ইউজার লগইন

ব্রাজিল-আর্জেন্টিনাঃ ধরিয়ে দিন!

আজ মনে হচ্ছে আমার দিন। নানা ব্লগে সকাল থেকে ঘুরে বেড়াছি। কেন ব্লগে নুতন নুতন লেখা নেই! টুকটাক কিছু ব্রাজিলের পোলাপাইন দুই তিন লাইন লিখে পালিয়ে যাচ্ছে! আজেন্টিনার ছাওয়ালদের তো দুরবীন দিয়েও দেখতে পারছি না! আজেন্টিনার ছাওয়ালরা পালাতে অবশ্য ২৪ ঘন্টা বেশী সময় পেয়েছিলো।

আমার ইচ্ছে হচ্ছে একটা হারানো বিজ্ঞাপন দিয়ে ফেলি। ওদের খুজে বের করতে হবে! জনাব, আমার নানাবিধ ওস্তাদেরা, ভন্ড জোতিষরা কোথায় গেলেন!

"এবি ফ্যান্টাসী কাপ আপডেট: শীর্ষে এখন আখাউড়া এক্সপ্রেস" এ আমি আনবিটেন প্রথম হলাম। আফসোস আমাকে কেহ অভিনন্দন জানালো না! (বাংগালীর উন্নতি হবে বলে মনে হয় না!)

১। সাহাদাত উদরাজীর দল: '[আখাউড়া এক্সপ্রেস]*' (২০ পয়েন্ট)
উরুগুয়ে (১) [১+০]
নেদারল্যান্ডস (১) [১+১]
জামানী (৭) [৭+২*৪]
স্পেন (১) [১+১]
প্রথম হয়েও আমার মনে অনেক কস্ট!

কিন্তু আলোচিত ছড়া গুলো পড়ে হাসাহাসির মাঝে দিন কাটাছি!

ছড়া-১।

আয় রে মামি আয় রে চাচি
দুলিয়ে মাজা শাম্বা নাচি!

(লেখকঃ মুখফোড় - লেখক মনে হয় ব্রাজিলের বাসিন্দা! শাম্বা নাচ মনে হয় ভালবাসেন।)

ছড়া-২।

কইরে শালা, কইরে শালি
গোল খেয়েছি একটি হালি
আয়রে নুরু, আয়রে নিমাই
কোকেন খেয়ে আবার ঝিমাই।

(লেখকঃ আরিফ জেবতিক - এ লেখক নির্ঘাত আজেন্টিনার বাসিন্দা! ওনাকে কোকেন দিতে হবে!)

ইসস রে! কোকেন টেনে যদি সাম্বা নাচ দেখতে পারতাম! জমতো রে!

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


আমার ইচ্ছে হচ্ছে একটা হারানো বিজ্ঞাপন দিয়ে ফেলি। ওদের খুজে বের করতে হবে! জনাব, আমার নানাবিধ ওস্তাদেরা, ভন্ড জোতিষরা কোথায় গেলেন!

সাহাদাত উদরাজী's picture


ভাতিজা, আপনারা সবাই আমার ওস্তাদ! কিছু কিছু ওস্তাদ আবার বিরাট জোতিষ্য সেজেছিলো!

রাসেল আশরাফ's picture


বুঝি নাই কাকা।একটু বুঝায় দেন।।

সাহাদাত উদরাজী's picture


ভাতিজা, আমারো মাথা ঠিক নাই! শুন্য মাঠ পাইয়া বল লইয়া দৌড়ের উপর আছি!

জ্যোতি's picture


টুকটাক কিছু ব্রাজিলের পোলাপাইন দুই তিন লাইন লিখে পালিয়ে যাচ্ছে! আজেন্টিনার ছাওয়ালদের তো দুরবীন দিয়েও দেখতে পারছি না!

ব্রাজিল আর আর্জেন্টিনার পোলাপাইন কি বাংলাদেশে থাকে? সাপোর্ট করলেই ওই দেশের হয়ে যায় নাকি?আর খেলার জন্য কোন দেশকে সাপোর্ট করলে তাদের হারজিতের দায়ভার কি সাপোর্টারদের? আর দুই লাইন লিখে পালিয়ে যাবে কেন? ব্লগে কি আক্রমন করার ভয় আছে নাকি?

সাহাদাত উদরাজী's picture


মাদার জয়িতা, কেমন আছেন? রেগে গেলেন তো হেরে গেলেন।

কাকা মেসি ভাই ভাই,
মুখ লুকিয়ে কাঁদে তাই।

জ্যোতি's picture


উদরাজী আংকেল, এখানে রেগে যাওয়ার কিংবা হেরে যাওয়ার কিছু নাই। আপনার লেখার এই লাইনগুলি ঠিক বোধগম্য হলো না তাই বললাম।

সাহাদাত উদরাজী's picture


আজ সারা দিনে আমার বন্ধু 'মেজবাহ যায়াদ' একবার ও কম্পিউটার অন করে নাই!!
কত কাজ রে!

শাওন৩৫০৪'s picture


হা হা হা, ব্যাপক তোলপাড় দেখি উদারজী স্যারের।
বিশ্বকাপের মুল মজাটা বাংলাদেশে হৈলো, আর্জেন্টিনা-ব্রাজিলিয়ান সাপোর্টারদের মজাটা, সত্য কথা। মূলত ওডাই বিশ্বকাপ আমেজ নিয়াসে। এইটারে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ ট্রেডিশন কওয়া যায়।

কিন্তু আমি খেয়াল কৈরা দেখছি, একদল সাপোর্টার বাইর হয়, মূলত জার্মানীর,( অন্যান্য টীমের হৈতারে মাঝে মাঝে), যারা, জার্মানী যেইবার ব্যাপক ভালো খেলতে থাকে(বা অন্য কোনো টীম), এক্কেরে কোয়ার্টারে উইঠা পড়ে, তারপর থেইকা সাপোর্টিংয়ের কথা কৈতে থাকে, অনেকটা যেই দল জিতে আমি সেই দলের কাছাকাছি সাপোর্ট------ Crazy Crazy Crazy

ডিসক্লেইমার: আমি ল্যাটিন কোনো দলের সাপোর্টার না আর আমার টীম অনেক আগেই বিদায় হৈছে।

১০

সাহাদাত উদরাজী's picture


আমার কিছু না বলাই ভাল!
আমি মুলত পুর্তগালের সাপোটার ছিলাম। আমার সব বাজী ছিলো তাদের নিয়ে। আমি এবিফা'র প্রথম রাউন্ডে ২২তম মানে লাড্ডাগুড্ডা হয়েছিলাম!

হা ব্রাজিল-আর্জেন্টিনার এন্টি থাকলে আমি মজা পাই! মানে আমি গরিবদের/ মেহানতীদের পক্ষে থাকতে ভালবাসি। সত্য কে ভালবাসি।

এ সব নুতন কিছু না!

১১

ভাঙ্গা পেন্সিল's picture


ইউরোপিয়ানগো একটা জিনিস ভালু আছে, ইতালি হাইরা গেলে ইংল্যাণ্ড করে, ইংল্যাণ্ড হারলে জার্মানি করে, পল্টি খাইতে বেশি একটা সময় নেয় না। Wink

১২

মীর's picture


ভাঙ্গাদা' ঠিক না এসব। ইউরোপিয়ান দেশের সাপোর্টার হিসেবে আমি মূলতঃ এন্টি ব্রাজিল আর এন্টি আর্জেন্টিনা সেন্টিমেন্ট ধরি। একইভাবে ল্যাটিন দেশগুলোর সাপোর্টারেরাও কিন্তু এন্টি ইউরোপ সেন্টিমেন্ট ধরে। এইটা নিশ্চই পল্টি খাওয়া না Tongue

১৩

শাওন৩৫০৪'s picture


হ, কৈছে!! এডি ল্যাটিন সাপোর্টারগো উগ্র কথা বার্তা!! Crazy
হেরা মনে করে, ফুটবল মানেই হার্জেন্টিনা ব্রা-জিল---কিন্তু তা তো নয়, নয়...
এই দল দল না, আরো দল আছে!!!

১৪

লীনা দিলরুবা's picture


শাওন শরমে নিজের দলের কথা কইতেছেনা, শরমের কিছু নাই শাওন ইতালী হারছে তো কী হৈছে, আমরাওতো হারছি, আমরা আমরাইতো Smile

১৫

সাহাদাত উদরাজী's picture


ব্রেকিং (মীর ভাইয়ের জন্য)
ধন্যবাদ মীর ভাই,
আসলে এ লেখটা 'আমরা বন্ধু' তে দেয়া উচিত ছিলো!
সচলায়তনের কঠিন লেখকদের মনোযোগ পাই নাই।
ভুলে ভরা দুনিয়া।

http://www.amrabondhu.com/udraji/1492

১৬

তানবীরা's picture


নানা ব্লগে আজাইরা না ঘুইরা একটু ভাবীরে সাহায্য করলেওতো পারেন Angry

১৭

সাঈদ's picture


আজাইরা পোষ্ট। Crazy

১৮

আসিফ (অতিথি)'s picture


আজকে উদরাজী ভাইয়ের দিন। দিনটি উদযাপন করুন ভালোভাবে।

সেমিফাইনালে স্পেন কর্তৃক নাস্তানাবুদ হবার পর উনি বেরাজিল-আরজিতিনাদের কাতারে চলে আসবেন বলে অনুমান করছি।

১৯

সাহাদাত উদরাজী's picture


আসিফ (অতিথি) ভাই, সেমি ফাইনালে আমার বাজী

১। নেদারল্যান্ডস
২। জার্মানী

আর ফাইনাল!
পরে বলি, সেমিতে ওদের খেলা দেখি আগে!

নোটঃ আমি পুর্তগালের সমর্থক ছিলাম!

২০

শওকত মাসুম's picture


ফার্স্ট হইয়া কি কি খাওয়াইবেন সেইটার একটা লিস্ট দেন

২১

বিষাক্ত মানুষ's picture


গুরু আপনের নিজের ফটু দিয়া একখান ফটুবলোগ ছাড়েন সবাই মিল্লা সেইটারেও ভুট দিয়া টপ বানায়া দেই।

২২

মঈন চৌধুরী's picture


আয় রে মামি আয় রে চাচি
দুলিয়ে মাজা শাম্বা নাচি!

Laughing out loud Laughing out loud Laughing out loud খিক খিক খিক Big smile Big smile Big smile

২৩

আসাদুজ্জামান তাজ's picture


কইরে আমার নানা-দাদা
সার হলো হায় শুধুই কাঁদা।

আয়রে আমার দাদি-নানি
দে মুছিয়ে চোখের পানি।

হায়রে আমার খালু
আর দিস না আলু।।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাহাদাত উদরাজী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮ udraji@gmail.com

বি দ্রঃ আমি এখন রেসিপি লেখা নিয়েই বেশী ব্যস্ত! হা হা হা। আমার রেসিপি গুলো দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। https://udrajirannaghor.wordpress.com/

******************************************
ব্লগ হিট কাউন্টার


Relaxant pills