ফাইন ফাইন!
ফুটপাতে চাকাওয়ালা চায়ের দোকান
পাউরুটি বিস্কুট আর খিলিপান
ফাউ মেলে রসালো খিস্তিখেউড়
হাই তোলে ছালতোলা ল্যাংড়া কুকুর।
এক কোণে তারে বাঁধা ক্যাসেট প্লেয়ার
বেজে চলে একমনে করে না কেয়ার
কখনো বাজছে আশা কখনো আলীম
মমতাজ পরদেশী নকুল সেলিম।
এভাবেই কেটে যায় রাত আর দিন
জীবনের সবটাই ফাইন ফাইন।
একদিন শনিবার ঠিক বারোটায়
লাঠির বাড়ি পড়ে গাড়ির চাকায়
থতমত দোকানীর পাছায় লাথি
চোখের সামনে দেখে নিভছে বাতি।
হতবাক হয়ে ভাবে দোষ কি আমার
পাওনা দিয়েছি মেপে যতটুকু যার:
এলাকার বড় ভাই বিশটাকা রোজ
আরও বিশ সরকারী রুলের খরচ।
এছাড়া রয়েছে কিছু খুচরো কামাল
মাঝে মাঝে দিতে হয় তাদেরো সামাল।
ফাউ যায় আরো বিশ রোজ গড়প্রতি
এরচেয়ে বেশি গেলে হয়ে যায় ক্ষতি।
সালাম আর সালামীতে নেই কোনো খুঁত
তবু এই ব্যবহার ভারী অদ্ভুত!
উপরে সূর্য জ্বলে মাটিতে আইন
জীবনের সবটাই ফাইন ফাইন।
এরপর দুইদিন ফুটপাত ফাঁকা
এক কোনে পড়ে থাকে ভাঙ্গা দুটো চাকা
একা বসে থাকে শুধু পুরোনো পাগল
খোলা ড্রেনে জমে থাকে ঘিনঘিনে জল।
চারিদিকে সবকিছু বেজায় টাইট
মাঝে মাঝে দুইদল চালায় ফাইট
নতুন নেতা যায় মিছিল নিয়ে
দোকানীও মিশে যায় সালাম দিয়ে।
উপরে সূর্য জ্বলে মাটিতে আইন
জীবনের সবটাই ফাইন ফাইন।
ফুটপাতে চাকাওয়ারা চায়ের দোকান
পাউরুটি বিস্কুট আর খিলিপান
ফাউ মেলে রসালো খিস্তিখেউড়
হাই তোলে ছালতোলা ল্যাংড়া কুকুর।
উপরে সূর্য জ্বলে মাটিতে আইন
জীবনের সবটাই ফাইন ফাইন।
এই গল্পের নাই শুরু আর শেষ
দেখে যাই চোখ ভরে স্বপ্নের দেশ
এমন দেশটি আর পাবে নাকো তুমি
রূপে রূপে অপরূপা জন্মভুমি।
রিয়েলি ফাইন।
মীর, আপনাকে ধন্যবাদ!
দেশটার দোষ দিয়ে হবে কিবা লাভ
যদিনা ছাড়া যায় ব্যবহারে আমি তোর বাপ
দোষে-গুণে মানুষ তো আমরা সবাই
তারপরও দেশটার মঙ্গলই চাই
.......কবিতা লিখাবার ক্ষমতা তো নাই
তাই আমি তাড়াতাড়ি পালিয়ে যাই
যাবার আগে শুধু একটা কথা,
ভাইজান মনে যেন পেও না ব্যথা
'চাকাওয়ালা' শব্দটা হবে যে সঠিক
জানি আমি শিফ্টে পড়েনিকো কিক্।
........উপরে সূর্য জ্বলুক, মাটিতে আইন
বুলবুলের(ভাইয়ের) কবিতা সব সময়ই ফাইন
বাতিঘর,
বানানে যদি কিছু ভুল রয়ে যায়
ভূত-কাণ্ড তাহা জেনো নিশ্চয়!
সেই ভূতে বিগড়ে দেয় মোর মাথা
লেজে-গোবরে তাই কবিতার খাতা।
দারুন ছড়া। নাকি কবিতা?
তানবীরা, যদি সত্যি দারুণ লেগে থাকে তাহলে ছড়া না কবিতা তা নিয়ে আর মাথা ঘামাতে চাই না।
ধন্যবাদ!
ফাইন ফাইন
ছায়ার আলো, আপনাকে ধন্যবাদ !
দারুন কবিতা
টুটুল, আপনাকে ধন্যবাদ!
ভাল হৈছে ....
নাহীদ, ধন্যবাদ!
অনেকদিন পর এত চমৎকার অর্থবহ একটা লেখা পড়লাম। ধন্যবাদ কবিকে।
শাকিলা তুবা, আপনাকে ধন্যবাদ জানাই।
মন্তব্য করুন