ইউজার লগইন

মতিঝিল! মতিঝিল! মতিঝিল!

মতিঝিল গিয়েছিলাম। অনেক দিন যাওয়া হয় না। নানাবিধ বিল পরিশোধ আর শেয়ার বাজারের বন্ধুদের অবস্থা জানার ইচ্ছে ছিলো। গুড়ি গুড়ি বৃষ্টিতে ফুটপাতে হাটা দায় ছিল। নানা হকারে সব জায়গা দখল নিয়েছে! অফিস এলাকা নয়, যেন বাজার! কি নেই! কি আর করা, বাজার করে বাসায় ফিরলাম। ছবি গুলো নিয়ে না বলাই উত্তম। আমার এলজি কেএস৬৬০ মোবাইল দিয়ে তোলা! আমি ফটোগ্রাফার না, গুরু হাসান ভাই থাকলে ভাল হত।

1.jpg
১। বষ্টি ভেজা মতিঝিল, ফুটপাতের বাজার

2.jpg
২। রসুন (বাংলাদেশ), রসুন (ইন্ডিয়া), আদা

3.jpg
৩। ডাল (বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা, চীন)

4.jpg
৪। কাঁঠালের বিচি (পুরা দেশী, কে খেল এত কাঁঠাল!)

5.jpg
৫। বটবটি (লারাসিম) ও চিচিন্দা - নিরীহ বন্ধুরা!

6.jpg
৬। টমেটো (গাছ পাকা)

7.jpg
৭। চিড়া ও গুড় (সকালের নাস্তা, সারাদিন পেট ঠান্ডা)

8.jpg
৮। শুটকী (ওয়াইফ খুশ)

9.jpg
৯। জুতা (৫০০ টাকায় কিনে অফিসে গিয়ে ২৫০০ বলা যাবে)

10.jpg
১০। সেন্ডেল (কঠিন সাজ, না কিনে উপায় নাই)

11.jpg
১১। লটকন (জিবে জল, ভাবীদের পছন্দ)

12.jpg
১২। ফলাদি (বছরে এক বার)

চাকুরী আর পারছি না, বস সামলে চলা দায়! মতিঝিল ভ্রমনে মাথা খুলে গেল! একটা কিছু করবো! আমি আশাবাদী হ্লাম।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


হ, খাওয়া দাওয়া করেন, কি আছে জীবনে?

সাহাদাত উদরাজী's picture


সিষ্টার তানবীরা, আমি এখন নাইট ডিউটিতে আছি।
খাওয়া দাওয়া পাব কই!

সাঈদ's picture


নাইট ডিউটি তো ভাই বাসায়ও করেন, অফিসেও করেন। এত বলার কি আছে ? Tongue Wink Wink

সাহাদাত উদরাজী's picture


অবিবাহিত!!!!!! বিবাহিত হলে জানাবেন!!

মেসবাহ য়াযাদ's picture


পোলাটা বড় হৈলে ভালো ফটোগ্রাফার হৈবো। অন্তত রায়হান ভাইয়ের চেয়ে ভালোতো হৈবোই- সেই ব্যাপারে সন্দেহ নাই। যেই পোলা মোবাইল ক্যামে এত সোন্দর ফটো তুলতে পারে- সে ক্যামেরা পাইলেতো ফাটাইয়া দিবো বৈলাই আমার ধারনা...

সাহাদাত উদরাজী's picture


বন্ধু, দিনকাল কেমন জানি বদলে যাচ্ছে!

মীর's picture


মতিঝিলের ভিন্ন রূপ। আমরা পরতিদিন দেখি তো তাই টের পাই না। উদরাজী ভাইয়ের সৌজন্যে আজ দেখতে পেলুম। লেখক না কি ফটোগ্রাফারকে ধইন্যা

সাহাদাত উদরাজী's picture


ভাই মীর,
ভাবছি পুরা শেয়ার ব্যবসাহী হয়ে যাব।
মতিঝিলকে আপন করে নিব!

মীর's picture


শেয়ার ব্যবসা করা ভালো। তবে এইটা ছাড়াও মতিঝিলকে আপন করে নেয়ার অনেক উপায় আছে। আর মতিঝিলের যে রূপ আপনি দেখিয়েছেন ওটি ছাড়া ওকে আপন করে নেয়ার আর কিছু মনে হয় নেই। Big smile

আপনার রসবোধ মারাত্মক।

১০

সাঈদ's picture


মতিঝিল অফিস পাড়া না কইয়া এখন বাজার কইলেই ভালো।

১১

সাহাদাত উদরাজী's picture


আমারও তা মনে হয়েছে।

১২

মামুন হক's picture


ছবিগুলো দেখে মন ভালো হয়ে গেল ভাই। ধন্যবাদ আপনাকে।

১৩

সাহাদাত উদরাজী's picture


মামুন হক ভাই, আপনার মেয়ে দুটোকে দেখি আর ভাবি ওদের যদি আমার মোবাইল(!) দিয়ে ছবি তুলতে পারতাম। হাহাহা.।। ভাল থাকুন।

১৪

জ্বিনের বাদশা's picture


আহা মতিঝিল!!
আমার জীবন কাটছে ওখানে ... পৃথিবীর সেরা জায়গা Party

১৫

সাহাদাত উদরাজী's picture


সেরা বানাতে পারলাম কই? কি যে নোংরা এবং গন্দময়!
আপনি তো জ্বিনের বাদশা !!!
আপনের জ্বিনদের যদি কাজ বেশী না থাকে তবে তাদের কাজে লাগান বাদশা ভাই!!

১৬

মাহবুব সুমন's picture


Steve

১৭

সাহাদাত উদরাজী's picture


SmileSmile

১৮

হাসান রায়হান's picture


ছবির সাবজেক্ট নির্বাচন চমৎকার। আর মোবাইলে এত সুন্দর ছবি ! সত্যি খুব ভালো হয়েছে ওস্তাদজি।

১৯

সাহাদাত উদরাজী's picture


গুরু, আপনের কমেন্ট না পেয়ে আমি মনে কস্টে ছিলাম।
আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাহাদাত উদরাজী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮ udraji@gmail.com

বি দ্রঃ আমি এখন রেসিপি লেখা নিয়েই বেশী ব্যস্ত! হা হা হা। আমার রেসিপি গুলো দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। https://udrajirannaghor.wordpress.com/

******************************************
ব্লগ হিট কাউন্টার


Relaxant pills