বিন্যাস
আমাদের কোনও গল্প ছিলো না ।
অথচ -
আমাদের একটা গল্প থাকতেই পারতো ;
চরিত্রগুলো টানটান তৈরি ছিলো
গল্পের আবহে ঢুকে পড়ার তাগিদে -
কিন্তু কারিগর জানেন ,
সম্ভাবনা তৈরি না করেই মরে যায়
যে পাখি -
তার ডানার রোদ সব ঘাস সব পাতা গিলে ফেলে
তাই সব গল্পই মূলত বিকেন্দ্রিক ;
সম্পর্কহীন বন্ধনীতে
যেমন সাহচর্য জানে মাটি ও মেঘ ,
তেমনি আমরা শূন্যাশূন্য বোধে
-ছড়িয়েও গেলাম
প্রেক্ষাপট থেকে অনতিক্রম্যতায় ;
ভেঙে ভেঙে দেখার জন্য
আমাদের আছে কতজোর রং এর প্রলেপ ;
"গল্প" না হওয়ার দৌরাত্ন্য !
এ আমি কি হেরিলাম; কাকে দেখিলাম; চোখ কচলানোর ইমো কই?
কচলায়া লন কাকন্দি । শিঘ্রি আমি কানু গ্রুপ বিলুপ্ত ঘোষণা করতেছি তো দেন আর কচলানোর টাইম পাইবেন না । আমি ছাড়া কেম্নে কি গুরুপ চলে দেইখা নিবো
(ছাতার ইমো কই গেলি রে বাপ ! )
এলাম পোস্ট দিয়ে আশ্রাফ রে হারানো পসিবল না - সো কবিতা পড়েন
নিজেই নিজের পোস্ট লাইক করা যায় এইটা আবার কি আজিব ঘটনা !!
আশরাফরে কানুগ্রুপ হাতেনাতে ধরছিলো
কবিতা পড়লাম, একটু বুঝলাম বইলাও মনে হইলো তোমার রিসেন্ট লেখাগুলি যাতা রকম ভালো হইতেছে
স্বাগতমটম ছৈল্তো ন'। বহুত দিরং করছো আসতে
কপি করছি দেন পেস্ট করছি
কাজ শেষ
কবিতা ভালো হইছে; "ঘাসফুলের কোন গল্প থাকে না, থাকতে নেই, কিছু কাহিনী থাকে নিজস্ব, কাহিনী অবশ্যই গল্প নয়"
বাহ ! সুন্দর লাইন !
কার লেখা দিদি ?
কার লিখা মনে নাই
তোমার পোস্টে কমেন্ট করছে নুশেরাপু আর আমি; তোমার পোস্ট লাইক্কর্ছে ৩ জন, আমি+নুশেরাপু = ২ আরেক্জন কি তুমি নিজেই নাকি
হ আমি । সেইটা ই তো উপ্রে কইলাম । দেখি লেখা লাইক করুন - দিলাম টিপ , ভাবছি কিছু হবে না । দেখি হয়ে গেলো
এই নিয়ম যে বানাইছে সে নিশ্চয় ই লাইক খরায় ভোগে । টুটুল ভাই নাকি ? (খিক খিক )
যাক তোমার হাতেনাতে ধরা খাইলে যে অস্বীকার কইরা লাভ হয় না এই বুঝ দেইখা ভালো লাগলো
হাতেনাতে ধরার কি হইলো আমি ই ত আগে কমেন্ট এ কইছি -- হেহ
বাটন দেখলেই টিপি দিতে হইবো? তাও যেইখানে লেখাই আছে "পছন্দ করুন"? এই যদি হয় কবিকুলের অবস্থা...
(এইটা আইসাই ম্যালা দিগদারি শুরু কর্ছে, পাইছি অহন)
পান্ডাপা আপনে যা বলছেন উহাই সইত্য
যে কেলাসে একি লগে ১,৩,৪ সব হয় হের লগে খাতির রাখতেই হপে
...আইসা সারতে পারলোনা মাইয়াটা, কানু গ্রুপে ধরা দিলো রে...
এপুরে স্বাগতম।
আমাদের আছে কতজোর রং এর প্রলেপ
বোল্ড করা শব্দের ব্যবহারটা বুঝি নাই। এপুর লেখাতো ভালোই লাগে আগে থেকে। এটাও ভালো লাগছে।
রাকিব ভাই , ভালো আছেন ?
কতজোর - জোর কত ? মানে লুকানোর ক্ষমতা কত পোক্ত মিনিং এ দিলাম আর কি
কবিতায় মানে জানতে চাইতে হয় না বলতেও হয় না
বোল্ড করা হইছে আবৃত্তিকারের জন্য
মাহিদুল ইসলাম এর রিসাইটেশনের মত আপু
পিছনে ড্রাম বাজবে জোরে জোরে -- জোর বুঝানের জন্য
বোল্ডতো করলাম আমি, কবি না ।
ফাটাফাটি কোবতে। আমি কোবতে ভালা পাই।
ধন্যবাদ ।
স্বাগতম। বসেন , চা খান।
কবিতা ভালা পাইছি।
দেখা তো হয়েছিলো । কই তখন তো কেউ কিছু খাওয়াইতে চান নাই আপু ঃ( ঃ(
--
থ্যাংকস ঃ)
চাইছিলাম তো! কই হারায়া গেলেন।
আবার দেখা হলে চাইব।
মনে মনে চাইলে হবে আপু ? বললে ওইখানে ঠায় দাড়ায়া থাকতাম
দাওয়াত কবুল করলাম আপু ঃ) ঃ)
আরে এপুদি যে ,স্বাগতম
এই তো চলে আসলাম । ঃ)
কেমন আছো ??
ভালো লাগলো কবিতা
পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।
ওগো তুমি এসেছ???
অবস্থা কি? তোমার না পরীক্ষার আগে না বল্গানোর কথা?
হঠাত খুলে ফেললাম আর কি ! ঃ)
খুব ভালো করছ...
ওহো সেদিন আমারে হালকা ঝারি দিয়া আসছ ওই পারে
আমি আসলে বুঝাইতে পারি নাই তোমারে
ওগো ????????????????????????????????????????????????????????????????
হুমম
পড়ার জন্য ধন্যবাদ ।
মাইনসে যে কেমনে কবিতা লেথে, তাও সুন্দর সুন্দর কবিতা! ব্যাপক হিংশিত
মাসুম ভাই এর সেদিন খাওয়ানোর কথা ছিলো ঃ(
কেমন আছেন ভাইয়া ?
অফিস ছিলো রে আফা, নেক্সট টাইম
...স্বাগতম এ্যক্যু....
আহারে, কি আফসুস, এইখানেও তোর কবিতা পড়তে হবেনে....
হাহাহাহা না পড়লেও সমস্যা কি ! ঃ)
বুঝি নাই
আমিও না
কি খবর ভাঙা ? কেমন আছেন ?
এলাম।
কি খবর তোমার।
গল্প নিয়া কবিতা লেখতেছো ক্যান।
গল্পের কি হইছে।
ঊপ্রে কি ঊয়ারির ছবি মিয়াভাই ?
স্বাগতম
ধন্যবাদ ঃ)
মি জিরো নাকি???!!!
অবশ্য ই ভাইয়া ঃ)
কেমন আছেন ? দেশে এখন ?
গোটা কবিতায় মাএ ১টা দাড়ি?
এর বেশি পূর্ণযতি দরকার মনে হয়নি কানে , তাই ।
স্বাগতম জানালাম..........ঘন্টাখানেক আগে কবিতার প্রথম প্যারাটা এক বন্ধুকে কপিপেষ্ট করে মেরে দিতে চেয়েছিলাম নিজের বলে। বন্ধু হাতে নাতে চুর ধরে ফেললো, তাই কমেন্ট করতে দেরী হয়ে গেল
হাহাহাহা --- মজা তো
ভালো থাকবেন ।
আপনাকে এখানে দেখে ভালো লাগছে।
কবিতা যদিও বুঝিনা , তারপরেও মনে হল কবিতা টা ভালো হয়েছে।
ধন্যবাদ সাঈদ ।
কিন্তু আমি আসলে আপনাকে ঠিক চিনি নাই মনে হচ্ছে । ঃ(
ভালো থাকবেন ।
স্বাগতম
স্বাগতম। তোমারে না কবিতা লিখতে মানা করসি। মাইনাইচায়া গেলাম।
কেমন আছেন মামা ? পিচ্চি ভালো ?
অন্য পোস্ট তো দিতে হলে রেডি করতে হবে , এটা আগেই রেডি ছিলো । তাই --
কোবতে ভালু পেলাম ।
স্বাগতম দিদি!!!
একটা জিনিস ভালু , আমরা সবাই প্রায় নতুন!!
সবাই সবাইরে স্বাগতম স্বাগতম করতেছে।
সেটাই তো দেখতেছি ।
কই জানি পড়ছি পড়ছি মনে হইতাছে? যাইহোক, ভালো লাগল।
অভি , লেখা চুরির অভিযোগ তুললেন নাকি ? প্রভাবিতও না , একেবারে নকল । হুমম ...
এরকম অভিযোগের ক্ষেত্রে প্রমাণ দেয়াই ঊচিত । আপনি কালেক্ট করেন , আই অ্যাম ওয়েটিং ।
আরে ধুর। কীসব বলেন। আমি বুঝাইছি আপনার ব্লগস্পট বা অন্য ব্লগে পড়ছি। এরকম। কিংবা ফেইসবুকে। তাও নিশ্চিত না; মনে হয় বলছি।
আপনার এইরকম মন্তব্যে আমি নিজেই ব্যাঁকাচ্যাকা হয়ে গেলাম!
ভ্যাবাচ্যাকা খাওয়ানোর জন্য ই তো বললাম
হা হা। চামে একটা মন্তব্য বাড়ায়ে নিলেন। আমি টের পাইছিলাম অবশ্য।
হ আপ্নের ত মাথা ঊপচায়া বুদ্ধি পড়ে
মাথার চুল পড়া শুরু হইছে।
স্বাগুটুম স্বাগুটুম
আমাদের কোনও গল্প ছিলো না ।
অথচ -
আমাদের একটা গল্প থাকতেই পারতো ;
আরে আপু ! আমার ব্লগে স্বাগতম
আমুতে কোনোদিন কবিতায় আপনার কমেন্ট পাই নাই ভাল্লাগলো
ভাল্লাগছে।
দেখতে পাচ্ছি এটাই আপনার পুরোনোতম কবিতা এখানে, এইব্লগে। আপনার লেখা পড়ে মনে হলো এরপরের পোস্টগুলোয় আপনাকে যে এবি'র অফিসিয়াল কবি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সেটা ছিলো একটা যথার্থ নিয়োগ। আপনার যে লাইনগুলো বেশি ভালো লেগেছে---
--- না - কবিতা
ভাববেন না এই লাইনগুলোই শুধু ভালো লেগেছে, এই লাইনগুলো অন্য সব লাইনকে ফুলের মতো ফুটিয়ে তুলেছে। এ আমার ব্যক্তিগত মতামত।
---মেয়েটা নদীকে “মা” ডাকতো
এই লাইনই বলে দিচ্ছে এই কবিতা পড়ে মুগ্ধ হওয়া ছাড়া আর কিছু বলার নাই। “মা” -এই কোটেশন কেমনে দিয়েছিলেন, বৈলেন তো।
মানুষ-১ কবিতার প্রতিটি লাইনে আপনার যে সাহসী বিচরণ সেটা দেখে অবাক হয়েছি।
না - যজ্ঞাগ্নির নিকট প্রার্থনা
একজন সত্যিকারের বস্-কবির মতো নতুন নতুন শব্দের দুর্দান্ত ব্যবহার, মূল বিষয়কে আড়ালে রেখেও সিরিয়াস আবেদন জাগিয়ে তোলা -এইসব কিছুর এক অনিন্দ্য উদাহরন এই কবিতাটা।
---নিতান্তই জৈবিক আলাপ
ভালো লাগে যখন সমাপ্তিটা আসলেই একটা কিছুকে সমাপ্ত করে দেয়। মনে হয় এরকম কোনকিছুকেই বোধহয় সমাপ্তি বলে।
---বোধশূন্য
কি অদ্ভুত একটা শুরু। টেনে ভেতরে নিয়ে যায়। এরপর পাঠক পুরাটা শেষ না করে যাবে কৈ?
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর -
এই কবিতাটা একদম আধুনিক বাংলা সাহিত্যের গলায় হীরে বসানো হারের মতো জ্বলছে, বিশ্বাস করেন আর নাই করেন। অপর্ণা'দি আপনি সুখে, শান্তিতে দীর্ঘজীবী হোন। ঈশ্বর আপনাকে যে অপার ক্ষমতা উপহার দিয়েছেন, তার যথাযথ ব্যবহার হোক। ধন্যবাদ।
ওয়াও ! আপনার পাঠশক্তিকে শ্রদ্ধা জানাচ্ছি !
------------------------------------------
হ্যাঁ , এটাই এই ব্লগে প্রথম লেখা । এর আগে সামহোয়ারে ৪ মাস , আমার ব্লগে ৩ মাস লিখেছিলাম ।
নাহ এবিতে আমাকে নিয়োগ দেয় নাই কেউ , আমি নিজেই নিজেকে নিয়োগ করে নিয়েছিলাম
-------------------
আপনার কীবোর্ডের ডান হাতে যে শিফটের জায়গা যেখানে ? চিহ্ণ তার ঠিক উপরে কোলনের পাশে " আছে । পেয়েছেন ?
-----------
আপনাকে ধন্যবাদ জানালে কম বলা হবে , আমি আসলে নির্বাক । কেউ যে এত যত্ন নিয়ে আমার লেখাও পড়তে পারে বিশ্বাস হচ্ছে না ! আপনি অনেক ভালো থাকবেন , আমার শুভেচ্ছা জানবেন । আধুনিক বাংলা
সাহিত্য তার জায়গাতেই থাক , আপনাদের মত দু একজন বন্ধু পাঠক আমার জন্য ঢের বেশি !
ভালো থাকবেন , মীর ।
সুন্দর প্রতি-উত্তরের জন্য রিয়েল থ্যাংক্স।
মন্তব্য করুন