সব যেমন ছিল তেমনি আছে
সব যেমন ছিল তেমনি আছে
মাঝ থেকে শুধু কটা দিন চলে গেছে
কাকটা ইলেকট্রিক তারে যেমনি ঝিমাত
এখনো তেমনি দাঁড়িয়ে ঝিমায়
বুড়ো দোকানদার ঠিক আগের মতোই
ডাল চালে কঙ্কর আর পাথর মিলায়
আইয়ুব বাচ্চু এখনো তেমনি টেকো
ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস খুলেনিতো
তাহলে মনে কেনো হচ্ছিলো আমার
সময় যেনো থমকে গেছে কোন মোহনায়
জীবনটা হঠাৎ উলটে পালটে গেলো
যা স্বাভাবিক ছিল তা অচেনা হলো
কাছে থাকার যা ছিল তা রইলো দূরে
জীবনটা তবুও রইলো বাধা
কোন এক পরিচিত সুরে।
এক সময় যা অনিবার্য ছিল
আজ তা অচেনা
এক দিন যা অনেক আকাংখিত
আজ আর তা চাই না।
তানবীরা
০৭.০৬০৯
সুন্দরতো ..
স্বাগতম আপনাকে
আপনার চমৎকার লেখালেখি সম্পর্কে ধারনা আছে
আপনাকে পাশে পেয়ে ভাল লাগছে
আমিও আনন্দিত আপনাদের সাথে থাকার সুযোগ পেয়ে।
ধন্যবাদ আর ভালো থাকবেন।
আমার.....সব যেমন ছিল তেমন নাইক্কা!!! :(
আমারো তেমন নাই কিন্তু এক মাস পরেও অফিসে আসলে কিংবা দোকানে গেলে দেখি কোথাও কিছু বদলায়নি, ঠিক তেমনি আছে যেমন ছিল। তাহলে আমার মন খারাপ, দুঃখ পাওয়া, কান্না, আমার না থাকা এগুলো সবই অর্থহীন।
আমরা তাহলে কিসের ঘূর্নি ঘুরছি।
"আইয়ুব বাচ্চু এখনো তেমনি টেকো
ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস খুলেনিতো"
জট্টিল উদাহরণ
অ.ট. কেমন আছো তানবীরা? অনেকদিন পর......
ভালো আছি নুশেরা। তুমি কেমন আছো, ছেলে কেমন আছে?
অনেকদিন পর হলেও এখন থেকে পাশাপাশি থাকবো এই আশা রাখছি
ভালো লাগল কবিতা।
কাজী সাহেবের প্রোফাইল পিক্সটা অতি মনোরম , হাহাহাহা (আমার লেগ পুলিং এর অভ্যাস প্রচন্ড, অনেকেই নিজ দায়িত্বে মাইন্ড খায়)
ধন্যবাদ আর এ অকবিতা আপনার ভালো লেগেছে জেনে সত্যি সত্যি লজ্জা পাচ্ছি
ব্যাপার্স না, আমার প্রোপিকের লুক্টার লেগ অনেক শক্ত তাই পুলিঙে ডরেনা বীর


অকবিতাতো তনুজাফুর টাইটেল ছিলো, আপ্নেও শুরু করলেন, হেঃহেঃহে
তয় কবিতা আসলেই ভালা পাইছি
তনুজাফার পেটেন্ট জিনিস আমি ক্যামনে নেই? আমি তাইলে বরং কই (গ)বিতা
'সব যেমন ছিলো তেমন নাই, দুনিয়া পাল্টায়া গেছেগা.,..
না নজু ভাই, কোথাও কিছু পালটায় না এই অকরুন পৃথিবীতে। এইযে আমার প্রচন্ড মন খারাপ তার জন্য অকৃতজ্ঞ বাতাসটা কি একটু থামলো ???
সব ভুয়া।
ভালই লাগিল!
ধন্যবাদ
ভালো লাগল ...
আইয়ুব বাচ্চু এখনো তেমনি টেকো
ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস খুলেনিতো ..
তানবীরার মন কেন খারাপ?.সব আগের মত নাই গো দিদি।তাই তো আমারো মন খারাপ হয়...ঝড় উঠে...সে কি উথাল পাথাল!!!!!!!!!খুব ভালো লাগলো লেখাটা।
মন খারাপে মন খারাপে গলাগলি চলো তাহলে
ভালো লাগলো আপনার লেখা
ধন্যবাদ বোস সাহেবকে
আপনে দেখি পুরাদমে কবিতা লেখা শুরু করেছেন, সাবাস!
যখন যা মনে হয় তখন তাই লিখি। এটার নাম কবিতা হলে কবিতা কিংবা ববিতা হলে ববিতা, নামে কি বা আসে যায় ......।
আর যা না আমার লেখা ...... খিকয
আপনেও কবি। কৈ যাই?
এক দিন যা অনেক আকাংখিত
আজ আর তা চাই না। --- এভাবেই সময়ে সব চাওয়া পাওয়া বদলে যায়
এভাবেই সময়ে সব চাওয়া
পাওয়া বদলে যায়
তাই বস, ঠিক তাই
দারুণ কবিতাতো!
এবি'তে স্বাগতম।
পারবেন পারবেন।
কইতাছো তাইলে?
ইয়াপ
একটা জিনিস হয় নাই। ব্যপার না অবশ্য।
আমার কোনো ম্যসেঞ্জার নাই।
কি আছে, ডাকবাক্স ?
আইয়ুব বাচ্চু এখনো তেমনি টেকো
ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস খুলেনিত.......
মন্তব্য করুন