ইউজার লগইন

শিরোনামহীন

সারাদিন বিছানায় , মাথায় অসহ্য যন্ত্রনা , ভদ্র ভাষায় মাইগ্রেন পেইন। দামী ডাক্তারের দেয়া ফ্রি প্রেশক্রিপসনের আনন্দ মুহূর্তে উরে গেছে দামী ঔষুধের কারনে Sad । আগে ঔষুধ কাজ করতো এখন তাও করে না মনে হয় হার মেনে গেছে। ক্লাশ , এসাইনমেন্ট , কাজ আরো অনেক ঝামেলার ভীড়ে মাথা ব্যাথা অনেকদিন আসার সুযোগ পায় নাই তবে আজকে তার শক্তির কাছে হেরে গেছি।

সারাদিন বিছানায় শুয়ে রেস্ট নিতে ভালোই লাগে তবে যখন ২০ ঘন্টা কাজের পারমিট থেকে ৭ ঘন্টা চলে যায় আজকের সিক কলে সাথে ডেলিভারী শপের বিরিয়ানী বিল যায় ১০ পাউন্ড তখন মাথার সাথে সাথে ওয়ালেটেও কিন্চিৎ প্রেশার পড়ে।

আধো ঘুম আধো জাগ্রত , ল্যাপটপে চলা গান সাথে ছোট ব্যালকনিতে বসে সিগারেট কেমন জানি নষ্টালজিক ব্যাপার স্যাপার , ভালোই একদিনের জন্য ভাবের জগতে হারায় যাওয়া খারাপ না।

দিনের যন্ত্রনা রাতে কিছুটা লাঘব হইলো কারন আজকে পে ডে , ব্যাংক একাউন্ট স্বাস্থ্যবান Smile
কিন্তু একাউন্ট রোগা হতে সময় নিবে না Sad ক্রেডিট কার্ডের পেমেন্ট ডেট চলে আসছে । এই ক্রেডিট কার্ডের ব্যাপারটা মজার যখন খরচ করি তখন মনে হয় রাজার হাতে খরচ করি আর যখন পেমেন্ট ডেট আসে তখন মনে হয় রাজার ব্যাটা আমার মতো প্রজার কষ্টের পয়সায় ভাগ বসাইতে আইছে।

নতুন একটা সিগারেট ধরাই......সিগারেটের কত বাহারী নাম এইখানে ফ্যাগ , সিগি আরো কত কি যেমন বন্ধুরে কয় মাইট , পাল , ফেলো , ডিওড , ডাভ আরো কত সব স্ল্যাং........... বেনসনের সাথে এগারো বছরের লেনদেন শেষ করে আছি এখন মার্লবরোর সাথে , খারাপ না চলে।

পুরোনো ব্যলকনি , নতুন সিগারেট ....পুরোনো পৃথিবী , নতুন হাওয়া .....পুরোনো রাত্রি নতুন একটা কবি কবি ভাব ...................কিন্তু কবিতা দূরে থাক ভালো কিছুই তো বের হচ্ছে না হচ্ছে যতোসব আজাইরা কথা ।

রাত গভীর হয় ঘুম নাই.......... সারাদিনের অপ্রত্যাশিত বিশ্রামের পর ঘুম এখন জেগে গেছে । আর্কের সেই গানটা মনে পরে যায় '' এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো ''
এই দূর পরবাসে

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


পুরোনো ব্যলকনি , নতুন সিগারেট ....পুরোনো পৃথিবী , নতুন হাওয়া .....পুরোনো রাত্রি নতুন একটা কবি কবি ভাব ...................কিন্তু কবিতা দূরে থাক ভালো কিছুই তো বের হচ্ছে না হচ্ছে যতোসব আজাইরা কথা ।

আজাইরা কথা কোথায়! পুরোনো ব্যলকনি , নতুন সিগারেট ....পুরোনো পৃথিবী , নতুন হাওয়া .....পুরোনো রাত্রি নতুন একটা কবি কবি ভাব--------কি সুন্দর বললেন।

মেঘের দেশে's picture


কি জানি........................আপনাকে ধন্যবাদ

মাহবুব সুমন's picture


১ প্যাক এর দাম কেমন ?

মেঘের দেশে's picture


£৭.৩০ .............ফকির বানাইয়া ছাড়লোরে ভাই Sad Sad Sad Sad

মাহবুব সুমন's picture


কথা সত্য।
২৫ টার প্যাক কিনা হয় ১৭ ডলারে, ডানহিল ব্লু। Sad

নাজ's picture


আমার সাইনাস এর সমস্যা আছে। যখন পেইন শুরু হয়, উফ! Sad
যাইহোক, নিঃসঙ্গতার গল্প পড়ে কেন জানি ভালোই লাগলো।

মেঘের দেশে's picture


দেশে থাকতে অনেক বেশি ভুগছি তবে এইখানে কি একটা ঔষুধ জানি খাই মাইগ্রেইনের সাইন দেখামাত্র ঐটা গিলতে পারলে ব্যাথ্যা যায়গা তবে এইবার যায় নাই Sad Sad Sad Sad

আপনাকে ধন্যবাদ

একজন মায়াবতী's picture


বেনসনের সাথে এগারো বছরের লেনদেন শেষ

তুই কি জন্মের পর থেকেই সিগারেট খাস?? Shock

নাজ's picture


Rolling On The Floor

১০

মেঘের দেশে's picture


জ্বী জনাবা আমি জন্মের ঠিক (১৪বছর) পর থেকেই বেনসন খাই Tongue Tongue Tongue Tongue Tongue

১১

একজন মায়াবতী's picture


Stare মাথা ঘুরাইয়া পড়ার কোনো ইমো নাই দেখি!!

১২

মেঘের দেশে's picture


Wink Wink Wink Wink

১৩

সুমি হোসেন's picture


আজকালকার পুলাপাইন জনম থেইকা পাকনা।

১৪

মেঘের দেশে's picture


Big smile Big smile Big smile Big smile

১৫

জেবীন's picture


শিরোনামহীন শিরোনামের মেঘের দেশের দিনপঞ্জিকা জাতীয় লেখা ভালো লাগলো Smile

১৬

মেঘের দেশে's picture


জেবীনের জবানী শুনে ভালো লাগলো Smile Smile Smile

১৭

বাফড়া's picture


"স্পেয়ার ফ্যাগ" কথাটা শুনলেই গায়ে চিড়বিড় কইরা আগুন ধইরা যাইত Smile. স্পেয়ার হইলে তো দোকানেই রাইখা আসতাম.. তোরে দেয়ার জন্য সাথে নিয়া ঘুরতাম নাকি???

১৮

মেঘের দেশে's picture


আর কইয়েন না বস Angry Angry Angry Angry Angry Angry

ঐগুলার অত্যাচারে পকেট থেকেই সিগারেট বাইর করি প্যাকেট বাইর করি না Sad জিগাইলে কই লাস্ট ওয়ান মাইট Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud

আছেন কই??????????????

১৯

তানবীরা's picture


সিগারেটের দাম আরো বাড়া উচিত, স্বর্নের দামের মতো। পোলাপাইনের আয়ু বাড়বে, রোগ বালাই কমবে তাতে Big smile

২০

মেঘের দেশে's picture


মানুষ কিন্তু তবুও স্বর্ন কিনে আপু Wink Wink

২১

টুটুল's picture


কবিতা ভালু পাইলাম Wink

২২

মেঘের দেশে's picture


Wink Wink Wink Wink Wink Wink Wink Wink পুরাই গদ্যকবিতা Tongue Tongue Tongue

২৩

জ্যোতি's picture


ভালো লাগলো কথাগুলো, বলার ঢং টা। সিগারেটের দাম বাইড়া আকাশে উঠুক। পোলাপাইন সিগারেট খাওয়া ছাড়ান দেয় যেনো।

২৪

মেঘের দেশে's picture


ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে , সিগারেটের দাম আকাশে উঠলেও পোলাপাইন ছাড়বো না

মন্তব্যের জন্য ধন্যবাদ

২৫

শওকত মাসুম's picture


সিগারেট খায় মাইনষে?

২৬

মেঘের দেশে's picture


না ভাই পান করে তবে শুকনা পান Tongue Tongue Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘের দেশে's picture

নিজের সম্পর্কে

উদ্দেশ্যহীন পথচলা , যেন পানিতে ভেসে থাকা খড়কুটো ..................।