ইউজার লগইন

বিন্যাস

আমাদের কোনও গল্প ছিলো না ।
অথচ -
আমাদের একটা গল্প থাকতেই পারতো ;
চরিত্রগুলো টানটান তৈরি ছিলো
গল্পের আবহে ঢুকে পড়ার তাগিদে -

কিন্তু কারিগর জানেন ,
সম্ভাবনা তৈরি না করেই মরে যায়
যে পাখি -
তার ডানার রোদ সব ঘাস সব পাতা গিলে ফেলে

তাই সব গল্পই মূলত বিকেন্দ্রিক ;
সম্পর্কহীন বন্ধনীতে
যেমন সাহচর্য জানে মাটি ও মেঘ ,
তেমনি আমরা শূন্যাশূন্য বোধে
-ছড়িয়েও গেলাম
প্রেক্ষাপট থেকে অনতিক্রম্যতায় ;
ভেঙে ভেঙে দেখার জন্য

আমাদের আছে কতজোর রং এর প্রলেপ ;
"গল্প" না হওয়ার দৌরাত্ন্য !

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

কাঁকন's picture


এ আমি কি হেরিলাম; কাকে দেখিলাম; চোখ কচলানোর ইমো কই?

একলব্যের পুনর্জন্ম's picture


কচলায়া লন কাকন্দি । শিঘ্রি আমি কানু গ্রুপ বিলুপ্ত ঘোষণা করতেছি তো দেন আর কচলানোর টাইম পাইবেন না । আমি ছাড়া কেম্নে কি গুরুপ চলে দেইখা নিবো

(ছাতার ইমো কই গেলি রে বাপ ! )

এলাম পোস্ট দিয়ে আশ্রাফ রে হারানো পসিবল না - সো কবিতা পড়েন

একলব্যের পুনর্জন্ম's picture


নিজেই নিজের পোস্ট লাইক করা যায় এইটা আবার কি আজিব ঘটনা !!

নুশেরা's picture


আশরাফরে কানুগ্রুপ হাতেনাতে ধরছিলো Laughing out loud

নুশেরা's picture


কবিতা পড়লাম, একটু বুঝলাম বইলাও মনে হইলোEmbarassed তোমার রিসেন্ট লেখাগুলি যাতা রকম ভালো হইতেছে 
স্বাগতমটম ছৈল্তো ন'। বহুত দিরং করছো আসতে 

একলব্যের পুনর্জন্ম's picture


কপি করছি দেন পেস্ট করছি

কাজ শেষ SmileSmile

কাঁকন's picture


কবিতা ভালো হইছে;  "ঘাসফুলের কোন গল্প থাকে না, থাকতে নেই, কিছু কাহিনী থাকে নিজস্ব, কাহিনী অবশ্যই গল্প নয়"

একলব্যের পুনর্জন্ম's picture


বাহ ! সুন্দর লাইন !

কার লেখা দিদি ?

কাঁকন's picture


কার লিখা মনে নাই

১০

কাঁকন's picture


তোমার পোস্টে কমেন্ট করছে নুশেরাপু আর আমি; তোমার পোস্ট লাইক্কর্ছে ৩ জন, আমি+নুশেরাপু = ২  আরেক্জন কি তুমি নিজেই নাকি 

১১

নুশেরা's picture


Laughing

১২

একলব্যের পুনর্জন্ম's picture


হ আমি । সেইটা ই তো উপ্রে কইলাম । দেখি লেখা লাইক করুন - দিলাম টিপ , ভাবছি কিছু হবে না । দেখি হয়ে গেলো

এই নিয়ম যে বানাইছে সে নিশ্চয় ই লাইক খরায় ভোগে । টুটুল ভাই নাকি ? (খিক খিক )

১৩

কাঁকন's picture


যাক তোমার হাতেনাতে ধরা খাইলে যে অস্বীকার কইরা লাভ হয় না এই বুঝ দেইখা ভালো লাগলো

১৪

একলব্যের পুনর্জন্ম's picture


হাতেনাতে ধরার কি হইলো আমি ই ত আগে কমেন্ট এ কইছি -- হেহ

১৫

নুশেরা's picture


বাটন দেখলেই টিপি দিতে হইবো? তাও যেইখানে লেখাই আছে "পছন্দ করুন"? এই যদি হয় কবিকুলের অবস্থা... Wink
(এইটা আইসাই ম্যালা দিগদারি শুরু কর্ছে, পাইছি অহন)

১৬

একলব্যের পুনর্জন্ম's picture


পান্ডাপা আপনে যা বলছেন উহাই সইত্য

যে কেলাসে একি লগে ১,৩,৪ সব হয় হের লগে খাতির রাখতেই হপে

১৭

শাওন৩৫০৪'s picture


...আইসা সারতে পারলোনা মাইয়াটা, কানু গ্রুপে ধরা দিলো রে...

১৮

আহমেদ রাকিব's picture


এপুরে স্বাগতম।

আমাদের আছে কতজোর রং এর প্রলেপ
বোল্ড করা শব্দের ব্যবহারটা বুঝি নাই। এপুর লেখাতো ভালোই লাগে আগে থেকে। এটাও ভালো লাগছে। Smile

১৯

একলব্যের পুনর্জন্ম's picture


রাকিব ভাই , ভালো আছেন ?

কতজোর - জোর কত ? মানে লুকানোর ক্ষমতা কত পোক্ত মিনিং এ দিলাম আর কি

কবিতায় মানে জানতে চাইতে হয় না বলতেও হয় না Worried

২০

নুশেরা's picture


বোল্ড করা হইছে আবৃত্তিকারের জন্য Smile

২১

একলব্যের পুনর্জন্ম's picture


মাহিদুল ইসলাম এর রিসাইটেশনের মত আপু

পিছনে ড্রাম বাজবে জোরে জোরে -- জোর বুঝানের জন্য

২২

আহমেদ রাকিব's picture


বোল্ডতো করলাম আমি, কবি না । Smile

২৩

মুকুল's picture


ফাটাফাটি  কোবতে। আমি কোবতে ভালা পাই।

২৪

একলব্যের পুনর্জন্ম's picture


ধন্যবাদ ।

২৫

জ্যোতি's picture


স্বাগতম। বসেন , চা খান।

কবিতা ভালা পাইছি।

২৬

একলব্যের পুনর্জন্ম's picture


দেখা তো হয়েছিলো । কই তখন তো কেউ কিছু খাওয়াইতে চান নাই আপু ঃ( ঃ(

--
থ্যাংকস ঃ)

২৭

জ্যোতি's picture


চাইছিলাম তো! কই হারায়া গেলেন।

আবার  দেখা হলে চাইব।

২৮

একলব্যের পুনর্জন্ম's picture


মনে মনে চাইলে হবে আপু ? বললে ওইখানে ঠায় দাড়ায়া থাকতাম Wink

দাওয়াত কবুল করলাম আপু ঃ) ঃ)

২৯

অদ্রোহ's picture


আরে এপুদি যে ,স্বাগতম Laughing out loud

৩০

একলব্যের পুনর্জন্ম's picture


এই তো চলে আসলাম । ঃ)

কেমন আছো ??

৩১

নজরুল ইসলাম's picture


ভালো লাগলো কবিতা

৩২

একলব্যের পুনর্জন্ম's picture


পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।

৩৩

রায়েহাত শুভ's picture


ওগো তুমি এসেছ??? Wink
অবস্থা কি? তোমার না পরীক্ষার আগে না বল্গানোর কথা?

৩৪

একলব্যের পুনর্জন্ম's picture


হঠাত খুলে ফেললাম আর কি ! ঃ)

৩৫

রায়েহাত শুভ's picture


খুব ভালো করছ...
ওহো সেদিন আমারে হালকা ঝারি দিয়া আসছ ওই পারে Laughing out loud
আমি আসলে বুঝাইতে পারি নাই তোমারে Sad

৩৬

রোবোট's picture


ওগো ????????????????????????????????????????????????????????????????

৩৭

মাহবুব সুমন's picture


হুমম

৩৮

একলব্যের পুনর্জন্ম's picture


পড়ার জন্য ধন্যবাদ ।

৩৯

শওকত মাসুম's picture


মাইনসে যে কেমনে কবিতা লেথে, তাও সুন্দর সুন্দর কবিতা! ব্যাপক হিংশিত

৪০

একলব্যের পুনর্জন্ম's picture


মাসুম ভাই এর সেদিন খাওয়ানোর কথা ছিলো ঃ(

কেমন আছেন ভাইয়া ?

৪১

শওকত মাসুম's picture


অফিস ছিলো রে আফা, নেক্সট টাইম

৪২

শাওন৩৫০৪'s picture


...স্বাগতম এ্যক্যু....

আহারে, কি আফসুস, এইখানেও তোর কবিতা পড়তে হবেনে....Undecided

 

 

 

 

 

৪৩

একলব্যের পুনর্জন্ম's picture


হাহাহাহা না পড়লেও সমস্যা কি ! ঃ)

৪৪

বিষাক্ত মানুষ's picture


বুঝি নাই Stare

৪৫

ভাঙ্গা পেন্সিল's picture


Sealed আমিও না

৪৬

একলব্যের পুনর্জন্ম's picture


কি খবর ভাঙা ? কেমন আছেন ?

৪৭

সালাহ উদ্দিন শুভ্র's picture


এলাম।

কি খবর তোমার।

গল্প নিয়া কবিতা লেখতেছো ক্যান।

গল্পের  কি হইছে।

৪৮

একলব্যের পুনর্জন্ম's picture


ঊপ্রে কি ঊয়ারির ছবি মিয়াভাই ?

৪৯

সোহেল কাজী's picture


স্বাগতম Smile

৫০

একলব্যের পুনর্জন্ম's picture


ধন্যবাদ ঃ)

৫১

মুহম্মদ জায়েদুল আলম's picture


মি জিরো নাকি???!!!

৫২

একলব্যের পুনর্জন্ম's picture


অবশ্য ই ভাইয়া ঃ)

কেমন আছেন ? দেশে এখন ?

৫৩

মুক্ত বয়ান's picture


গোটা কবিতায় মাএ ১টা দাড়ি?

৫৪

একলব্যের পুনর্জন্ম's picture


এর বেশি পূর্ণযতি দরকার মনে হয়নি কানে , তাই ।

৫৫

নীড় সন্ধানী's picture


স্বাগতম জানালাম..........ঘন্টাখানেক আগে কবিতার প্রথম প্যারাটা এক বন্ধুকে কপিপেষ্ট করে মেরে দিতে চেয়েছিলাম নিজের বলে। বন্ধু হাতে নাতে চুর ধরে ফেললো, তাই কমেন্ট করতে দেরী হয়ে গেল Embarassed

৫৬

একলব্যের পুনর্জন্ম's picture


হাহাহাহা --- মজা তো Smile

ভালো থাকবেন ।

৫৭

সাঈদ's picture


আপনাকে এখানে দেখে ভালো লাগছে।

কবিতা যদিও বুঝিনা , তারপরেও মনে হল কবিতা টা ভালো হয়েছে।

৫৮

একলব্যের পুনর্জন্ম's picture


ধন্যবাদ সাঈদ ।

কিন্তু আমি আসলে আপনাকে ঠিক চিনি নাই মনে হচ্ছে । ঃ(

ভালো থাকবেন ।

৫৯

টুটুল's picture


স্বাগতম Smile

৬০

একলব্যের পুনর্জন্ম's picture


SmileSmile

৬১

রোবোট's picture


স্বাগতম। তোমারে না কবিতা লিখতে মানা করসি। মাইনাইচায়া গেলাম।

৬২

একলব্যের পুনর্জন্ম's picture


কেমন আছেন মামা ? পিচ্চি ভালো ?

অন্য পোস্ট তো দিতে হলে রেডি করতে হবে , এটা আগেই রেডি ছিলো । তাই -- Smile

৬৩

বোহেমিয়ান's picture


কোবতে ভালু পেলাম ।
স্বাগতম দিদি!!!

একটা জিনিস ভালু , আমরা সবাই প্রায় নতুন!!
সবাই সবাইরে স্বাগতম স্বাগতম করতেছে।

৬৪

একলব্যের পুনর্জন্ম's picture


সেটাই তো দেখতেছি । Wink

৬৫

আশরাফ মাহমুদ's picture


কই জানি পড়ছি পড়ছি মনে হইতাছে? যাইহোক, ভালো লাগল।

৬৬

একলব্যের পুনর্জন্ম's picture


অভি , লেখা চুরির অভিযোগ তুললেন নাকি ? প্রভাবিতও না , একেবারে নকল । হুমম ...

এরকম অভিযোগের ক্ষেত্রে প্রমাণ দেয়াই ঊচিত । আপনি কালেক্ট করেন , আই অ্যাম ওয়েটিং ।

৬৭

আশরাফ মাহমুদ's picture


আরে ধুর। কীসব বলেন। আমি বুঝাইছি আপনার ব্লগস্পট বা অন্য ব্লগে পড়ছি। এরকম। কিংবা ফেইসবুকে। তাও নিশ্চিত না; মনে হয় বলছি।
আপনার এইরকম মন্তব্যে আমি নিজেই ব্যাঁকাচ্যাকা হয়ে গেলাম! Sad

৬৮

একলব্যের পুনর্জন্ম's picture


ভ্যাবাচ্যাকা খাওয়ানোর জন্য ই তো বললাম Wink

৬৯

আশরাফ মাহমুদ's picture


হা হা। চামে একটা মন্তব্য বাড়ায়ে নিলেন। Wink আমি টের পাইছিলাম অবশ্য। Tongue

৭০

একলব্যের পুনর্জন্ম's picture


হ আপ্নের ত মাথা ঊপচায়া বুদ্ধি পড়ে Laughing out loud

৭১

আশরাফ মাহমুদ's picture


মাথার চুল পড়া শুরু হইছে। Sad

৭২

~স্বপ্নজয়~'s picture


 স্বাগুটুম স্বাগুটুম Money mouth

৭৩

একলব্যের পুনর্জন্ম's picture


Smile

৭৪

তানবীরা's picture


আমাদের কোনও গল্প ছিলো না ।
অথচ -
আমাদের একটা গল্প থাকতেই পারতো ;

৭৫

একলব্যের পুনর্জন্ম's picture


আরে আপু ! আমার ব্লগে স্বাগতম Smile

আমুতে কোনোদিন কবিতায় আপনার কমেন্ট পাই নাই Sad ভাল্লাগলো

৭৬

বকলম's picture


ভাল্লাগছে।

৭৭

একলব্যের পুনর্জন্ম's picture


Smile

৭৮

মীর's picture


দেখতে পাচ্ছি এটাই আপনার পুরোনোতম কবিতা এখানে, এইব্লগে। আপনার লেখা পড়ে মনে হলো এরপরের পোস্টগুলোয় আপনাকে যে এবি'র অফিসিয়াল কবি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সেটা ছিলো একটা যথার্থ নিয়োগ। আপনার যে লাইনগুলো বেশি ভালো লেগেছে---

আমি আত্মহত্যা করলে ;
মৃত্যুরও অধিক একটা কিছু
তোমাকে জড়িয়ে ধরবে

পৃ‌থিবী জানে না কবিতাও জানে নি ;
তেত্রিশ কোটি দেবতা নতজানু হলে পর তবে
একবার কবির জন্ম হয় !

--- না - কবিতা

ভাববেন না এই লাইনগুলোই শুধু ভালো লেগেছে, এই লাইনগুলো অন্য সব লাইনকে ফুলের মতো ফুটিয়ে তুলেছে। এ আমার ব্যক্তিগত মতামত।

ও নদী , এত কিছু ধারণ করো -
একটা ছোট্টো মেয়ের গর্ভের দায় নিতে পারো না !

---মেয়েটা নদীকে “মা” ডাকতো

এই লাইনই বলে দিচ্ছে এই কবিতা পড়ে মুগ্ধ হওয়া ছাড়া আর কিছু বলার নাই। “মা” -এই কোটেশন কেমনে দিয়েছিলেন, বৈলেন তো।

মানুষ-১ কবিতার প্রতিটি লাইনে আপনার যে সাহসী বিচরণ সেটা দেখে অবাক হয়েছি।

ও কথায় জানো
মানুষ রহস্যহীন হয়ে যাবে -
আগামীর যৌবনগুলো ,
ধরিত্রীর মতো বিবশ পড়ে থাকবে ।
কর্ষণাকাঙ্ক্ষী মাত্র ;

যে কোনও শব্দের জমিন কবি'র স্বত্ব হারাবে ।

না - যজ্ঞাগ্নির নিকট প্রার্থনা

একজন সত্যিকারের বস্-কবির মতো নতুন নতুন শব্দের দুর্দান্ত ব্যবহার, মূল বিষয়কে আড়ালে রেখেও সিরিয়াস আবেদন জাগিয়ে তোলা -এইসব কিছুর এক অনিন্দ্য উদাহরন এই কবিতাটা।

মানুষ নেশায় বাঁচে । নাকি - নেশাই মানুষকে বাঁচিয়ে রাখে ! জানি ,
নেশার কাছে হার মানার দিন থেকে কাঁধে চেপে বসে থাকে

একটা আত্মবিস্মৃত লাশ ।

আদ্যন্তে "আমি" বুনে -


---নিতান্তই জৈবিক আলাপ

ভালো লাগে যখন সমাপ্তিটা আসলেই একটা কিছুকে সমাপ্ত করে দেয়। মনে হয় এরকম কোনকিছুকেই বোধহয় সমাপ্তি বলে।

নখের ভিতর ভীষণ ক্ষুধা
একটা করুণ পাপের কামড়

বসুধা , মনে পড়ে ?

মনে পড়ে , রোদ !

---বোধশূন্য

কি অদ্ভুত একটা শুরু। টেনে ভেতরে নিয়ে যায়। এরপর পাঠক পুরাটা শেষ না করে যাবে কৈ?

ভূমিকা না করে সরাসরি বলি ।

আপনার সময়ের মূল্য অনেক ;
আমার কালিও কিছু অ-মূল্য নয় !

এর-ওর থেকে জোগাড়যন্তর করে
আপনার ব্যাংক নিয়মের ফাইলগুলো
চষছিলাম । বহুদিন । বহুভাবে ।
নৈব নৈব চ । কী বুঝিনি তাও বুঝিনি ।
মানে এত এত ডলার , সোনা
জমির দলিল ,দালানকোঠা , ইট পাথর
শেয়ারের কাগজ -
আসলে রিজার্ভ কার জন্য ? ঠিক কার
কাজে লাগবে এসব কাগুজে বাঘ !

মতিঝিলের মিডপয়েন্টে বসে আপনি
নিশ্চয়ই দেখেন ; শহরটা কীভাবে আগাগোড়া
মুড়ে যায় কার্বন মনোক্সাইডে । শুনেছেন
পঁচিশ বছরের মধ্যে দেশ নাকি
বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হচ্ছে ;
এখানে সেখানে পড়ে থাকবে একেকটা
জমির খণ্ড , সমুদ্রসীমা এগিয়ে এসে
ঢুকে যাবে বাড়ির উঠোনে । জানেন ?

জানেন নিশ্চয়ই -

বদ্বীপ থেকে দ্বীপ .......
বেশ পোয়েটিক মেটাফর !

ইন্টারজেনারেশনাল ইকুইটি থিওরি
আপনার নখদর্পণে । বিস্তৃত বর্ণনা তাই
নিষ্প্রয়োজন ।

আমার কেবল একটি ছোটো আবেদন -

জনাব ,
আমি কি আপনার ব্যাংকে আমার
সন্তানের নিমিত্তে কিছু বিশুদ্ধ বাতাস
ভল্ট করতে পারি ?

তার সন্তানের জন্য
......খানিকটা মিঠা পানি ?

আর ......
তার সন্তানের জন্য -
ভল্ট করার মত মনে হয়
বাকি শুধু লবণ আছে ;
যাতে জন্মের পর গলায় ঢুকিয়ে
দম আটকে মেরে ফেলা যায় !

ব্যাংক নীতি এ ব্যাপারে কতটা শিথিল -
জানাবেন । দয়া করে জানাবেন ।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর -

এই কবিতাটা একদম আধুনিক বাংলা সাহিত্যের গলায় হীরে বসানো হারের মতো জ্বলছে, বিশ্বাস করেন আর নাই করেন। অপর্ণা'দি আপনি সুখে, শান্তিতে দীর্ঘজীবী হোন। ঈশ্বর আপনাকে যে অপার ক্ষমতা উপহার দিয়েছেন, তার যথাযথ ব্যবহার হোক। ধন্যবাদ।

৭৯

একলব্যের পুনর্জন্ম's picture


ওয়াও ! আপনার পাঠশক্তিকে শ্রদ্ধা জানাচ্ছি !

------------------------------------------

হ্যাঁ , এটাই এই ব্লগে প্রথম লেখা । এর আগে সামহোয়ারে ৪ মাস , আমার ব্লগে ৩ মাস লিখেছিলাম ।

নাহ এবিতে আমাকে নিয়োগ দেয় নাই কেউ , আমি নিজেই নিজেকে নিয়োগ করে নিয়েছিলাম Wink

-------------------

আপনার কীবোর্ডের ডান হাতে যে শিফটের জায়গা যেখানে ? চিহ্ণ তার ঠিক উপরে কোলনের পাশে " আছে । পেয়েছেন ? Smile

-----------
আপনাকে ধন্যবাদ জানালে কম বলা হবে , আমি আসলে নির্বাক । কেউ যে এত যত্ন নিয়ে আমার লেখাও পড়তে পারে বিশ্বাস হচ্ছে না ! আপনি অনেক ভালো থাকবেন , আমার শুভেচ্ছা জানবেন । আধুনিক বাংলা
সাহিত্য তার জায়গাতেই থাক , আপনাদের মত দু একজন বন্ধু পাঠক আমার জন্য ঢের বেশি !

ভালো থাকবেন , মীর ।

৮০

মীর's picture


সুন্দর প্রতি-উত্তরের জন্য রিয়েল থ্যাংক্স। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একলব্যের পুনর্জন্ম's picture

নিজের সম্পর্কে

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না

-স্বত্ত্বাধিকারে অপর্ণা,ক্ষয়ে যাওয়া হাড়ের কাছে......