ইউজার লগইন

আজ ভারতের ৬২তম প্রজাতন্ত্র দিবস (রিপাবলিক ডে) ।

আজ ২৬শে জানুয়ারী সারা ভারতে ৬২তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লী সহ নানা প্রদেশের কেন্দ্রে নানা রকম জাকঝমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামরিক বাহিনীর কুচকাওয়াজ সহ নানা ধরনের সামরিক যন্ত্রপাতি সর্ব সাধারনের জানার জন্য উন্মুক্ত প্রদশিত হয়ে থাকে। আজকাল সারা ভারতে 'হেপী রিপাব্লিক ডে' বলে একজন নাগরিক অন্য নাগরিকে শুভেচ্ছা জানিয়ে থাকে। বছরের এইদিনে সারা ভারতের সরকারী অফিস আদালত, জেলখানা থেকে এতিমখানা সব জায়গাই একটা খুশির আমেজ দেখা যায়। ব্যক্তি উদ্দোগ্যে ভাল খাবার পরিবেশন করা হয় মহল্লায় মহল্লায়! সারা ভারতে এক অপরিসীম আনন্দের বন্যা বয়ে যায়।

কিন্তু একটা বিরোধী দল দেখা যায় প্রতি বছর, যারা এই দিনটাকে 'প্রজাতন্ত্র দিবস' মানতে নারাজ, ইতিহাস থেকে তারা যুক্তি তুলে ধরে, শহীদের রক্তের কসম খেয়ে বলে ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস হতে পারে না। তাদের দাবী এই দিনটা ভারতের 'স্বাধীনতা দিবস' এবং এই গোষ্টী প্রতি বছরের ন্যায় আলাদা ভাবে প্রতি শহরে শহরে চেষ্টা করে তাদের দাবী বাস্তবায়ন করার। সরকার যেন মেনে নেয় ২৬শে জানুয়ারী ভারতের স্বাধীনতা দিবস।

বাংলাদেশে এইদিন নিয়ে সহজে কেহ কথা বলতে চায় না, ভাবখান এমন কি দরকার! না সরকার না জনগন! দায়সারা অভিনন্দন পত্র সরকার পাঠায় দিল্লীতে, আর মুখে বলে 'দাদা, দিল্লী কত দূর'! তবে শ্রীমঙ্গলের নিরালা চা বাগানে জন্ম নেয়া একটি শিশুর পরিবারের জন্য এদিনটা বেশ আনন্দের। এ পরিবারের দ্বিতীয় পুত্র সন্তান জন্মেছিল এই দিনে। পরিবারের নানা সদস্য নানা স্থানে, দেশ বিদেশে থাকলেও তারা এদিনটা ভুলে না। বর্তমানে পিতৃহীন এই পরিবারের মাতা ইতালী থাকেন, মাতার দ্বিতীয় পুত্র এদিনে অবাক হয়ে ভাবে - মাতা কি করে বছরের বছর এই দিনের কথা মনে রাখে! কি করে মাতা এই দিনে ফোন করে। অথচ সে নিজেই ভুলে যায়।

আজকাল এই দ্বিতীয় পুত্রের নিজেরো পরিবার হয়ে গেছে। মাতার পাশাপাশি দ্বিতীয় পুত্রের পুত্রও দিনটা এলে বিশেষ শুভেচ্ছা জানায় ২৬শে জানুয়ারীর প্রথম মিনিটে, হেপী বার্ড ডে!

1_4.jpg
একি, আমাকে আগে জানানো হয় নাই কেন!

2_5.jpg
পিতা পুত্র।

3_2.jpg
খুব মজা।

4_3.jpg
সুখী হোক বাংলাদেশের সব পরিবার।
ছেলে হোক, মেয়ে হোক সু-সন্তান একটিই যথেষ্ট।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

সাহাদাত উদরাজী's picture


খিচুড়ীর যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নো টেনশন!

হাসান রায়হান's picture


শুভ জন্মদিন। Party

সাহাদাত উদরাজী's picture


গুরু, খিচুড়িতে আসছেন তো।

লীনা দিলরুবা's picture


জন্মদিনে অনেক শুভেচ্ছা উদরাজী ভাই।

সাহাদাত উদরাজী's picture


বোন লীনা দিলরুবা, একজন ভাল 'ভাই' হতে পারলাম কই।

টুটুল's picture


শুভ জন্মদিন

সাহাদাত উদরাজী's picture


টুটুল ভাই, আপনার থেকে একটা পরামর্শ চাই। আজকাল লোকে আমাকে খালি ভুল বুঝে যাচ্ছে। কি করি বলুন তো?

বকলম's picture


শুভ জন্মদিন উদরাজী ভাই। আপনার সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। উদরাজী নামটা আনকমন। আপনার নামকরন নিয়ে কোন ঘটনা থাকলে জানতে আগ্রহী।

সাহাদাত উদরাজী's picture


বকলম ভাই, ধন্যবাদ নিন।
(আফসোস, আজকাল আর লেখা নিয়ে কেহ কিছু বলে না। আপনিও কিছু বললেন না!)

১০

বকলম's picture


উদরাজী ভাই ভুল বুঝবেন না। নিজ জ্ঞানের সীমাবদ্ধতার জন্য ভারতের প্রজাতন্ত্র দিবস/স্বাধীনতা দিবস বা এ সম্পর্কে আপনার লেখার উদ্দেশ্য নিয়ে কোন কমেন্ট করতে পারলাম না। সহজবোধ্য কোন বিষয় হলে অবশ্যই সেই লেখা নিয়ে বলার ইচ্ছে রাখি।

১১

নীড় সন্ধানী's picture


যা লিখছেন, মাথাটা আউলায়ে গেল ঘটনা বুঝতে গিয়ে, তবু শানে নুজুল বুঝিনি (অক্ষমতা ক্ষমার্হ)। Puzzled

মনে হচ্ছে আজকে একটা জন্মদিনের খানাপিনা হতে যাচ্ছে, সেখানে খিচুড়ীর আশ্বাস আছে। ওটাই সবচেয়ে সুখবর Cool

শুভজন্মদিন (সে যারই হোক) Party Party

১২

সাহাদাত উদরাজী's picture


নীড় সন্ধানী ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
না, আমার কিছু নয়। একজন বন্ধুকে খবর পৌছালাম মাত্র।

১৩

মাইনুল এইচ সিরাজী's picture


শুভেচ্ছা উদরাজী ভাই। ফেসবুকে আপনার ওয়ালে লিখতে পারলাম না। ঘটনা কী?

১৪

সাহাদাত উদরাজী's picture


ধন্যবাদ সিরাজী ভাই, আমি এখন আর ফেইসবুকে যাই না। অফিস থেকে ফেইসবুক, ইউটিউব সহ নানা পত্রিকা বন্ধ আছে। বাসায় নেট বাদ দিয়েছি, ঝামেলা লাগে! আমিও বুঝতে পারছি না। আপনি কেমন আছেন?

১৫

নুশেরা's picture


শুভ জন্মদিন উদরাজীভাই। খুব সুন্দর শান্তি-শান্তি একটা জায়গায় জন্মেছেন।

পোস্ট শেষের শ্লোগানটা ভাগ্যিস 'দ্বিতীয় পুত্রের' জন্মের আগে আসেনি!

১৬

হাসান রায়হান's picture


বোন নুশেরা, কার দ্বিতীয় পুত্রের জন্মের আগের কথা কন? Wink

১৭

সাহাদাত উদরাজী's picture


ধন্যবাদ বোন নুশেরা। হা হা.।। বুঝে গেছি।
আসলে এখন আর সেই সময় নাই। সরকারের উচিত এক সন্তানের পিতামাতাদের বিশেষ সুযোগ সুবিধা (!) দেয়া।

১৮

মাইনুল এইচ সিরাজী's picture


সরকারের উচিত এক সন্তানের পিতামাতাদের বিশেষ সুযোগ সুবিধা (!) দেয়া

আমি হাত তুললাম

১৯

শাতিল's picture


শুভ জন্মদিন উদরাজী ভাই Party
কেমন আছেন?

২০

সাহাদাত উদরাজী's picture


শাতিল ভাই, আপনি কেমন আছেন। পড়াশুনা শেষ হল।
ব্লগে লিখা বাদ দিয়েছেন?

২১

নীলাকাশ's picture


জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল কলকাতা থেকে। Party Party Party Party

২২

সাহাদাত উদরাজী's picture


নীলাকাশদা, এখানে আপনাকে দেখে খুশি হলাম। আশাকরি এখানে ভাল ভাল পোষ্ট দিয়ে মাতিয়ে তুলবেন। কবে এক্সেস পেলেন? পোস্ট দিয়ে জানান দিন।

২৩

নীলাকাশ's picture


২৪

সাহাদাত উদরাজী's picture


নীলাকাশ দা, আপনি ফোন না করলে অনেক কিছু হারিয়ে যেত। ধন্যবাদ।
তা লেখাটা নিয়ে তো কিছু বললেন না!

২৫

থিও's picture


শুভ জন্মদিন।

২৬

সাহাদাত উদরাজী's picture


ধন্যবাদ থিও ভাই। লিখেন না কেন।

২৭

মুক্ত আকাশ's picture


untitled.JPG

২৮

সাহাদাত উদরাজী's picture


বিরাট সাহস (!) দেখালেন আনোয়ার ভাই। শুভেচ্ছা জানাই। ছবি সাইজ ৫০০ বাই ৩৩৩ (বা রেশিয় অনুসারে ছোট) সুন্দর ফিট হয়। সাহস করে ব্লগ লিখা শুরু করুন। আবদার রাখার জন্য আবারো ধন্যবাদ। পোষ্টটা পড়ার আমন্ত্রন জানিয়েছিলাম, তা কাজে লাগল।
untitled.JPG
এটা ৩০০ বাই ২৪০।

২৯

মাহবুব সুমন's picture


শুভ জন্মদিন উদরাজী ভাই,
তো বয়স কত হলো আপনার ?

৩০

সাহাদাত উদরাজী's picture


ধন্যবাদ সুমন ভাই, প্রো পিক কই।
ছবি, ছেলে দেখে বুঝতে পারছেন কিছু। পৌড়ে আছি। বিবাহের ১৩ বছর চলছে।

৩১

মুক্ত আকাশ's picture


untitled_0.JPG

৩২

সাহাদাত উদরাজী's picture


আবারো ধন্যবাদ। এবার জেনে গেলেন। পোষ্ট লিখুন। দেখি কেমন হয়।

৩৩

তানবীরা's picture


শুভ জন্মদিন।

৩৪

সাহাদাত উদরাজী's picture


সিষ্টার তানবীরা, ধন্যবাদ। আমাকে ভুল বুঝবেন না, আমি বলতে চাইছিলাম - আমরা কেন এত নেগেটিভ হব (এরকম বিষয়ে আর কথা বলার চেষ্টা করব না)। জন্মদিনে এই ভাইটির জন্য শুভকামনা চেয়ে আপনি বিরাট সন্মান নিয়ে নিলেন। আমি চাই আমার ছেলেও একদিন আমরা বন্ধু'তে এসে গর্ব করে বলুক, আমার পিতা সাহাদাত উদরাজী। আর সেজন্য আমি সৎ ও সুন্দর থাকতে চাই সারাজীবন।

৩৫

জ্যোতি's picture


শুভজন্মদিন। শুভেচ্ছা, শুভকামনা।

৩৬

সাহাদাত উদরাজী's picture


বোন জয়িতা, ধন্যবাদ। আপনার নামটা নিয়ে আমি সারাক্ষন একটা টেনশনে থাকি। যাক আজ এমুহুর্তে যা আছে কোপালে, 'বোন জয়িতা' বলেই ডাকাব বলে সিদান্ত নিয়ে ফেললাম। কিন্তু আমার ভাতিজী শুনলে কি ভাববে - চাচ্চু, তোমার মাথা ঠিক আছে তো!

৩৭

মীর's picture


সাহাদাত ভাই, হ্যপ্পি বার্থ ডে এন্ড লট অভ হ্যপ্পি রিটার্নস্ অভ দ্য ডে এন্ড উইশিং আ হেলদী ফ্যমিলি লাইফ উইদ আ জুসি প্রফেশনাল লাইফ এন্ড ফাইনালি হোপ ফর দ্য বেস্ট ফর দ্য রেস্ট। Big Hug

৩৮

সাহাদাত উদরাজী's picture


মীর ভায়া, বুঝি নাই!
আপনাকেও ধন্যবাদ জানাছি।

৩৯

নাজমুল হুদা's picture


জানুয়ারীর ২৬ তারিখ এখনও আছে। জন্মদিনের শুভেচ্ছা নিন । আজ ফেসবুকে একটা শুভেচ্ছাবাণী পাঠিয়েছি, সেটা পাবেন না বলে বুঝতে পারছি । তাই আবারও অতি বিলম্বে জানাচ্ছি শুভ জন্মদিন ।
নিজের জন্মদিন সম্পর্কে সকলকে অবহিত করবার জন্য খুব দামী একটা ইস্যু দিয়ে শুরু করে আমাকে তো চমকে দিয়েছিলেন প্রায়। তবে তিন-চার লাইন পড়বার পরেই আমার মন বলল অন্য কিছু, আর একটু এগোতেই সব পরিস্কার । খুবই ভালো লাগলো আপনার এই টেকনিক। ভবিষ্যতে কাজে লাগবে, ঘাবড়াবেন না, কপিরাইট থাকবে আপনারই ।

৪০

সাহাদাত উদরাজী's picture


হুদা ভাই, শুভেচ্ছা নিন। নিজের কথা কি আর নিজে বলা যায়! এই টুকুতেই লজ্জিত হয়েছিলাম। তবুও .।.।। আপনার জন্মদিন টা কবে?

৪১

নাজমুল হুদা's picture


ফাল্গুণের বারো ।

৪২

রাসেল আশরাফ's picture


কাকা@ শুভ জন্মদিন।দেরী করে ফেললাম।আসলে দেশে এসে এমনিতেই দৌড়ের উপর আছি।তারপরে নেট ঠিক মতো কাজ করে না।খুব ঝামেলা লাগে সাথে বিরক্ত।

তারপরেও আমার দেশ।সব আমার।

আবারো শূভ জন্মদিন।

৪৩

সাহাদাত উদরাজী's picture


কাকা, ও কিছু নয়। টেক টাইম। আপনার সময় আপনি ভাল কাটান। হা, আমাদের ইন্টারনেট ব্যবস্থা ভাল নয়। আফিসে তাও ভাল স্পিড, কিছুদিন আগে একটা সাইবার ক্যাফেতে গিয়েছিলাম। খালি দোকানীকে বললাম, আপনাদের লাইন খুব স্লো। ওরে বাপরে, ওই বেটা আমারে যা কইলো!

তার ভাষায় আমি নাকি জীবনে ইন্টারনেট লাইন ইউজ করি নাই! Sad(

৪৪

সাহাদাত উদরাজী's picture


কাকা, ও কিছু নয়। টেক টাইম। আপনার সময় আপনি ভাল কাটান। হা, আমাদের ইন্টারনেট ব্যবস্থা ভাল নয়। আফিসে তাও ভাল স্পিড, কিছুদিন আগে একটা সাইবার ক্যাফেতে গিয়েছিলাম। খালি দোকানীকে বললাম, আপনাদের লাইন খুব স্লো। ওরে বাপরে, ওই বেটা আমারে যা কইলো!

তার ভাষায় আমি নাকি জীবনে ইন্টারনেট লাইন ইউজ করি নাই! Sad(

৪৫

অতিথি's picture


শূভ জন্মদিন।

৪৬

সাহাদাত উদরাজী's picture


অতিথি ভাই, আপনাকেও শুভেচ্ছা জানাই। চিনতে পারলে খুশী হতাম।

৪৭

উলটচন্ডাল's picture


জন্মদিনের শুভেচ্ছা। একটু দেরী হয়ে গেল Smile

৪৮

সাহাদাত উদরাজী's picture


উলটচন্ডাল ভাই, আপনাকেও শুভেচ্ছা জানাই।

৪৯

অতিথি's picture


happybirth day

৫০

সাহাদাত উদরাজী's picture


অতিথি ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাকে মনে হয় চিনতে পারছি।
আমরা বন্ধুতে আসুন।

৫১

সাহাদাত উদরাজী's picture


২০২১ সালে এই দিনে দেখে গেলাম। এই নিয়েও ফেইসবুকে লিখেছি, আহা বাংলা ব্লগ।
https://www.facebook.com/udraji/posts/10218090537769901

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাহাদাত উদরাজী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮ udraji@gmail.com

বি দ্রঃ আমি এখন রেসিপি লেখা নিয়েই বেশী ব্যস্ত! হা হা হা। আমার রেসিপি গুলো দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। https://udrajirannaghor.wordpress.com/

******************************************
ব্লগ হিট কাউন্টার


Relaxant pills