ফেসবুক নাই ....
ফেসবুক নাই ....
সারাদিন পর একটু ফেসবুক এ ঢুকতাম, নোটিফিকেশন চেক করতাম, ছবি তে কমেনট করতাম, যাদের সংগে দেখা হইতোনা, কথা হইতোনা তাদের সংশপরশে থাকতাম। কার জানি আমাদের ভালো সহ্য হইলোনা...ফেসবুক থেইকা আমরাবন্ধুর কত নতুন বন্ধু হইছে.. ফেসবুকরে তাই একটা ছোট সালাম.
কি ারাজকতার দেশ রে বাবা... বাক সাধীনতা নাই, লিখার সাধীনতা নাই, এখন দেখার এবং টাইপ করার ও সাধীনতা নাই। শুনলাম কোন এক হসতিনীর ছবির উপরে কার নাকি মসতক দেখা গিয়াছে বিধায় এই আইন। তাইলে তো বলি আমাদের চিনতা ভাবনার উপর ও আইন হয়ে যাক। কে , কখন , কি না কি াশলিশ ছি:নতা করবে তাতে গুরুজন দের মানহানি হপে. কি বলেন জনগন?
কয়দিন পর ব্লগ গুলা বন্ধ করে দেয়া হবে, সচলায়তন একবার ব্লক করা হইছিলও।
সাঈদ ভাই, আমার মনে হয় ব্লগ গুলোর উপরও হামলা হবে। কারন অভ্র দিয়ে লিখা হয় তো? কাগু হাসিতেছেন, হয়তো বলছেন - আমারে চিনস নাই!!!!
হুমমমম। সবসময় দেশের হর্তকর্তদের চেহারা চিন্তা কইরা ছালাম দিবেন। পূজা করবেন। মনে মনেও গালি দিয়েন না। তাইলে দেখা যাবে চিন্তার উপর আইন জারি হবে। চিন্তা করা বন্ধ করে দিবে।
এই দেশে থাকুম না, যামু গা। খুদাপেজ। এফ বি না ঢুকতে পারলে এই দেশে কেন থাকপো?
হিহিহি
আপনে হাসতাছেন !!!
হুমম
কেমন আছ কবিপা?শান্তিতে এক্টু আড্ডাইতে পারতাছি না।
কেন ? কি হইলো ?? http://www.amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/shock.png
ইমোর বদলে এইটা কি আসলো !!
ঠিক কইছেন।কঠিন সহমত।
এই জন্য কই রিয়েল আড্ডা বেশি করে মারুন
ভার্চুয়ালের বিশ্বাস নাই
ফেসবুক ভালো না। অতি ব্যবহারে ঘুম পায়!!!
জয় ডিজি-টাল (ডিগবাজী খাইয়া টাল) বাংলাদেশ...
আজিব দেশ!!!!!!!!!বিড়ালের সাথে রাগ করে মাটিতে ভাত খাচ্ছে...।আশা করি সরকারের খুব শীঘ্রই শুভবুদ্ধির উদয় হবে।
আপনার এ কথাটা ভাল লাগিল - টাইপ করার ও সাধীনতা নাই! কাগুরা থাকলে এমনই হইবেক!
বিকল্প ফেসবুকের ইনভাইটেশন পাচ্ছি আজকাল, জয়েন করবো কি না বুঝতে পারছি না
ফেসবুক বাসী দের আমার ছোট একটা গিফ্ট...
লিখুন বাংলায় স্ট্যাটাস (Write Bangla Status) ...
http://apps.facebook.com/banglafbstatus/
এই এপ্লিকেশান টি দিয়ে বাংলায় ফেসবুক স্ট্যাটাস লিখুন কোন সফ্টওয়ার এর সাহায্য ছারা....
মন্তব্য করুন