স্ট্যাটাস পোস্ট!
একটা পোস্ট লেখার কথা ছিলো এবিতে।লেইখাও ফেলছিলাম পুরাটা কিন্তু সাইবার ক্যাফেতে একটা গ্যান্জাম হলো পোস্টটা আর রক্ষা করা গেলো না।মনে ব্যাপক কস্ট পাইছি।তার কারন সময়ই পাই না তার ভেতর এতো মনের মাধুরী মিশায়া লেখলাম আর লুকজনরে পড়াইতে পারলাম না।এইটা একটা ব্যাপক আপসোসের ব্যাপার।তাই সকালে বাসে উঠে জামালপুরে যাবার আগে এই লেখাটা লিখতেছি।
জীবনের প্রথম বাসে করে জামালপুর যাচ্ছি।ট্রেনে করে আরামে যাবার কথা সবসময়।কিন্তু এবারই ধরাটা খাইলাম আগে ভাগে না যায়া।তাই বড় বিপদে আছি।সবাই আমার জন্য দোয়া করবেন।বিশেষ করে মওলানা নরাধম।তার দোয়া কবুল হবার সম্ভাবনা বেশি।জেবীন আপুকে পোস্টটা উৎসর্গ করা হলো।যার ঝাড়ি খায়া পোষ্টটা লিখছি!সবার ইদ দারুন কাটুক।সবার জন্য শুভকামনা।
পোস্ট শেষ করতেছি কলকাতার একটা গরম আইটেম গান শুনায়া।
http://www.youtube.com/watch?v=r-6wx7hELEc
আরেকটা পছনদের হিন্দী গান এই সময়ের।এখন শুনিও না কি চলে বাজারে!
http://www.youtube.com/watch?v=Dk5D_O_EaNI&feature=related
ভালো মতো পৌছাও। দোয়া করলাম , যদিও দোয়া চাইছ নারুর কাছে।আফসুস।
ভালো মতো আইসা পড়ছি ঘুরে ফিরে!
থ্যান্কস আপু!
স্ট্যাটাস পুস্ট ভালৈছে। পৌছায়া আরেকটা খপর দিয়েন।
খপর দিতে পারলামনা।বাড়িতে নেট নাই তাই!
দৌড়ের উপর দেয়া পোষ্ট... :) থাক মানলাম তাও... সাবধানে বাড়ি গিয়ে ভালো মতোন ঈদ করে ফিরে তখন ঠিকঠাক লেখা দিও...
দেখা যাক কি করা যায়!
আপনার কি অবস্থা?
বাসে যাওয়া ভালো তো। জায়গা মত জ্যাম পড়লে ১৩/১৪ ঘন্টায় পৌঁছাইয়া যাওয়া যাবে।
শুভ জার্নি।
খুবই গেন্জামের ভেতর ফিরছি বাড়িতে।পাক্কা ১৫ ঘন্টা লাগছে!
আশাকরি জামালপুর পোছে গেছেন। পুকুরপাড়ে মাছ দেখছেন না গরু বাজারে। আমি বাড়ী গেলে পুকুর পাড়ে চাটাই পেতে মাছ দেখি।
ঈদ মুবারক।
শুভেচ্ছা আপনাকেও!
ত্যাগের ঈদ, আমাদের প্রতিদিনের দীক্ষা হোক।
ঈদ মোবারক, ভাইটি !
আপনারেও মুবারক ভাইজান!
আমিও তাইলে ঝারি মারলাম।
ভাল ঈদ কাটুক
কই??
ভালো থাকেন ভাইয়া
শুভকামনা!
মৌলানা সাব বলেছেন ঈদ ভাল কাটুক আর যাত্রা শুভ হোক!!


২০০৬ সালের কুরবানী ঈদে আমি লোকাল বাসে ঢাকা থিকা চট্টগ্রাম গেছিলাম অন্য কোন বাসে সিট না পাইয়া! তার চেয়ে তো নিশ্চয়ই ভাল যাচ্ছ ইনশাআল্লাহ। সে এক অভিজ্ঞতা ছিল, সারাপথ পা দুটা বাইং মাছের মত কইরা থাকতে হইছিল। লম্বা পা হওয়াতে সমস্যা!
আরো গেন্জাম হইছে ভয়াবহ।সেগুলো পরে বলবনি!
ভালো থাকেন মাওলানা সাব~
আল্লাহ আপনার জান মালে বরকত দিক!
আহা কি আনন্দ আকাশে বাতাসে...ঈদে বাড়িতে যাওয়ার ঝামেলা নাই।কি মজা! ভালোয় ভালোয় ফিরা আইসেন শান্ত।
ভালো মতই ফিরা আসছি!
সবই আপনাদের দোয়া!
পেরথম গানটা কি বিড়ি জ্বালাইরে জিগার সে পিয়ার বাংলা অনুবাদ
দ্বিতীয় গানটা ইদানীং আমিও খুব ভালু পাই ঃ)
শুভ ঈদ।
http://www.youtube.com/watch?v=QCur_uol_S0&feature=related
এইটা শুনছেন।এই গানটা এখন খুব শুনতেছি!
আর গানটা ভালোই বানাইছে কলকাতা।ছবিটারও কাহিনী ভালো:)
মোবারক
তুমারেও এই পাড়াতে আসার জন্য মুবারক বাদ!
মামা-ভাগ্নে জিন্দাবাদ!
ভালো থাকো মামা
তুমার সমস্ত মুস্কিল আশান হোক
শুভকামনা
হঠাত কইরা এই গানটার কথা মনে হইলো।অনেক কষ্টে খুঁইজা এই ব্লগটা বাইর করলাম।
ভ্যাদাইম্মা ডেভু একটা Search অপশন দেয় না।

আমার এইসব পোষ্টও লোকজন খুজে এইটা জাইনাই যে আনন্দ পাইলাম রাইতে তো ঘুম আসবে না খুশীতে!
থ্যাঙ্কু ভাইয়া
মন্তব্য করুন