obosthar poriborton chai...
ajke prothom haate khori. bhabchi amar kichu obhiggota diyei shuru kori. ami ekta shorkari hashpatale training kori aj onek bochor holo. eikhane eshe onek kichu shikhechi. bangladesh er shob cheye boro shorkari hashpatal, jekhane gorib theke gorib toro lokjoner anagona. shara desh theke eikhane protidin shoye shoye rugi ashe, tader koto na kotha, koto koshto, koto itihash. ek ek ta rugir piche ek ek ta kahini. amra kokhono tader chikitsha korte shofol hoyechi, kokhono na. kokhono tader gaali kheyechi, kokhono abar tader salam mon chuye geche. keu hashte hashte bari fire geche, kokhono ba ta hoyni. bichitro prithibir bichitro shob manush. amra amader shaddho moto cheshta korechi chikitsha dite,koto chutir dine duty korechi, koto raat jege thekechi. amader aj eid, puja,borodin bole kichu nai. nai din othoba raat. jokhon daak pore chute jete hoy.kheye hok, na kheye hok.shudhu dukhkho ektai. amader desher manush keno jeno dactar der onek bhul bujhe. ekta dactar je ekta desher prothom srenir nagorik, jara tader jiboner ekta bishaal odhdhay shudhu shikkhar piche bay koreche etao tara bhule jay. prapto shomman tuku keno kere nite hoy ?
Uthshorgo: Masum bhai. jar kothay ei post likhlam
মাসুম ভাই এর কাজ হলো এখন এটাকে বাংলায় লিখে দেয়া।ইংরেজী লেইখেন না গো আফা।বাংলায় লেখেন।
জয়ি, মনে করতেছে বাংলা টাইপিং ভুইলা যাই... কত্তো চিটার থুক্কু টিচারের দেখা মিলতো! ...
নাগো আফা। সেই কপাল কি আর আমার আছে? তা তো নিজের চোক্ষেই দেখ। সেদিন বৃ্ষ্টিতে বিমাও গান শোনালো না।
আপনার গল্পগুলো হৃদয়স্পর্শী হবে আশা করি। হাত খুলপ লিখে যান। আর একটা কথা বাংলা টাইপিং কিন্তু খুবই সোজা। আমার মত পরম অধৈর্য মানুষও বাংলা টাইপিং শিখে ফেলেছে। আপনাকে অনুরোধ করব বাংলায় ব্লগিং করার।
মাসুম বহাি.।াপনে কৈ
জি, ঢোননোবাড .ামি ছেশটা করছি.কিনটু েিরকম াসছে কেন?
খাইছে, এইটা কি হইলো?
দুলাভাই আপনারে সবাই খুঁজে আপনে কৈ আছিলেন ?
এইতো হচ্ছে ..... আমরা আছি নো চিন্তা একবার না পারিলে দেখ শতবার।
আমি তো অ আ লিখতে পারতাম না । ব্লগে লেখালেখি করে এখন ইংরেজির চাইতে বাংলায় দ্রুত লিখতে পারি
বিমা, তারে শিখাইয়া দেও। আমারে উৎস্বর্গ করা পোস্ট বিফলে যেতে দেয়া হবে না।
কামেল শালা দুলাভাই থাক্তে ফারজানারে বাংলা টাইপ শিখাইতে পারছে না?
আমি তো শেখানোর জন্য অস্থির হইয়া আছি , কিন্তু পুস্ট যে আপনারে উৎ-স্বর্গ করলো এখন হাউ ইজ হোয়াট (কেমনে কি!)!
তুমি মিযা পিছাইয়া আছো। দুলাভাই এর উৎসাহে পোষ্ট দিছে । বুঝছ?তুমি গলায় কলসি বাইন্ধা ডুব দেও।
সম্পর্কে খালি দুলাভাই হয় এজন্য কিছু কই না, তারমানে এই না যে সব সময়ই ছাইড়া দিমু ।
বিমা লাইনের পিছনে দেখ, আরো লোকজন কিন্তু লাইন দিছে। তুমি মিয়া বিফলে যাইবা।
আমি দেশে একজন ব্লগার বাড়াইলাম। সবার উচিত আমারে থেংকু দেয়া। তা না দিয়া উল্টা পাল্টা উসকায় জয়িতা।
উস্কাইলাম কই?আমি বিমারে ভালো কথা কইলাম। দুলাভাই হয়ে শালার দিকে নজর দেন না খালি নিজের কথা ভাবেন। এটা কি ঠিক?তাই বললাম আর কি।
লেকার টপিকে কমেন্ট পরে করুম।
আপাতত পছন্দ কর্লাম।
মিছা কথা । পোস্ট ১ জন পছন্দ করছে এবং সেইটা হইলাম আমি ।
খাইছে।একি দেখলাম?কারে দেখলাম?রাইতে ভুত দেখছি না তো!
ডাক্তারদের এই অসম্মান হয়তো প্রাপ্য না, কিন্তু এই বর্তমান অবস্থার জন্য ডাক্তাররাও (অবশ্যই সবাই না) অনেকাংশে দায়ী বলে আমি মনে করি
টিনী টো ামারে রাসটা ডেকহািলো ..াললাহ .কি সব াসটেছে
সবার জ্ঞাতার্থে আমি তরজমা কইরা দেই -
তিনি তো আমারে রাস্তা দেখাইলো .... আল্লাহ কি সব আসতাছে !
আপনে ক্যামনে বুঝলেন?? আপনেরে কি আলাদা কইরা কইছে নাকি??

তরজমা না করলে এইটা বুঝার ক্ষমতা আমার আছিলো না
সংসপ্তক নাটকের একটা ডায়ালগ মনে পড়লো, ইংরেজ, হুরমতিকে বলছে, "হুড়মাট, হুড়মাট, যল্ডি আইশো, গাড়ি ছুচিয়া যাইতেছে"!!
চেষ্টা কর, আস্তে আস্তে হয়ে যাবে, নীচে বৃত্তবন্দী লিঙ্ক দিছে ব্যবহার কর... আর নানান কাহিনীতে ভরিয়ে তোল নিজের পাতা, আম্রাও পড়ি...
আমিও তর্জমা ছাড়া বুঝতাম না!!!
অভ্র দিয়ে লেখেন আফা । অভ্র যে কেউ ফারে
obothar poribortoon chai>>>লেখা বাংলায় দেখবার চাই
Thanks to all the docs for saving we the mass.......

আপনার বাংলা লেখা তো চমৎকার ......
মোবাইলে ম্যাসেজ় পড়ছিলাম মনে হলো।
মাছুম ভাই আর বিমা সাহেব তাড়াতাড়ি বাংলা টাইপ শিখান।আর না পারলে লাইন ছাড়েন।।আমরা ট্রাই করে দেখি.।
এইটা এই বছরের সেরা পোস্ট হইছে। ইভেন উদারাজির পাঙাসের পেটির থিকা ভালো লাগছে।
মাঝি,
বিমা ও মাসুম ভাই ফেইল খাইলে আমারে আওয়াজ দিও।
আমি তে ফেইল মারি নাই্। ফেইল মারছে বিমা। আমার কাজ আমি করছি। তারে ব্লগে আনছি। এখন আপনারা জিমে যা্ওয়া শুরু করেন।
শিখতে চায় টাইপিং।।জিমে যামু কেন?
বিমা আর রায়হান ভাইরে জিগান
এই দুইজন মনে হয় অলরেডি জিমে চইলাই গেছে্
বিমা ভাই... রায়হান ভাই....
আপনেরা কুতাই???
জিম-এ ক্যানু যাইতে হইবেক?? ক্যানু ক্যানু ক্যানু??????
জিমে গিয়া ব্যায়াম বাদ দিয়ে হেসে গড়াগড়ি খাচ্ছেন কেন???
আগে কন আপনের হাইট কয় ফুট?
৫ ফুট ৮। কেন??????
বাদ। রিকোয়ারমেন্ট এট লিস্ট ৬ ফুট।
আচ্ছা জিমে গেলে ৪ ইঞ্চি বাড়বো???
বিমা টানা একবছর জিমে গিয়া ঝুলাঝুলি কৈরা এক ইঞ্চিও বাড়াইতে না পাইরা ক্ষ্যামা দিছে।
কুশ্নেন তো আরো আছে। হাইটে তো বাদ পড়ছেন। এখন কন নৌকা চালাইতে পারেন?
আমি মাঝি হইতে চাই না.।মাফ করেন।সদর ঘাটে যান এই টাইপের ম্যালা লোক পাবেন।
মাঝি নাম এই জন্মে ঘুচবে না ওর...
আজকে প্রথম হাতে খড়ি। ভাবছি আমার কিছু অভিজ্ঞতা দিয়েই শুরু করি। আমি একটা সরকারী হাসপাতালে ট্রেইনিং করি আজ অনেক বছর হলো। এইখানে এসে অনেক কিছু শিখেছি বাংলাদেশ এর সব চেয়ে বড় সরকারী হাসপাতাল , যেখানে গরিব থেকে গরিব তর লোকজনের আনাগোনা . সারা দেশ থেকে এইখানে প্রতিদিন সয়ে সয়ে রুগী আসে , তাদের কত না কথা , কত কষ্ট , কত ইতিহাস . এক এক টা রুগীর পিছে এক এক টা কাহিনী । আমরা কখনো তাদের চিকিত্সা করতে সফল হয়েছি , কখনো না . কখনো তাদের গালি খেয়েছি , কখনো আবার তাদের সালাম মন ছুয়ে গেছে ।কেউ হাসতে hashহাসতেte bari fire geche, kokhono ba ta hoyni. bichitro prithibir bichitro shob manush. amra amader shaddho moto cheshta korechi chikitsha dite,koto chutir dine duty korechi, koto raat jege thekechi. amader aj eid, puja,borodin bole kichu nai. nai din othoba raat. jokhon daak pore chute jete hoy.kheye hok, na kheye hok.shudhu dukhkho ektai. amader desher manush keno jeno dactar der onek bhul bujhe. ekta dactar je ekta desher prothom srenir nagorik, jara tader jiboner ekta bishaal odhdhay shudhu shikkhar piche bay koreche etao tara bhule jay. prapto shomman tuku keno kere nite hoy ?
সৌজন্যে : httpansl
আমি ফারজানাকে হেল্প করার জন্য লিঙ্ক দিলাম কিন্তু দেখাচ্ছে না কেন!
http://www.google.com/transliterate/
যেমনে ইংরেজীতে টাইপ করছেন, তেমনে করে ফোনেটিকে লেখেন... তাইলেই তো আর অসুবিধা থাকে না। আর, চিন্তা নিয়েন না। শ্যালক-দুলাভাই যখন দায়িত্ব নিছেনই... তখন আপনার বিফল হবার কোন সম্ভাবনা নাই...
দ্রুত বাংলা লেখা শিখে ফেলুন। শুভ কামনা।
আর, ডাক্তারদের ব্যাপারে আমার নিজস্ব মতামত আছে। সেটার বিষয়ে পরে আলোচনা করবো।
মাসুম ভাইরে উৎসর্গ করছে পোস্ট, তর্জমা কৈরা দেয় বিমায়। ঘটনা কী ? খেলুম না কৈলাম। এবির বাংলা জানা বেকার আবিয়াইত্যা পোলাপাইনগুলান কৈ গেলো...? কামের সময় একটারেও পাওন যায় না ক্যান...?
আপনারে কেউ খেলায় ডাকছে?
:devil:
যাউক... ফারজানারে বাংলা শেখানোর অনেক লোক আছে..
ব্লগাররাইতো ব্লগারকে হেল্পাইবে.. দেইখা ভালা লাগলো...
এই পোস্টে সাইফ তাহসানরে মিস্করি
সাইফ তাহসান কী করে?
সাইফ তাহসিন এবির ব্লগার... ফারজানার দোস্ত..
ডাক্তাররা মানুষ ভালা না(আমি ইঞ্জেকশন ভয় পাই
)
আর কেঐ যখন পার্লো না তখন আমিই হাতে ধৈরা বাংলা লেখা শিখাইতে রাজি আছি...
ফার্জানাপা, পৈলা এই লিংক থিকা অভ্র ডাউনলোড করেন,
http://dw.com.com/redir?edId=3&siteId=4&oId=3000-6675_4-10517967&ontId=6675_4&spi=1f1cc407b9d3109d3d27668c773542bc&lop=link&tag=tdw_dltext<ype=dl_dl...
সের্পর অভ্রটারে ইন্স্টল করেন।
এই দুইডা কাজ কম্প্লিটৈলে আবাজ দিয়েন বাকিটা শিখানি শুরু কর্মু
ফারজানা!!!!! সুইট ফারজানার সুইট পোস্টে ডাবল প্লাস
ঢোঁননোবাদ সবাইকে
াললাহর রহমত সাইফ নাই, ঠাকলে ামাকে পোচায় শেষ করটো
নিচের লিংক টা ক্লিক করো। সেখানে কোন অক্ষর দিয়ে কীভাবে লিখতে হবে সব বলে দেয়া আছে। কয়েকবার দেখলেই শিখে ফেলবে।
http://www.somewhereinblog.net/banglawriting
এইটার একটা কপি রাখলাম এইখানে

আললাহ আপনাদের বাচায় রাখুন।রায়হান ভাই কে ইসপিশাল থ্যাংকু আর টুটুল ভাই কে একটা কোক খাওয়ামু.।
আর আমি যে পোস্ট দিতে ডাইকা আনলাম?
আপনে তো গুরু । আপনের জন্য এক ঝুড়ি বেলি ফুল
এত ফুল থাকতে বেলি ফুল কেনো ?
স্বাগতম
এইতো বাংলা শিখে গেছেন। সারাদিন বিদেশী ভাষার কচকচির পর একটু বাংলা না বলতে পারলে ভালো লাগে।
মন্তব্য করুন