নতুন সংসার শুরু করতে যাচ্ছি,
বিয়ের পর মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। তারপরের সময়টাও সেই রকমই ছিলো। ইদানিং বউ অভিযোগ করছে, আমি নাকি আগেই বেশি রোমান্টিক ছিলাম, এখন নাকি চামার স্বভাবের হয়ে যাচ্ছি। এতকাল চাকরি করতাম, আর জমিদারি হালে চলাফেরা করতাম। বাইরে খাইতে খাইতে স্বাস্থ্যও মাশাল্লাহ বেশ ভালো (!!) হয়ে গেছে। তারপর দেখলাম কালে কালে দুপুর হয়ে গেছে। বিয়ে করলেও এতদিন ব্যাচেলারই ছিলাম। বাসা নেবার ফরমায়েস এলো।
আগামী মাস থেকে নতুন সংসার শুরু করতে যাচ্ছি। বাসা নিলাম চিড়িয়াখানা রোডে। গত শুক্র-শনিবার জিনিসপত্র কিনলাম। পেটের ভেতর কেমন ফাকা ফাকা লাগছে। এ অন্যরকম অনুভূতি। আমার বউ বলে, তারও নাকি কেমন কেমন লাগছে। সে খুবই এক্সাইটেড। আমিও এক্সাইটেড। মাসের বেতন পাবার পর থেকে কেনাকাটা করতে করতে ভাড়ারের মজুদ প্রায় শুণ্যের কোটায় চলে যাচ্ছে। আর সে কারণেই পেটের ভেতর ফাকা ফাকা লাগছে।
যাই হোক, সবাই দোয়া রাইখেন। আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি।
ছু মন্তর ছু
সুখে থাক তু
ধন্যবাদ
অনেক শুভকামনা। অনেক শুভেচ্ছা।
দোয়া করলে খাওয়া দাওয়া করাইতে হয় রে ভাই , দাওয়াত দেন ডাইল ভাতের।
আন্তরিক শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্যই। সুখী-স্বাস্থ্যকর-সমৃদ্ধ ও অবশই শান্তিময় জীবন কামনা করছি।
বিয়ের পর ওজন আর বাড়বো
বদদোয়া করেন ভাই। ওজন নিয়া বিপদে আছি। কোরবানির ঈদে শাশুড়ি সবজি খাইতে দেয়। তাইলে বোঝেন অবস্থা।
সুমন ভাইয়ের কথাই আমার কথা
আপনার ভুড়িই বলে দিচ্ছে যথেষ্ঠ সুখে আছেন!! সামনে আরো সুখে থাকবেন, আরো ভুড়ি বাড়বে......
ওনো!!
ফি আমানিল্লাহ
আললাহ আপনার হেফাজত করুন।
'নতুন সংসার' নাকি 'সংসার'!
মনে হছে মেয়ে মহল আপনার ভুল ধরবে!!
মাশাল্লাহ!
বাহ। অভিনন্দন।
দাবাত দাবাত...
শুভেচ্ছা, অভিনন্দন
মাগনা দোয়া দেয়া যাবে না ।
ভালো থাকিস, সুখে থাকিস আর দুরে থাকিস...
প্রথম দুইটা ঠিকাছে, কিন্তু দুরে থাকতে পারবো না। এই মুহুর্তে অফিস শিফট করা যাবে না।
শুভ কামনা, অভিনন্দন আর দোয়া .....
ফি আমানিল্লাহ Smile
শুভ কামনা রইলো, সেই সাথে ব্লগে স্বাগতম।
বাসা চিড়িয়াখানা রোডে নিছেন কেন?

একটু মজা নিলাম, বিয়ার অনেক পরে সংসার শুরু করার ভাবীরে নিয়া নন্দন পার্কে ঘুইরা আসেন...ভাবীনন্দন, ও না, অভিনন্দন।
শুভ কামনা রইলো।
শুভ কামনা
অভিনন্দন.।আর শাওন চিড়িয়াখানা রোডে বাসা নেয়ার কারন তো আছে।আমার যতটুকু মনে হয়, তা হোলো ভাবি যদি রেগে গিয়ে কখনো দৌড়ানি দেয় তো থাকার জায়গার অভাব হবে না।খাচা তো রেডি আছে।উজ্জল ভাই মিলাদ দেন, ডাল ভাতের দাওয়াত দেন সবাই দোয়া করলে বালা মুসিবত দূরে থাকবো আর ভাবীর মাথাও ঠান্ডা থাকবো।ঘরে সুখ শান্তি থাকবো। শুভ কামনা রইলো আপনাদেরজন্য। ভালো থাকুন
"কোরবানির ঈদে শাশুড়ি সবজি খাইতে দেয়" -- কমেন্ট পইড়াতো হাসতে হাসতে চিৎ-পটাং ...
শুভকামনা রইলো
মন্তব্য করুন