ছবি ব্লগ: ঘুরন্তিস সিলেট - ২
এ মাসের শুরুতে (জুলাই ২০১৩) একটা ঘুরাঘুরি.com গ্রুপের মাধ্যমে চক্কর দিয়ে আসলাম সিলেট থেকে। লালাখাল, পাংথুমায় প্রথম দিন ঘুরলাম। পরের দিন লোভাছড়া এবং শেষের দিন ঘুরলাম ছাতক Smile... এবারের ঘুরন্তিসটা সিরাম হইছে।
আজকে কিছু ছবি দিচ্ছি লোভাছড়ার। লোভাছড়া হচ্ছে সিলেটের কানাইঘাট উপজেলায় অবস্থিত। ওকে ... আর কথা না বাড়াই
০১ যাত্রা শুরু
০২
০৩
০৪
০৫
০৬
০৭
০৮
০৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
পূর্বের পোস্ট: লালাখাল, পাঙথুমাই, বিছানাকান্দি
ছবি ভালো হয়েছে ফটূগ্রাফার সাব
ধইন্যা
লোকজন চেষ্টা করলে কী না পারে!!

সব ছবি বাইন্ধাইয়া রাখার মতো হয়েছে
দশ নাম্বার ছবিটা পুরাই এক নাম্বার হৈছে!
ধইন্যা
চমৎকার কিছু ছবি দেখলাম। আপনারে অনেক ধইন্ন্যা।
গতবছর তিন দিনের জন্য সপরিবারে সিলেট গিয়েছিলাম, তিনিদিনে সিলেট, মাধবকুণ্ড, শ্রীমঙ্গল এবং জাফ্লং ঘুরে অনেকটাই অতৃপ্তি নিয়ে ফিরে এসেছিলাম।
সিলেট দেখার এখনো অনেক বাকি আমার
সবগুলা ছবি সৌন্দর্য হইছে টুটুল ভাই ....
ধইন্যা
আইছি সিলট, যাইমু সিলট, সিলট রইমু হুইয়া... ইইইইই...
কত্তদিন ঢাকার বাইরে যাইনা
আপ্নেরে হিংসা দিলাম...
জোস হইছে!
ধইন্যা
আমাদের দেশ কি স্নিগ্ধ, কি মায়াময় রঙের ভান্ডারে ভরা, চোখ জুড়ায়ে যায়। আহা
কতখানে যাওয়া মিস করি।
কোথাও ঘুরাঘুরি/ট্যুরের সময় যারে বেশি মনে পড়ে, তার অভাবেই না কোথাও যেতে পারি না। ঈশ! কি মনে করায়ে দিলেন
১-৩, ভাল্লাগছে, ৪ সাদা-কালোর চেয়ে রঙ্গিনটা ভালো, বাকি সবগুলা মন ভরানো ছবি, একদম শেষেরটা বেশি রঙ লাগছে। আর আগের পর্ব থেকে ই পর্বের ছবিগুলা অনেক রঙ-এ ভরা।
সুন্দর ছবি ব্লগ, তবে সাথে কিছু খুটিনাটি গল্প দিলে বেশি জোস লাগতো
সময়ে কুলাইতে পারি না
সুন্দর সব ছবি। দারুন হাত। ৭ নম্বর ছবিটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম ওটা টুটুল ভাইয়ের নিজের ছবি, পরে বুঝেছি ওটা ওনার সাব্জেক্ট। কি সুন্দর আমাদের দেশ। দেখলেই মন ভাল হয়ে যায়। অনেক ধন্যবাদ এত সুন্দর ছবি উপহার দেয়ার জন্য।
দুর্দান্ত সব ছবি । পুরাই মাথানষ্ট ।
ছবিগুলো খুব সুন্দর। যিনি তুলেছেন প্রায় তাঁর মতো সুন্দর।
ভাল হইয়া যান
ছবি ভালো হয়েছে ফটূগ্রাফার সাব
ছবি তো সুন্দর হৈছে।
থ্যাংকিউ
রাসেল ভাইয়ের সাথে সহমত .... সব ছবি বাইন্ধাইয়া রাখার মতো হয়েছে
যত নীচে নামি তত সুন্দর লাগে, ছবির কথা কইলাম
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
টুটুল ভাইয়ের অসাধারন ফটোগ্রাফি দেখে রিতিমত মুগ্ধ। এই ছবি তোলার জন্য কত সখ করে ক্যামেরা কিনি , ছবি তুলি, কিন্তু ক্যামেরার ফাংশন আজো ঠিকমত বুঝলাম না। আমাকে দিয়ে আর হবেও না। ঘুরা ঘুরির অনেক বাতিক আসে, তাই ছবিও তুলি অনেক, হয়ত জাতের না।
আজ চেষ্টা করলাম এখানে কয়টা আপ্লোড করতে, পারি নাই। কেম্নমে করে বুঝি না। এক আঙ্গুলের টাইপিস্ট। এত কিছু কি আর এত তাড়াতাড়ি জানুম?
এটা দেখেন
http://www.amrabondhu.com/riton/437
ছবি গুলান তো আমার তোলা তাই ছবি নিয়া মন্তব্য করলাম না।
তবে লেখা ভাল হইছে।
যত নীচে নামি তত দারুন লাগে, ছবির কথা কইলাম (মাসুম ভাইয়ের মন্তব্য থেকে নেওয়া, কিঞ্চিৎ সম্পাদিত)
এখানে আসলেই যাওয়া হয় নি। জানি না কবে আবার দেশে যাবো!
মন্তব্য করুন