ইউজার লগইন

মাছের তেলে বেগুন ফ্রাই

গত সপ্তাহে ঢাকা গিয়েছিলাম আমরা ২বোন মামার সাথে। আমরা ২বোন এক পাশে, মামা আরেক পাশে। আমরা বিকাল ৪টার দিকে রওনা দিয়েছিলাম তাই মাগুরার কাছাকাছি থাকতেই রাত হয়ে গিয়েছিল। আমাদের পিছনে সিটে ২জন লোক বসেছিল, তাদের ভাবভঙ্গি দেখে মনে হল তাদের সামনে পিছনের ৪টা সিটও তাদের দিলে হাত রাখার জায়গার অভাব হবে। কিছুক্ষণ পরপর তারা আমাদের সিটে হাত দিচ্ছিলো। আমি সামনের দিকে ঝুকে থাকায় বুঝি নি। কিন্তু চানাচুর ওরফে মতিন জার্নি করতে পারে না, সে আধমরার মত পড়েছিল। পিছনের লোক পেয়ারা চিবাচ্ছে আর খোসা নিজের জানালা দিয়ে না ফেলে মতিনের জানালা দিয়ে ফেলছিলো। এরপর জানালা বন্ধ করে দেয়ায় লোকগুলো কোথায় খোসা ফেলবে খুজে পাচ্ছিলো না। তাই সামনের সিটের মানুষের গায়ে মারাটাই মনে করলো বুদ্ধিমানের কাজ!! প্রথমে একটু খোসা মারলে ধড়মড়িয়ে মতিন লাফিয়ে উঠলো। আমি মতিনের স্বভাব জানি তাই ভাবলাম এখানে তো তেলাপোকা আসার কথা না! ও এমনি এমনি লাফাচ্ছে! কিন্তু ও মোবাইল চাইলো, মোবাইলের আলোতে আমাকে দেখালো পেয়ারার খোসা। আমি আর মতিন বিরক্ত হয়ে নিজেদের মধ্যে ইতর বলে চুপ করে বসে থাকলাম।  আবার কিছুক্ষণ পর পেয়ারা চিবিয়ে খোসা মারলো, এবার বেশ অনেকখানি। মতিনের ওড়নায়। আমি বিরক্ত হয়ে দাড়িয়ে পিছনে তাকিয়ে দেখলাম, ২জনে মরার মত ভাব মেরে ঘুমানোর ভান ধরেছে।

 

আমি ওপাশে মামাকে বললাম। মামা না বুঝে শুধু ও বলল। মামার পাশের লোকটা কিছুটা বুঝলো সে কি একটা বলল। কিন্তু ২ বদমায়েশ তো নাদান, তারা কিচ্ছু বুঝে না! মনে একটা কষ্ট হতে লাগলো, এভাবেই না বলে কি ছেড়ে দিতে হবে এই নীচলোক গুলোকে!

 

আমাদের বাস ফেরিতে উঠলো। সবাই নেমে বাইরে চলে গেলাম, বাসের ভেতরটা অন্ধকার। আমি আর মতিন ৫মিনিট নিচে নেমেই আবার বাসে এসে দেখি পুরো বাস ফাকা, আমি মামার পাশের লোকের পানিটা নিয়ে মতিনের সিটের পিছনের সিটে ঢেলে দিলাম বেশ খানিকটা। আমাদের কাছে পানি ছিল না, ছিল জুস। তাই অন্যের পানি নিতে বাধ্য হয়েছিলাম। আর ভাবলাম, ঐ লোকগুলো যদি বলে কে পানি ফেলেছে, বলবো আমি তো আগেই বললাম কে যেন পেয়ারার খোসা মেরেছে! তাদেরই কাজ এটা! আমি নিশ্চিত! 

 

কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক! লোকগুলো এসে বসলো। যার সিট ভেজা সে বিড়ালের মত মিউমিউ করে বললো, সিটটা ভিজে গেছে! এরপর সে বাকিটা সেই ভেজা সিটে কোনরূপ ঝামেলা না করেই ঢাকা গেল।

 

 

আমি জানি ইভ টিজিং অনেক ভয়াবহ হয় সে তুলনায় এটা খুবই নগন্য টিজিং। আর সিটে পানি ফেলাটাও খুব আহামারি কাজ না। তবুও এই প্রথম আমি এ ধরনের কর্মকান্ডের বিপরীতে কিছু করেছি আর শান্তি পেয়েছি তাই ভাবলাম ঘটনাটা সবার সাথে শেয়ার করি।

 

টাইটেল সৌজন্য: টুশকি :)

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


স্বাগতম...
পেছনের পাব্লিকরে ডাইকা ধমক দেয়া উচিত ছিল ... এদের জনসম্মুখে অপমান (যদি থাকে) না করলে এদের শিক্ষা হবে না।

ধন্যবাদ আউলা...
হাত খুইলা লেইখো না... হাত দিয়াই লেইখা যাও :)

আউলা's picture


একেবারে পাসপোর্ট সাইজ ফ

টুটুল's picture


ডিভি লটারীতে আবেদনের জন্য ফটুক তুলছিলাম :)
পুরা লেটেশLaughing

আউলা's picture


হাসান রায়হান's picture


বেচারা মতিন! তয় পানি ফেলার সাথে ইভ টিজিং এর কি সম্পর্ক বুঝলাম্না।

আউলা's picture


নজরুল ভাইয়ের পরে এ ধরনের বিপ্লবী কমেন্ট তেমন দেখা যায় নি। আপনাকে ধন্যবাদ নুরা ভাইCool

টুটুল's picture


এই ব্লগে একটা নজরুল ইসলাম আছে...

আউলা's picture


আমি কবি নজরুল ভাইয়ের কতা বলছি

নজরুল ইসলাম's picture


চিন্তায় পড়ে গেছিলাম...

১০

আউলা's picture


আপনাকে স্বশ্রদ্ধ সালাম নরজুল ভাই

১১

টুটুল's picture


সামুর বিপ্লব কি এইখানেও চৈলা আইলো নাকি?

১২

আউলা's picture


এরপর থেকে এ ধরনের কমেন্ট করলে মুছে দিয়ে আপনাকে ব্লক করা হবে।

১৩

টুটুল's picture


ডর খাইলাম Frown

১৪

মুকুল's picture


শুনলাম তোমার নাকি শুভ বিবাহ সুসম্পন্ন হইছে !

১৫

শিখর দবির's picture


হায় হায়! কে সেই হতভাগা? Cool

১৬

আউলা's picture


ভাল লাগলো না আপনার কমেন্ট টা

১৭

আউলা's picture


স্যরি আপনাকে বলা হয় নি সত্যটা!

১৮

টুটুল's picture


দাওয়াত পাইলাম্না :(

১৯

আউলা's picture


আমিও দাওয়াত পাই নাই

২০

টুটুল's picture


দাওয়াতটা দিবে কে?

২১

আউলা's picture


আর কিছু কমু না এক কমেন্ট

২২

মানুষ's picture


এই পোষ্টের মাধ্যমে আমরা ফেরির প্রয়োজনিয়তা নতুন করে উপলব্ধি করলাম। আসুন বাংলার নদীতে নদীতে আমরা ব্রিজের বদলে ফেরি ব্যবহার করি।

২৩

আউলা's picture


DGM

২৪

আউলা's picture


আর কিছু কমু না এক কমেন্ট অর্ধেক আসে তো আরেক কমেন্টের রিপ্লাই দিই একজন রে পায় আরেক জন Yell

২৫

মানুষ's picture


নৃত্য না জানিলে চত্বর বক্র

২৬

আউলা's picture


এই কবিতার ২য় লাইন নাই

২৭

ছায়ার আলো's picture


Yell

২৮

আউলা's picture


ওই মিয়া কমেন্ট ফাকা কেন!

২৯

মেসবাহ য়াযাদ's picture


বইনরে, লেকতে সমুস্যা অয়... দোয়া কৈরো...

তোমগো পিছনের বেডাগোরে ডিস্টাব করনের লাইগা

তোমগোরে মাইনাস...

৩০

আউলা's picture


আমি বাংলা না লেখা অর্ধেক এবং একজনের কমেন্ট রিপ্লাই আরেকজনের টায় চলে যাবার স্বীকার!

৩১

মাসরুর's picture


কমেন্ট টেস্টিং!

৩২

আউলা's picture


বেচারা ছাগলধরনের!

৩৩

ঘোলাপানি's picture


দিল খুশ হইয়া গেল লেখাটা পইরা...পানি সিট এ না ঢাইলা গায়ে ঢাল্লে দিল নাচিয়া উঠতো...

টুটুল ভাই এর ফটুক মারাত্বক আসছে...

৩৪

আউলা's picture


সবসময় দির নাচানো কাজ করা সম্ভব হয় না। জীবনের প্রথম পদক্ষেপ এধরনের!

৩৫

আউলা's picture


টুটুল ভাইকে পিছনে ফেলাতে একটি বাড়তি কমেন্ট ;)

৩৬

তানবীরা's picture


আমি বাসে এর চেয়েও মারাত্বক অসভ্যতা আর তার প্রতিকার দেখেছি একবার। কিন্তু মানুষ কেনো যেনো ভুলে যায় ভালো হতে পয়সা লাগে না

৩৭

বিষাক্ত মানুষ's picture


আসলেই ... খুলনার পাব্লিকগুলা এমন হয় ক্যান !
আনসোশ্যাল :|

৩৮

নরাধম's picture


স্যালুট কমরেড! ঝাঁসির রানীর মত কাজ করেছেন। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.