আমরাবন্ধু এর সাথে যুক্ত হলাম
পৃথিবীব্যাপি তথ্য প্রযুক্তি'র প্রসারের সাথে সাথে প্রসারিত হচ্ছে ভার্চুয়াল কমিউনিটি। ফেসবুক টুইটারের মত সামাজিক নেটওয়ার্কের পাশাপাশি ব্লগিং ও হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। বাংলা ভাষাভাষি কমিউনিটি ও বেশ এগিয়ে রয়েছে ব্লগিং এর ক্ষেত্রে। আর বাংলা ব্লগিং এর নতুন সংযোজন 'আমরাবন্ধু'।
ফেসবুক, সামহোয়্যার ইন ব্লগ, আমার ব্লগ এসবের সাথে যোগাযোগ অনেকদিনের, কিন্তু জানা ছিলনা আমরা বন্ধু এর কথা। ফেব্রুয়ারী ছয় তারিখে ফেসবুকে আমার এক বন্ধুর প্রোফাইলে আমরা বন্ধু এর পিকনিকের কিছু ছবি দেখি এবং দেখতে পাই আমার অনেক সহব্লগার (সামহোয়্যানইন এর) সে পিকনিকে হাজির ছিল।
এরপর ফেসবুকে আমরা বন্ধু এর একটি পোস্টের লিংক দেখি আমার এক বন্ধুর স্টাটাসে। ক্লিক করেই চলে এ আসি পোস্টটিতে। ভালো লেগে যায় ব্লগ সাইটটি। রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখি সংরক্ষিত এবং তখনই নীতিমালায় চোখ বুলাই, নীতিমালাগুলি ও ভালো লেগে যায়। সাথে সাথে আমরা বন্ধু এর সদস্য হতে মেইল করি।
এরপর কথা হয় সামহোয়্যারইন ও আমার ব্লগের সহব্লগার 'বৃত্তবন্দি' এর সাথে। কথা হয় সহব্রগার জেবিনের সাথে। প্রতিদিনই মেইল চেক করে দেখি আমরা বন্ধু কোন মেইল করল কিনা। অফিসে ব্যস্ত থাকায় আজ গতকাল দিনের বেলা মেইল চেক করা হয়নি। এখন মেইল চেক করে দেখি আমরা বন্ধু কর্তৃপক্ষ সকাল ১১ টায় আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে মেইল পাঠিয়েছে।
আমরাবন্ধুডটকম এ বন্ধু হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি আমরা বন্ধু কর্তৃপক্ষকে। আর সেই সাথে কৃতজ্ঞতা জেবিন ও বৃত্তবন্দির প্রতি, তাদের কাছেই আমরাবন্ধু সম্পর্কে প্রথম জানতে পারি এজন্য।
আশা করছি আমরাবন্ধুর নীতিমালা মেনে সকল বন্ধুদের সাথে সু-শৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারব।
স্বাগুটুম ভাই
ধন্যবাদ, আড্ডাবাজ। এখানে তোমাদের দেখে খুব বেশী ভালো লাগছে।
স্বাগতম দূর্ভাষী! খুশি হলাম আপনাকে দেখে। অপরাজিতাকেও চাই শিগগির!
ধন্যবাদ আপু। অপরাজিতাকে ও খুব শীঘ্র পাবেন আশা রাখি। সামুতে আপনাকে খুব বেশী মিস করি।
স্বাগতম!
ধন্যবাদ
স্বাগতম...
ধন্যবাদ
স্বাগতম
ধন্যবাদ
স্বাগতম
ধন্যবাদ
আপনার নিকটা জটিল। আমাকে সাংসদ ডিকশানারী পর্যন্ত যেতে হয়েছে অর্থ বুঝতে।
এর মানে কি দুরের ভাষা নাকি দুর্বোধ্য ভাষা?
মানে যাই হোক আপনাকে সুস্বাগতম
আমি যতদুর জানি 'দূর্ভাষী' অর্থ দূর্ভেদ্য যার ভাষা।
আপনাকে কষ্ট দেয়ার জন্য আন্তরিক ভাবে দু:খিত, তবে এটা সত্যিই আমার নিক নেম।
স্বাগতম সু-স্বাগতম।
ধন্যবাদ
আরে দূর্ভাষী যে...
কিরম আছেন?
আম্রাব্ন্ধু কর্তৃপক্ষরে মাইর দেয়া দর্কার
বন্ধুপ্রতিম মানুষগুলোকে ঢুকতে দেয়না ঠিক মত... আবার দড়জাও বন্ধ কৈরা রাখছে...
আম্রাবন্ধু কর্তৃপক্ষকে ধন্যবাদ এই পদ্ধতির জন্য, এতে ছাগু মুক্ত ব্লগিং সম্ভব হচ্ছে।
টুটুল ভাইকে ও ধন্যবাদ।
স্বাগতম । আপনি মনে হয় পুরানা ব্লগার , তাই আমি চিনতে পারছিনা।
ধন্যবাদ, সামুতে অনেক পুরানা ব্লগার কিন্তু এখানে নতুন
হেলু ভাইডি... কিরামাছেন??? আম্রা দুস্ত ব্লগে সাগুটম
আছি ভালা, ধন্যবাদ
....স্বাগতম আমরা বন্ধুতে....
আচ্ছা, দূর্ভাষী মানে কি? দূর থেইকা ভাষন, নাকি দুষ্টু ভাষী?
ধন্যবাদ, দূর্ভাষী মানে দূর থেকে ভাষন বা দুষ্ট ভাষী কোনটাই নয়। তবে আ যতদূর জানি দূর্ভাষী অর্থ দূর্ভেদ্য যার ভাষা
বিলম্বিত স্বাগতম ভাইয়া।

ধন্যবাদ মুক্ত বয়ান
স্বাগতম...
মন্তব্য করুন