ভাল থাকে, চারদিকে ফুল আর পাখির গান তাই সর্বসম্মতিক্রমে বিয়াট্রিক্সের মায়ের জন্মদিনই এতোদিন কুইন্সডে হিসেবে পালিত হয়ে আসছে। তবে নতুন রাজা উইলাম আলেকজান্ডার এর জন্মদিন ২৭শে এপ্রিল, তাই আশাকরি কিংসডে পালন করতে বেশি অসুবিধা হবে না। রানী বিয়াট্রিক্স অনেক জনপ্রিয় ছিলেন কারণ তিনি বেশি রয়ালিটি মানতেন না। তাকে প্রায় এদিকে ওদিকে জীন্স পরা অবস্থায় সাইকেল চালাতে দেখতে পাওয়া যেতো। খুব বেশি বডিগার্ড সিকিওরিটি এগুলোর ধার ধারতেন না।

পাঁচ মিলিয়ন ট্যাক্সের টাকা খরচ করে উইলাম আলেকজান্ডার রাজা হলেন। জনগনের ট্যাক্সের টাকায় অথচ শোনা যায় তারা নাকি পৃথিবীর ছয় নম্বর ধনী পরিবার। আর আমরা একটা কাঠি লজেন্সও পেলাম না। অফিস থেকে দুটো কমলা টমপুজ খাওয়ার বন দিলো। ২০০২ সালের ০২ ফেব্রুয়ারী যখন উইলিয়াম বিয়ে করলো তখনও শনিবারে বিয়ের তারিখ ফেলা হলো যাতে সরকারী ছুটি ঘোষনা না করতে হয় আর বিয়ের খরচ কম লাগে। আরে আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ছেলের বিয়েতেও স্কুল কলেজ ছুটি দেয়া হয়, সারা গ্রামের লোককে ভোজ খাওয়ানো হয়। এখানে রাজার বিয়ে উপলক্ষ্যে জনগন একটা বাতাসাও পেলো না। তাও আর্জেন্টিয়ান মেয়ের বাপকে বিয়ের সরকারী অনুষ্ঠানে আসতে দিবেন না কারণ তিনি আর্জেন্টিনার সামরিকজান্তার কৃষিমন্ত্রী ছিলেন কিন্তু বাকি সব পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। রাজার অভিষেক অনুষ্ঠানও এতো সাদামাটা হলো, আমাদের দেশের চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানও এর থেকে জমকালো হয়। পাঁচ মিলিয়ন ইউরো কোথায় খরচ করলো কে জানে? নিজেদের আলখাল্লা সাইজ জামা বানাতে নাকি? চার্চের মধ্যে যেয়ে শপথ নিয়েছে। এই নাকি রাজকীয়তা? বংগভবনের প্রেসিডেন্টের শপথগ্রহন দেখা দরকার ছিলো এদের। রাজকীয়তা কাহাকে বলে, কতো প্রকার আর কি কি জানতো। কতো লোক আসলো সেখানে আর এখানে পরিবার পরিজন নিয়ে শপথ নিয়ে ফেললো তারপর বাইরে এসে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানিয়ে শেষ। রানী বৃদ্ধা হয়েছেন, অসুস্থ ছোট পুত্রের সেবা করবেন তাই বড় ছেলেকে রাজত্ব বুঝিয়ে দিয়েছেন।

বর্তমান রাজার তিন মেয়ে, বিবাহিত আকর্ষনীয় কিছু না। ১২৩ বছর পর আপাতত রানীর রাজ্য শেষ হলেও ঘুরে ফিরে আবার রানীর রাজ্যেই ফিরে আসবে নেদারল্যান্ডস। সেদিন হয়তো আমরা থাকবো না অভিষেক অনুষ্ঠান দেখার জন্যে।

শীতনিদ্রা থেকে ফিরে আসার চেষ্টায় বহুদিন পর লেখালেখির খাতায় আঁকিবুঁকি কাটা

০১/০৫/২০১৩

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

মেহরাব শাহরিয়ার's picture


লেখাটা পড়েই সবার আগে মনে পড়ল , চার্লসের কথা , বেচারা !!!

নেদারল্যান্ডসের রীতির কথা জানতাম আগে , অ্যাবডিকেট করে , রাণীর বয়স তো ভালই , সে কারণে ২০০৬ এ বিশ্বকাপে যখন আর্জেন্টিনা-হল্যান্ড খেলা দেখতে গিয়েছিল এই প্রিন্স , তখনই কোথায় যেন শুনেছিলাম যে তার রাজা হওয়ার চান্স আছে অচিরেই। সেদিন সাথে রাণীও ছিল , ম্যাক্সিমা। নামও মনে আছে , কারণ রাণীর চেহারা ব্যাপক সুইট লেগেছিল Tongue

রাণীর বাবা তো যতদূর জানি , দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে না , ৭০/৮০ দশকে আর্জেন্টিনার কুখ্যাত সামরিক জান্তার মন্ত্রী টাইপ কিছু ছিল ।

নেদারল্যান্ডের উৎসব শুনলে আর বলে দেয়া লাগে না , নিশ্চয় কমলা রঙের সয়লাব করে ফেলসেন আরেকবার। দুনিয়ার আর কোনদেশ একটা রং নিয়ে এত পাগল না। আচ্ছা , ঘটনাটা কি এই কমলা রঙের ? ওরা অরেন্জ কেন ?

যাই হোক , রাজার খুশিতে প্রজারা কত উৎসব করে । ব্লগে একটা পার্টি দেন , আমরাও কমলা ড্রেস পড়ে হাজির হব , কথা দিলাম Smile

তানবীরা's picture


হ্যা শাহরিয়ার তাই, ম্যাক্সিমার বাবা সামরিকজান্তা ছিলেন, গুলিয়ে ফেলেছিলাম এখন ঠিক করে দিলাম। অনেক অনেক ধন্যবাদ জানবেন

কমলা ওদের জাতীয় রঙ। প্রথম উইলাম অরেঞ্জ যাকে উইলাম সাইলেন্ট নামেও ডাকা হয়, যিনি স্প্যানিশদের কাছ থেকে ডাচল্যান্ড উদ্ধারের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, জাতির পিতা, তার অরেঞ্জ পছন্দ ছিল সেই থেকেই কমলা তাদের জাতীয় রঙ। রাজপরিবারকে, কমলা পরিবার কিংবা "হাউজ অফ অরানিয়া" নামেও ডাকা হয়। ডাচ এলফাবেটতো "জ" নেই তাই

পার্টি কোথা থেকে দিবো? ট্যাক্স দিয়াইতো ফতুর Sad(

আরাফাত শান্ত's picture


সকাল বেলা হাটতে হাটতে এন্ড্রয়েডে লেখাটা পড়লাম। আপনার সব লেখার মতোই তাজা তাজা। রাজা রানীদের সবাই ভালো পায় কিন্তু জমিদারদের কেউ ভালো পায় না । এইটার কারন আজো বুঝলাম না। শীত নিদ্রা শেষে পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ। নয়া গল্প টল্প লিখেন, কি কি সিনেমা দেখতেছেন তাও নিয়া বলেন, নববর্ষ উদযাপন নিয়ে লেখেন। ভালো থাকেন ভালো যাক দিন।

তানবীরা's picture


লেখার এনার্জী পাই না সাথে কিছু মনেও থাকে না। কি সিনেমা দেখি, সিনেমা শেষ হওয়ার আগেই ভুলে যাই Puzzled

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শীতনিদ্রা কেটে যাক! Laughing out loud

তানবীরা's picture


আশায় আশায় আমিও আছি Big smile

শামান সাত্ত্বিক's picture


টিপ সই

নিভৃত স্বপ্নচারী's picture


ভাল লাগলো খাতার আঁকিবুঁকি Smile

তানবীরা's picture


Big smile

১০

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


শীত নিদ্রার পর খারাপ হয় নাই লেখাটা।
তয় রাজার তিন মেয়ে আশা জুগাইতেছে আমারে। যদি একটার পানিপ্রা-- হওয়া যেত Wink
চেহারা ডাজন্ট মেটার

১১

তানবীরা's picture


রাজার বড় মেয়ে এই বছর দশে পা দিবে Sad(
ওরা কি পানি খায়? বিয়ার খায় শুনেছি

১২

শওকত মাসুম's picture


নতুন রাজা ১৩ দফা মানবো?

১৩

তানবীরা's picture


আপনে জিগগেস করেন Big smile

১৪

দূরতম গর্জন's picture


আপনি নেদারল্যান্ডসে থাকেন? আমি আরহুসে একবার গিয়েছিলাম। খুব সুন্দর ছিলো।

১৫

তানবীরা's picture


আরহুসে

কি???

১৬

দূরতম গর্জন's picture


ভুল করলাম, ডেনমার্ক গিয়েছিলাম। হল্যান্ড ডেনমার্ক নেদারল্যান্ড সব গুলিয়ে যায় ইদানিং

১৭

তানবীরা's picture


হল্যান্ড- নেদারল্যান্ডস

গুলালেতো সমস্যা Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানবীরা's picture

নিজের সম্পর্কে

It is not the cloth I’m wearing …………it is the style I’m carrying

http://ratjagapakhi.blogspot.com/