ইউজার লগইন

নতুন সংসার শুরু করতে যাচ্ছি,

1_0.JPGবিয়ের পর মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। তারপরের সময়টাও সেই রকমই ছিলো। ইদানিং বউ অভিযোগ করছে, আমি নাকি আগেই বেশি রোমান্টিক ছিলাম, এখন নাকি চামার স্বভাবের হয়ে যাচ্ছি। এতকাল চাকরি করতাম, আর জমিদারি হালে চলাফেরা করতাম। বাইরে খাইতে খাইতে স্বাস্থ্যও মাশাল্লাহ বেশ ভালো (!!) হয়ে গেছে। তারপর দেখলাম কালে কালে দুপুর হয়ে গেছে। বিয়ে করলেও এতদিন ব্যাচেলারই ছিলাম। বাসা নেবার ফরমায়েস এলো।
আগামী মাস থেকে নতুন সংসার শুরু করতে যাচ্ছি। বাসা নিলাম চিড়িয়াখানা রোডে। গত শুক্র-শনিবার জিনিসপত্র কিনলাম। পেটের ভেতর কেমন ফাকা ফাকা লাগছে। এ অন্যরকম অনুভূতি। আমার বউ বলে, তারও নাকি কেমন কেমন লাগছে। সে খুবই এক্সাইটেড। আমিও এক্সাইটেড। মাসের বেতন পাবার পর থেকে কেনাকাটা করতে করতে ভাড়ারের মজুদ প্রায় শুণ্যের কোটায় চলে যাচ্ছে। আর সে কারণেই পেটের ভেতর ফাকা ফাকা লাগছে।
যাই হোক, সবাই দোয়া রাইখেন। আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

মামুন ম. আজিজ's picture


ছু মন্তর ছু
সুখে থাক তু

আনিসুজ্জামান উজ্জল's picture


ধন্যবাদ

লীনা দিলরুবা's picture


অনেক শুভকামনা। অনেক শুভেচ্ছা।

মাহবুব সুমন's picture


দোয়া করলে খাওয়া দাওয়া করাইতে হয় রে ভাই , দাওয়াত দেন ডাইল ভাতের।
আন্তরিক শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্যই। সুখী-স্বাস্থ্যকর-সমৃদ্ধ ও অবশই শান্তিময় জীবন কামনা করছি।
বিয়ের পর ওজন আর বাড়বো Wink

আনিসুজ্জামান উজ্জল's picture


বদদোয়া করেন ভাই। ওজন নিয়া বিপদে আছি। কোরবানির ঈদে শাশুড়ি সবজি খাইতে দেয়। তাইলে বোঝেন অবস্থা।

তানবীরা's picture


সুমন ভাইয়ের কথাই আমার কথা

নরাধম's picture


আপনার ভুড়িই বলে দিচ্ছে যথেষ্ঠ সুখে আছেন!! সামনে আরো সুখে থাকবেন, আরো ভুড়ি বাড়বে......

আনিসুজ্জামান উজ্জল's picture


ওনো!!

হাসান রায়হান's picture


ফি আমানিল্লাহ Smile

১০

সাহাদাত উদরাজী's picture


আললাহ আপনার হেফাজত করুন।
'নতুন সংসার' নাকি 'সংসার'!
মনে হছে মেয়ে মহল আপনার ভুল ধরবে!!

১১

মুকুল's picture


মাশাল্লাহ! Smile

১২

শওকত মাসুম's picture


বাহ। অভিনন্দন।

১৩

রায়েহাত শুভ's picture


দাবাত দাবাত...

১৪

নজরুল ইসলাম's picture


শুভেচ্ছা, অভিনন্দন

১৫

নুরুজ্জামান মানিক's picture


মাগনা দোয়া দেয়া যাবে না ।

১৬

মেসবাহ য়াযাদ's picture


ভালো থাকিস, সুখে থাকিস আর দুরে থাকিস...

১৭

আনিসুজ্জামান উজ্জল's picture


প্রথম দুইটা ঠিকাছে, কিন্তু দুরে থাকতে পারবো না। এই মুহুর্তে অফিস শিফট করা যাবে না।

১৮

~স্বপ্নজয়~'s picture


শুভ কামনা, অভিনন্দন আর দোয়া ..... Innocent

১৯

জ্যোতি's picture


ফি আমানিল্লাহ Smile

২০

সোহেল কাজী's picture


শুভ কামনা রইলো, সেই সাথে ব্লগে স্বাগতম।

২১

শাওন৩৫০৪'s picture


বাসা চিড়িয়াখানা রোডে নিছেন কেন? Laughing out loudBig Grin

একটু মজা নিলাম, বিয়ার অনেক পরে সংসার শুরু করার ভাবীরে নিয়া নন্দন পার্কে ঘুইরা আসেন...ভাবীনন্দন, ও না, অভিনন্দন।

২২

রনি পারভেজ's picture


শুভ কামনা রইলো।

২৩

আরিফ থেকে আনা's picture


শুভ কামনা

২৪

নীড় _হারা_পাখি's picture


অভিনন্দন.।আর শাওন চিড়িয়াখানা রোডে বাসা নেয়ার কারন তো আছে।আমার যতটুকু মনে হয়, তা হোলো ভাবি যদি রেগে গিয়ে কখনো দৌড়ানি দেয় তো থাকার জায়গার অভাব হবে না।খাচা তো রেডি আছে।উজ্জল ভাই মিলাদ দেন, ডাল ভাতের দাওয়াত দেন সবাই দোয়া করলে বালা মুসিবত দূরে থাকবো আর ভাবীর মাথাও ঠান্ডা থাকবো।ঘরে সুখ শান্তি থাকবো। শুভ কামনা রইলো আপনাদেরজন্য। ভালো থাকুন

২৫

অনন্ত দিগন্ত's picture


"কোরবানির ঈদে শাশুড়ি সবজি খাইতে দেয়" -- কমেন্ট পইড়াতো হাসতে হাসতে চিৎ-পটাং ...

শুভকামনা রইলো

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.