সাইফুজ্জামান খালেদ
Personal information
- বাংলায় নাম
- সাইফুজ্জামান খালেদ
- নিজের সম্পর্কে
-
বলতে পারেন ব্লগে আমার লেখাগুলো একান্ত নিজস্ব ছেঁড়া ছেঁড়া স্বপ্নগুলোকে জোড়াতালি দিয়ে কোনমতে সেলাই করে জীবনের পথে ক্লান্ত পায়ে হেঁটে যাওয়ার সময় পিছেনে ফেলে যাওয়া কতগুলো সুখস্মৃতি। ব্লগ আমার কাছে যাপিত জীবনের বৈচিত্রহীন পৌনঃপুনিকতায় আবদ্ধ চার দেয়ালের গায়ে আলোকিত ছোট্ট একটি খোলা জানালা;সে খোলা জানালা দিয়ে প্রতিনিয়ত ঠিকরে পড়ে এ টুকরো সোনালী আলো আমার ভিতর বাড়িতে।এ টুকরো আলো আর এক টুকরো অন্ধাকারের মধ্যে পার্থক্যটা কি জানেন? এক টুকরো অন্ধকার তার চারপাশটাকে অন্ধকারাচ্ছন্ন করার ক্ষমতা রাখে না; শুধুমাত্র তার নিজস্ব আয়তনটুকো জুড়েই তার যত দৌরাত্ম। কিন্তু এক টুকরো আলো নিজেকে আলোকিত করার পাশাপাশি চারপাশটাকে আলোকিত করে, সে অন্ধকারের মতো অত কৃপণ না। ব্লগের জানালা দিয়ে ঠিকরে পরা আলোটুকু আলোকিত করে রাখে আমার অবসর এবং কর্মমূখর মুহূর্তের একান্ত ক্ষণগুলো। ব্লগের ছোটো এ খোলা জানালা দিয়ে আকাশের বিশালতাকে হয়তো মাপা যায় না কিন্তু আকাশের নীলটুকু অনুভব করা যায়। সে নীলের আঁচরে মনের ক্যানভাসে আঁকা যায় নানা রঙের ছবি। হয়তো যেমন চাই তেমন পারি না; তারপরও অন্তত পক্ষে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা…
পরিসংখ্যান
- সময়কাল
- 10 years 11 সপ্তাহ
- ব্লগ
- সাম্প্রতিক ব্লগ দেখুন