তোমাকে নিয়ে
তোমাকে নিয়ে লিখি নাই কোনো গান
বরং নিজে গান হতে চাইলাম;
তোমার দুখে চাই নি হতে
সমবেদনার সিন্ধু
হতে চেয়েছি চেনা করতলে
একটি অশ্রুবিন্দু।
তুমি কখনো জান নাই আমি আছি
লুকিয়ে থেকেছি তোমার না বলা
বেদনার কাছাকাছি
তোমার পথে- রুক্ষ পাথরে
হয়েছি সবুজ ঘাস
হয়েছি তোমার নীরব প্রাণের
গোপন দীর্ঘশ্বাস।
হতে পারি নি তোমার মুখের হাসি
পাশাপাশি বসে পারি নি বাজাতে
প্রেমের মোহন বাঁশি
তোমার হাতে রাখতে পারি নি হাত
ছিন্ন ভিন্ন হয়ে কাটিয়েছি
নির্ঘুম কত রাত।
তবু জানাতে এই ভালোবাসা
আমি তো গাই না গান
তোমার সুরে ভিজে ভিজে শুধু
গান হতে চাইলাম।
কাব্যমূর্খ মানুষ আমি; তবু ভালো লাগলো খুব।
গানের কথা হিসেবে চমৎকার হবে। আছেন নাকি সুরকার কেউ চেনাজানা? দিয়ে দিন না!
আপনাকে অনেক ধন্যবাদ! গানটির সুর করা হয়ে গেছে। দোয়া করবেন যেন ঠিকমতো প্রকাশ করতে পারি।
সুন্দর
তানবীরা, আপনাকে ধন্যবাদ!
বাহ্।
ধন্যবাদ!
বাহ্। দারুণ তো!
জয়িতা, আপনাকে ধন্যবাদ!
অসম্ভব পছন্দ করলাম গান ।
নাহীদ, আপনার কথাটিও আমাকে অনেক প্রেরণা দিল।
একটা টেস্ট লিংকু দেওয়া যায়না? একটু আগেভাগেই শুইনা ফেলতে ইচ্ছা করতেছে
ভাই, আপনারে শোনাইতে পারলে খুশিই হতাম। কিন্তু আমার গলায়তো গান হয় না। তাই শোনাইতে পারতেছি না। রেকর্ড করার পর অবশ্যই লিংক দেব।
বাহহহহহ
ধন্যবাদ শওকত ভাই
মন্তব্য করুন