নতুন বন্ধু হিসেবে সবাইকে শুভেছা অভিনন্দন,কত টুকু কাছের বন্ধু হতে পারব জানিনা...তবে মনে হছে এটা যেন কেবল বন্ধুদের মিলন মেলা ই নয়, তোমাদের প্রানের মেলা,তোমাদের এই মেলায় যোগ দিয়ে নিজেকে ভাজ্ঞবান মনে করছি...!
শেয়ার করুনঃ

 | 

 | 

 | 

ভাবী , সালাম ।
ভাবী আমিও নাদান মানুষ তাই বুঝতেসি না সাঈদ ভাই ভাবী ফাজলামো করে ডাকলো না সত্যি ডাকলো; আমি ভাইয়ার নিকটা (ভাইয়া যদি ব্লগার হয়ে থাকে) জানতে চাই।
স্বাগতম .... আপনাকে পেয়ে আমরাও নিজেকে ' ভাজ্ঞবান ' মনে করছি
(সাঈদ ভাইয়ের যেহেতু ভাবী তার মানে আমাদেরও ভাবি তাই দুষ্টামি করলাম কিন্তু .. আপনি মাইন্ড খাইলে কইলাম আমিও মাইন্ড খামু)
ওয়ালাইকুমাসসালাম...!
মাফ চাই দোয়াও চাই..."ভাবি "? না...।
আমরা বন্ধুতে আপনাকে স্বাগতম মিতু ভাবী। (ট্যাগ এখানে এমন জিনিষ, একবার লাগলোতো লেগেই গেল। আপনি এখন সবার ভাবী।)
ভাবী , সালাম ।
মাসুম,
মাইর খাইস না।
কী হইছে ভাবী?
দেবর ভাবির মধুর সম্পক্ক।মারামারি করলে মাইনসে কি কইব?
হা হা হা!! ঝাঁতি জান্তে চায়।
তুই ও...!
আমি তোমারে পচাইলে তুমি ভাগার জায়গা পাইবানা।
ছি ভাবী, এভাবে বলে না।
তোমের বউ এর মোবাইল নং কিন্ত্ আছে...সব চিচিং ফাক করে দিব।
নাম্বারটা দাও তাইলে, আমিই বলি
খুক খুক। দুলাভাই, দুলাভাইরে চিনায়া দেন।
দুলাভাই........ই.ই...........................!কেমন আছেন......??
হুমমম ....... ভাবী'কে স্বাগতম জানাই
ভাবী , সালাম ।
স্বাগতম।বসেন চা খান। উপরে লোকজন ভাবি বললো, তাই বললাম।
মাইন্ড কইরেন না।তাইলে মাইন্ড করব।
ভাবী কিছু মনে কইরেন না , এই যে দুলাভাই যেমন এখন আমাদের সবার দুলাভাই তেমনি এখন আপনি সবার ভাবী । ইট হ্যাপেন্স।
দুলাভাইটা আবার কে?
সালাম ভাবী!
কারো না কারো ভাবি ত আমি অবশ্যই ,কিন্তু এখানে আমি অন্য কারও পরিচয় এ পরিচিত হতে চাইনা...আমি -ই হতে চাই আমার পরিচয়।
তাইল আপ্নে আমাগা মিতুপা ভাবী
হাহাহাহাহা...!
মজা ত...।
হাই, মিতু... আপ্নেরেও এবি'তে শুভেচ্ছা জানাই...
বেদ্দপ পোলাপানের কথায় কান দিয়েননা... আপ্নে তো আপ্নেই আমাদের মিতু'পা ভাবস্!
বুঝতেছি না এটা কি স্বাগতম নাকি ভাগতম...।নিরবাসন এ পাঠানোর মতলব সবার !
রে না। পুলাপান বেদ্দপ।আপনাকে স্বাগতম।এখানে নতুন বন্ধু পেয়ে সত্যি ভালো লাগছে।ভুল বুইঝেন না।
ধইন্যবাদ।
ভাবী হৈতে না চাইলে অসুবিধা নাই। আন্টি ডাকা যায়। স্বাগতম খালাম্মা।
সহমত... আম্রা তাইলে খালা ডাকি
টুটুল,
মজা পাইলাম...।
রোবট নানায় আন্টি ডাকলে আম্রা পুলাপানরা কি ডাকি?
@ ভাঙ্গা বড় আম্মা ডাকেন।।
বড় আম্মা



নিমএণ কইরা বন্ধুরে এই উপহার।
বুঝছি
আমি আর নাই।
ভাবিরে আর কেউ কিছু কইলে খুনাখুনি হইয়া যাবে কয়া দিলাম।
ভাবি আপনে বসেন তো .. এট্টু সুখ দুখের আলাপ করি
স্বাগতম ভাবী... দেখেন, বন্ধু হইতে আইসা কতগুলা দেবর ননদ পেয়ে গেছেন।
আপনার জন্য একটা গান...
"ভাবী যেন লাজুক লতা... ছলা কলা কিছুই জানে না..."
ইউটিউবে খুঁজলাম গানটা, পাইলাম না।
টুটুল পুলাটা বিয়ার পর কারে কি কয় জানে ঠিকমত?মাফ কইরা দেন গো....(িক ডাকমু?)
ক্যান খালা/খালাম্মা/আন্টি কি খারাপ ডাক?
সেইটাই
লোক্জনের সুবিধাবাদিতায় টাশকিত
মনে হয় টুটুল ভাইয়ের গরু হারাইছে বিয়ার পর ।
হাহাহাহাহা...।
স্বাগতম ভাবী/আন্টি/নানী/বড় আম্মা
সালামল্কি দিলাম ভাবী...ভাবীরে পাইয়া বুকে ভরসা পাইলাম...আমীন।
(সবাই ভাবী ভাবী করতাছে, আমি না করলে মানায় না, আপনাকে স্বাগতম)
আমি কি ডাকব কইয়া দেন ...
আমি বড় আম্মা ডাকতাছি, তুমিও তাই ডাকবা
স্বাগতম মিতু
স্বাগতম!
বুঝলাম আপনে ভাবী। কিন্তু ভাইটা কে তাইতো জানলাম না!
যাউগ্গা, স্বাগতম ভাবী!

হাত খু্ইলা লিখা যান। দেবরের দিকে খিয়াল রাইখেন।
সবাই ডাকতেছে, আমিই ভাবী ডাকবো ভাবলাম, কিন্তু, রোবট নানায় "আন্টি" ডাকায়, আপনে আবার ভাংগারে কইলেন "বড় আম্মা" ডাকতে।
তাইলে, কি ডাকমু? "বড় আম্মা"?
এবিতে স্বাগতম।
স্বাগতম ভাবী
মিতু, কেমন আছিস রে?
(মাইন্ড খাইয়েননা ভাবী, যাস্ট ফাইজলামি করলাম!)
ভাবী কেমন আছেন?দেখি না আপনাকে। নতুন পোষ্ট দেন।নয়া পোষ্ট পড়তে চাই।
মন্তব্য করুন