আমি কখনো স্বৈরশাসক এরশাদকে পছন্দ করতে পারি না...
আমি কখনো স্বৈরশাসক এরশাদকে পছন্দ করতে পারি না...
কারণ
তখন বুঝতে শিখেছিলাম দেশের মানুষের হাহাকার...
তখন নুর হোসেনের পরিবারের কান্না আমাকে স্পর্শ করেছিলো....
তখন দেখেছি একটা দেশকে কীভাবে বিপর্যস্ত করে ধ্বংসের শেষ সীমায় নেয়া যায়...
আমি আস্থা রেখেছিলাম দুই নেত্রীর উপর
কারণ
তারা স্বৈরাচার এরশাদ হটানোর আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল
জেল জুলুম অত্যাচার সয়ে দেশের মঙ্গলে নিজেকে বিলিয়ে দিয়েছিল
আর আমি এখন দেখছি
দুই নেত্রী এরশাদকে আসলে ত্যাগ করতে পারে নাই
যখন যার প্রয়োজন হয় সেই ডেকে নেয়
.......................................... আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি... আমি নব্বই দেখেছি... আমি এরশাদের পুনর্বাসন দেখে বুঝতে পারছি রাজাকারের পুনর্বাসনের প্রক্রিয়া...
আমি কাউকে দোষ দেই না... "যখন কেউ বলে ৪২ বছর আগের গণ্ডগোল নিয়ে এত লাফানির কি আছে" তখন মনে হয় দোষ অন্যের না দোষ আমার রক্তে...
আমাদের দেশে আমরা দুই রকমের মানুষ: আবেগি বেকুব, আর কিছু স্বারথপর শিয়াল।
এই শিয়াল রা বেকুব গুলোর আবেগ পুজি করে ব্যাবসা করছে, প্রয়োজনে বেকুবের জান বাজি রেখে নিজের লাভের হিসাব করছে। আর এই বেকুব গুলো বার বার একই ভুল করছে।
২০০ ভাগ সহমত!
আমি কখনো স্বৈরশাসক এরশাদকে পছন্দ করতে পারি না...
আমি কখোনই এরশাদকে পছন্দ করি নাই। করি না করবার মত দূর্মতি যেন কোন দিন না হয়।
আমি তারে চর্ম চোক্ষে একবারইদেখছি।তা এই ২০১১তে। পুরাই মেকাপ করা দেখে টাশকি খাইছি।
১] একশো ভাগ সত্যি ! টুটুল ভাই, দোষ আমাদের রক্তেই !
২] আপনি / আপনারা ভাগ্যবান ! মাতৃ-জঠর থেকে রক্তাক্ত বেরিয়ে আসার যন্ত্রণা চাক্ষুষ করতে হয়নি এবং দেখতে হয়নি জননীর অপমান ! তারপরও 'এরশাদ পূণর্রবাসন' দেখে 'রাজাকার পূণর্রবাসন' প্রক্রিয়া সম্যক উপলব্দি করতে পেরেছেন তার জন্য ধন্যবাদ দিতেই হয় ! আমার মনে হয় '৭১ ~ '৭৫ এর নির্মোহ ইতিহাস ও আমদের সবার জানা দরকার ।
৩] এ বি তে চলমান রাজনী্তি নিয়ে খুব একটা লেখেনা কেউ ! কেউ কদাচিৎ লিখলেও খুব সম্ভাবনা "ভাদা" "পাদা" বা ছাগু রূপে ব্র্যান্ডেড হবার ! আপনি লিখছেন, এইজন্য আরো একবার ধন্যবাদ । আমাদের রাজনী্তি মরে পঁচে গেছে বহু আগে ! এর দাফন হয়ে যাওয়া বরং ভাল ।
ভাল থাকুন । এ বি'র সবাই ভাল থাকুন, জননী, জন্মভুমি আর তার সন্তানেরা ভাল থাকুন ।
২০০ ভাগ সহমত!
মন্তব্য করুন