আমি কেউনা
ধলাই নদীর ক্ষরস্ত্রোতা ঢেউয়ে
ডুবে আর ভেসে উঠে-
মুছে গেছে সখী আমার
কলংককাজল-বেহায়া চোখ।
পাহাড়ে তোমার পা ছুয়ে-
আসা জল-কান্না
মিশে গিয়ে; গমকে
চমকে-পাড় থেকে দূরে।
কাছে চেয়ে-দূরে গেলাম-
ভাবনার রেললাইন-
পাশা-পাশি আজীবন,
দেখা হবেনা-আমি কেউনা।
শুধু কালকেউটে সময়,
দংশন-বিষে নীল-
চলে যাবার বেলায়
যায়না ভোলা-যায়না।
হাওর-নদী-সবুজ পাতা
হাত দিয়ে যেও বুকে,
মিশে গেছে প্রেমিক-বাউল বিকেলে
সন্ধা-কালোয় ঢেকে।
রাতের পাখি-ভোরে উড়ে যায়,
আমি কেউনা-শুধু উড়ে আসা ঝরা পাতা-
উদাসী বায়।
যদি মনে পড়ে-খুলে দিও দখিন জানালা
ছুঁয়ে যাবো-একাকী নীলপদ্মে আর তোমার
রাঙ্গা পায়।
ছবিঃ নেট থেকে
কবিতা কেন কঠিন লাগে? : (
পড়তে ভালো লাগছে।
কবিতা কঠিন হইছে?

চেষ্টা করবাম-সহজ করে লেখার জন্যি।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
প্রেমের কবিতা কঠিন হইছে?
ভাইজান কবিতা না বুঝলেও, ইহা যে প্রেমের কবিতা সেটা বুঝছি
বুঝার লাইগ্যা ধইন্নাবাদ।

এইটারে তো প্রেমের কবিতা বলে, তাই না?
যাই কউক, পড়তে তো ভাল্লাগসে
হ' রন ভাই ইহাকে প্রেমের কবিতা বলে।

খাইছে
বাট রেল লাইনের সাথে প্রেমের কবিতার কি রিলেশন সেটা বুঝি নাই। এই পাড়ে তুমি ঐ পাড়ে আমি টাইপ কিছু?
ধইরা ফেলছেন?

এই ইমো দিয়ে কি বুঝায়?

অসাধারণ কবিতা'র কবিকে জন্মদিনের শুভেচ্ছা !
ধন্যবাদ ভাইজান।
আমিও কেউ না!!
হা আমিও কেউনা।

মন্তব্য করুন