বর্ষার ই-বুকের জন্য লেখা আহবান
প্রতীতি থেকে আমরা আগামী পহেলা আষাঢ় প্রকাশ করতে যাচ্ছি বর্ষা বিষয়ক ই-বুক ‘বৃষ্টির দিনে’। প্রথম প্রতীতির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
প্রতীতি হচ্ছে একটি আন্তর্জালভিত্তিক ই-বুক প্রকাশনা সংস্থা। প্রতীতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২১ ফেব্রুয়ারি, ২০১১ তারিখে। যাত্রার কিছুদিন পরে ২০শে মার্চ, ২০১১ তারিখে সামু, আমার ব্লগ, চতুর্মাত্রিক, শব্দনীড়, মুক্তব্লগসহ অনেকগুলো বাংলা ব্হলগে একযোগে প্রকজাশিত হয়য় প্রতীতির প্রথম ই-বুক 'এক মুঠ চলোচ্ছবি'
আমাদের প্রথম ই-বুকটি প্রকাশিত হওয়ার সাথে অভূতপূর্ব সাড়া পায় প্রতীতি টিম। কয়েক সপ্তাহের মধ্যেই ই-বুকটি ২০০০ বারের মতো ডাউনলোড হয়েছে আমাদের লিঙ্ক থেকে। এর পরে পাঠকদের অনুরোধে এক মুঠো চলচ্ছবির ২য় সংখ্যাও প্রকাশ করা হয় এবং যথারীতি পাঠক-নন্দিত হয়।
প্রতীতি'র এবারের প্রয়াস হল 'বৃষ্টির দিনে'।
এবার আমাদের ই-বুকের বিষয় হল বর্ষা এবং বৃষ্টি। বর্ষা এবং বৃষ্টি নিয়ে যে কোনো ধরনের লেখা, কবিতা, ছড়া, গল্প , প্রবন্ধ, স্মৃতিচারণমূলক লেখা, ছবিব্লগ নিয়ে আমরা আমাদের এবারের ই-বুক 'বৃষ্টির দিনে' করতে চাচ্ছি। আশা করছি বৃষ্টির দিনের জন্য আমার বন্ধু,র বন্ধুদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাবো।
আমরা বন্ধু’র পক্ষ থেকে গত বছর বের হওয়া বর্ষার ই-বুক ‘মেঘবন্দী’ আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন চমৎকার একটি ই-বুক পাঠকদের উপহার দেওয়ার জন্য। তবে ঐ ই-বুকের সাথে এটি প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। এটি উদ্যোগ নেওয়া হয়েছিল আমার বন্ধুর ই-বুক মেঘবন্দী প্রকাশিত হওয়ার আগেই এবং মাঝখানে একমুঠো চলচ্ছবির ২য় সংখ্যার কাজের চাপে এর প্রকশনা সময় পহেলা আষাঢ়, ১৪১৯ নির্ধারণ করা হয়। কারণ আমরা সবসময় প্রতীতি ব্যানারে প্রকাশিত ই-বুকগুলো একটি নূন্যতম মান বজায় রাখার চেষ্টা করি এবং একসাথে দুটি ই-বুকের কাজের চাপ, এবং স্বল্প সময়ে কাজের মান ধরের রাখার ব্যাপারে সম্পদনা পরিষদের আশংকার কারণে আমার মনে করেছিলাম তাড়াহুড়া করে ই-বুকটি বের না-করে একটু সময় নিয়ে বের করাই ভালো হবে। এতে ই-বুকের মানের ব্যাপারে অনেক বেশি মনোযোগী হওয়া যাবে।
তবে প্রতীতি টিম প্রতিটি ভালো ই-বুককে তাদের প্রেরণার উৎস মনে করে এবং ‘মেঘবন্দী’ প্রতীতিকে বর্ষার ই-বুকটির কাজ যথাযতভাবে শেষ করার ব্যপারে অনুপ্রেরণা যুগিয়েছে। তাই ই-বুকটির সাথে সংশ্লিষ্টদের আবারও প্রতীতির পক্ষ থেকে ধন্যবাদ।
আমাদের ই-বুকের জন্য আপনি আপনার বর্ষা এবং বৃষ্টি নিয়ে প্রিয় লেখাটা আমাদেরকে দিতে পারেন ই-বুকে অন্তর্ভুক্ত করার জন্য। লেখার লিংক এখানে মন্তব্যের ঘরে রেখে যেতে পারেন অথবা লেখাটি আমাদের সরাসরি পাঠিয়ে দিতে পারেন proteeti.books@gmail.com এ ঠিকানায়। লেখা জমা দেয়ার শেষ সময় ১৫ মে ২০১২।
বাংলা ব্লগগুলো প্রায় ৩ বছরের বেশি সময় ধরে ব্লগিং করলেও আমার বন্ধুতে আমি একজন নবাগত ব্লগার। মাঝেমাঝে এসে আমার বন্ধুর লেখা পড়লেও আমার বন্ধুর সাথে প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। মাত্র কিছুদিন আগে আমার ব্লগে যোগ দিয়েছি। স্বল্প পরিচয়ের অধিকারে এরকম একটি আবদার নিয়ে হাজির হওয়ার আস্পর্ধাটাকে আমার বন্ধুরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশাটুকু মনে গভীরে রেখে আবারও আমার বন্ধুদের কাছে আমাদের বর্ষার ই-বুকের জন্য লেখা আহবান করছি।
আশা করি সবার সহযোগিতাকে সঙ্গী করে আমার আমাদের বর্ষার ই-বুকটিকে যথাসময়ে পাঠকদের হাতে তুলে দিতে পারবো।
শুভ কামনা সতত।
ভালো উদ্যোগ। শুভেচ্ছা রইলো।
আর আপনাকে এবি'তে
অ.ট. আপনার নামের মাঝখানে একটা বাড়তি উ কি ইচ্ছে করে সংযোজিত নাকি ওটা এবি'র ডেভু টিমের কারসাজি?
ভালো উদ্যোগ। শুভেচ্ছা রইলো।
আপনাকে এবি'তে
চমৎকার উদ্যোগ...
আমাদের একটু হেল্পাইতে পারেন?
বর্ষার গানের কোন লিস্ট আছে? এই সংক্রান্ত একটা ইবুকের কাজ আমরা গত বছর শুরু করছিলাম.. এখনো শেষ করতে পারি নাই... পারলে কিছু গানের লিস্ট দিয়েন
আমাদের ই-বুকের জন্যই এ বিষয় নিয়ে একটি লেখা শুরু করেছিলাম। প্রথম পর্ব লেখার পর ব্যস্ততার কারণে আর লেখা হয়ে উঠে নি...
http://www.facebook.com/note.php?note_id=10150600358492393
মন্তব্য করুন