ইউজার লগইন

সব যেমন ছিল তেমনি আছে

সব যেমন ছিল তেমনি আছে
মাঝ থেকে শুধু কটা দিন চলে গেছে
কাকটা ইলেকট্রিক তারে যেমনি ঝিমাত
এখনো তেমনি দাঁড়িয়ে ঝিমায়
বুড়ো দোকানদার ঠিক আগের মতোই
ডাল চালে কঙ্কর আর পাথর মিলায়
আইয়ুব বাচ্চু এখনো তেমনি টেকো
ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস খুলেনিতো
তাহলে মনে কেনো হচ্ছিলো আমার
সময় যেনো থমকে গেছে কোন মোহনায়
জীবনটা হঠাৎ উলটে পালটে গেলো
যা স্বাভাবিক ছিল তা অচেনা হলো
কাছে থাকার যা ছিল তা রইলো দূরে
জীবনটা তবুও রইলো বাধা
কোন এক পরিচিত সুরে।
এক সময় যা অনিবার্য ছিল
আজ তা অচেনা
এক দিন যা অনেক আকাংখিত
আজ আর তা চাই না।

তানবীরা
০৭.০৬০৯

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


সুন্দরতো ..big hug

স্বাগতম আপনাকে
আপনার চমৎকার লেখালেখি সম্পর্কে ধারনা আছে big grin

আপনাকে পাশে পেয়ে ভাল লাগছে day dreaming

তানবীরা's picture


আমিও আনন্দিত আপনাদের সাথে থাকার সুযোগ পেয়ে।

ধন্যবাদ আর ভালো থাকবেন।

নীড় সন্ধানী's picture


আমার.....সব যেমন ছিল তেমন নাইক্কা!!! :(

তানবীরা's picture


আমারো তেমন নাই কিন্তু এক মাস পরেও অফিসে আসলে কিংবা দোকানে গেলে দেখি কোথাও কিছু বদলায়নি, ঠিক তেমনি আছে যেমন ছিল। তাহলে আমার মন খারাপ, দুঃখ পাওয়া, কান্না, আমার না থাকা এগুলো সবই অর্থহীন।

আমরা তাহলে কিসের ঘূর্নি ঘুরছি।

নুশেরা's picture


"আইয়ুব বাচ্চু এখনো তেমনি টেকো
ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস খুলেনিতো"

জট্টিল উদাহরণ

Laughing

অ.ট. কেমন আছো তানবীরা? অনেকদিন পর......

তানবীরা's picture


ভালো আছি নুশেরা। তুমি কেমন আছো, ছেলে কেমন আছে?
অনেকদিন পর হলেও এখন থেকে পাশাপাশি থাকবো এই আশা রাখছি

সোহেল কাজী's picture


ভালো লাগল কবিতা। 

স্বাগতম t

তানবীরা's picture


কাজী সাহেবের প্রোফাইল পিক্সটা অতি মনোরম , হাহাহাহা (আমার লেগ পুলিং এর অভ্যাস প্রচন্ড, অনেকেই নিজ দায়িত্বে মাইন্ড খায়)

ধন্যবাদ আর এ অকবিতা আপনার ভালো লেগেছে জেনে সত্যি সত্যি লজ্জা পাচ্ছি

সোহেল কাজী's picture


ব্যাপার্স না, আমার প্রোপিকের লুক্টার লেগ অনেক শক্ত তাই পুলিঙে ডরেনা বীর Tongue outCool
অকবিতাতো তনুজাফুর টাইটেল ছিলো, আপ্নেও শুরু করলেন, হেঃহেঃহে
তয় কবিতা আসলেই ভালা পাইছি Laughing

১০

তানবীরা's picture


তনুজাফার পেটেন্ট জিনিস আমি ক্যামনে নেই? আমি তাইলে বরং কই (গ)বিতা

১১

নজরুল ইসলাম's picture


'সব যেমন ছিলো তেমন নাই, দুনিয়া পাল্টায়া গেছেগা.,..

১২

তানবীরা's picture


না নজু ভাই, কোথাও কিছু পালটায় না এই অকরুন পৃথিবীতে। এইযে আমার প্রচন্ড মন খারাপ তার জন্য অকৃতজ্ঞ বাতাসটা কি একটু থামলো ???

সব ভুয়া।

১৩

রন's picture


ভালই লাগিল!

১৪

তানবীরা's picture


ধন্যবাদ

১৫

জেবীন's picture


ভালো লাগল ...

আইয়ুব বাচ্চু এখনো তেমনি টেকো
ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস খুলেনিতো ..Laughing

১৬

তানবীরা's picture


Laughing

১৭

জ্যোতি's picture


তানবীরার মন কেন খারাপ?.সব আগের মত নাই গো দিদি।তাই তো আমারো মন খারাপ হয়...ঝড় উঠে...সে কি উথাল পাথাল!!!!!!!!!খুব ভালো লাগলো লেখাটা।

১৮

তানবীরা's picture


মন খারাপে মন খারাপে গলাগলি চলো তাহলে

১৯

লোকেন বোস's picture


ভালো লাগলো আপনার লেখা

২০

তানবীরা's picture


ধন্যবাদ বোস সাহেবকে

২১

সাইফ তাহসিন's picture


আপনে দেখি পুরাদমে কবিতা লেখা শুরু করেছেন, সাবাস!

২২

তানবীরা's picture


যখন যা মনে হয় তখন তাই লিখি। এটার নাম কবিতা হলে কবিতা কিংবা ববিতা হলে ববিতা, নামে কি বা আসে যায় ......।

আর যা না আমার লেখা ...... খিকয

২৩

রোবোট's picture


আপনেও কবি। কৈ যাই?

২৪

কাঁকন's picture


এক  দিন যা অনেক আকাংখিত
আজ আর তা চাই না। --- এভাবেই সময়ে সব চাওয়া পাওয়া বদলে যায়

২৫

তানবীরা's picture


এভাবেই সময়ে সব চাওয়া
পাওয়া বদলে যায়

তাই বস, ঠিক তাই

২৬

মীর's picture


দারুণ কবিতাতো!
এবি'তে স্বাগতম। Big smile

২৭

তানবীরা's picture


টিসু টিসু টিসু

২৮

মীর's picture


সান্তনা সান্তনা
পারবেন পারবেন।

২৯

তানবীরা's picture


কইতাছো তাইলে?

৩০

মীর's picture


ইয়াপSmile
একটা জিনিস হয় নাই। ব্যপার না অবশ্য।
আমার কোনো ম্যসেঞ্জার নাই।

৩১

তানবীরা's picture


কি আছে, ডাকবাক্স ?

৩২

কামরুল হাসান রাজন's picture


আইয়ুব বাচ্চু এখনো তেমনি টেকো
ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস খুলেনিত.......

Smile Smile Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানবীরা's picture

নিজের সম্পর্কে

It is not the cloth I’m wearing …………it is the style I’m carrying

http://ratjagapakhi.blogspot.com/