শুভ দিনে শুভেচ্ছা!
আজ শুভ দিন নিঃসন্দেহে,আজ আমার একমাত্র ভাইয়ার জন্মদিন। তাই আজ দিন খানা শুভ এবং মঙ্গলজনক। ভাইয়া না থাকিলে আমার জীবনের এত এরোগেন্স, এত ডায়লগবাজী মার্কা ব্লগিং, এত এক্টিভিজম, এত সময় উদযাপন, সব মাঠে মারা যেত। দুনিয়ার কথা জানি না, তবে দেশে বড় ভাই থাকলে একটাই আছে সে আমার ভাই। এত দারুন ভাই লাখে একটা জোটে না অন্যদের, আর আমি বাই ডিফল্ট পেয়ে গেছি। কোটি কোটি সালাম ও শুভকামনা, উনার জন্যে। এমন শুভ দিনে এই ব্লগের আরেক বড় মানুষ জ্যোতি আপুর জন্মদিন। যিনিও আমাকে স্নেহ করেন অত্যাধিক, সুখেরদিন কুদিন যাই আসুক খবর নেন নিজের গরজে, কোথাও গেলে আমাকে ডাক দেন কত আপন লোক ভেবে, আমি পিছলাই মাঝে মাঝেই, শুভ দিনে জন্ম নিলেও তিনি আশা করি ভালো নাই এখন কারন ঢাকায় ছিল পানির কষ্ট, মনের দুঃখে গেলেন বাড়ী সেখানে দুদিন ধরে কারেন্ট নাই। রাগে দুঃখে বেলী আপা আমায় কহিলেন "Ovaga jedike jabe pech lagbei" দোয়া করি তাঁর উপর থেকে শনির প্রভাব কাটুক!
এই দুই প্রিয় মানুষের জন্মদিনে অন্তরের গভীর থেকে ভালোবাসা আর শুধু ভালোবাসা। তাঁদের জীবন আনন্দময় হোক! আর মাধুরী দীক্ষিতের একটা ইন্টারভিউয়ের লাইন, 'বয়স শুধু মাত্র একটা সংখ্যার ব্যাপার মাত্র!'
শুভ জন্মদিন, ভাইয়া।
শুভ জন্মদিন, জ্যোতিপু।
অনেক অনেক ধন্যবাদ শান্ত । ব্লগ আমার প্রিয় জায়গা। প্রিয় জায়গায়, প্রিয় ছোট ভাই জন্মদিনের মত বিশেষ দিনে ভালোবাসা নিয়ে লেখা এই পোষ্ট দারুণ এক গিফট্ । এটাই হলো আসল হ্যাপিনেস ।
তোমার ভাইয়ার অামার জন্মদিন একই দিনে!!! গ্রেট । ভাইয়াকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ।
শুভ জন্মদিন শান্তর ভাইয়া ও জ্যোতি আপুকে।
জন্দদিনটা ভালো কেটেছে আশা করছি। জন্মদিনে পরিবারের সাথে থাকার চেয়ে আনন্দের আর কী হতে পারে? কারেন্ট থাকলেই কী আর না থাকলেই কী... ভালো থাক সারাজনম।
শুভ জন্মদিন ভাইয়া আর জ্যোতি আপু।
শুভ জন্মদিন, ভাইয়া।
শুভ জন্মদিন, জ্যোতিপু।
শুভ কামনা।
মন্তব্য করুন