এলোমেলো ১
রাতের আঁধারে ও হাত ছুঁয়ে টের পেতাম তোমার উষ্ণতা
আজ কেবলি আঁধারে হাতড়িয়ে বেড়াই - আঁধারের তীব্রতা
যতই বাড়ে আমার স্বপ্নের গাঢ়ত্ব যেন খুঁজে পায় আবার
নতুন কোন আধার । নতুন করে ঘর বাঁধার ।
ঘর বেঁধেছিলাম একিসাথে ,একি হাতে রেখে হাত।
সবাই তাই ই করে - আমি জানি ,কত রাত
তুমিও দেখেছ আমায় তোমার স্বপ্নের সাথী করে
দেখেছি আমি তোমায় আমার প্রাণের পরে।
আমার অযোগ্যতা কি এতই বেশি -তবে
আগেই খেয়াল রাখা উচিৎ ছিল তোমার
যে আসে ভাবনার পাশে সে কি দাঁড়াতে পারে
এসে তোমার চলার পথে ?পথের ধারে?
সুন্দর
ধন্যবাদ কবিকে
আরে জাহিদ...
ক্যামন আছো? প্রথম পোস্ট দিলা এবিতে
স্বাগতম
আশা করছি নিয়মিত হবা।
তুমি যে চাটগাইয়া এইটা এইখানে কাউরে কইওনা
... তাইলে তোমারে মাইর দিপে
.. লুকাইয়া থাকার অপরাধে
এ বি তে স্বাগতম কবিকে।মন খুলে লিখতে থাকুন।
এ বি তে স্বাগতম কবিকে।মন খুলে লিখতে থাকুন।
কবি কি একটু গোস্বান্বিত?
সুন্দর কবিতা। এরকম আরো চাই। কবিকে ধন্যবাদ।
এবিতে স্বাগতম। চট্টগ্রামের ব্লগার আরেকজন বাড়লো
এ বি তে স্বাগতম।
এবিতে স্বাগতম
মন্তব্য করুন