একটি কবিতার প্রসব যন্ত্রণা
আমি একটি কবিতা লিখবো বলে ঠিক করেছি…
মনে মনে কথাগুলো ঠিক করা আছে,
ছন্দ গুলোও গোছানো রযেছে,
অথচ লিখতে পারছিনা,
শাদা কাগজের বুকে অক্ষর সাজাতে পারছিনা,
একটি কবিতার প্রসব যন্ত্রণায় বড় বেশী অস্থির আমি…।
একটি সুন্দর কবিতার বড় দরকার আমার
নিজের সন্তানের মতো প্রিয় একটি কবিতা ।
ধার করা কিংবা চয়ন করা নয়,
নিজের কলমে জম্ম নেয়া একটি সদ্যজাত কবিতা।
কারন আমি আমার প্রিয় নারীকে কথা দিয়েছি,
রাত ভোর হওয়ার আগেই
আমি তার জন্য একটি কবিতা লিখবো…।
স্বাগতম আমরা বন্ধুতে
কবিতা কখন লিখবেন?
অমি, আমিতো কবিতা লিখতে পারিনা ভাই...।
হেই ঈশান, কবিতাও লেখেন, জানতামনা। সুস্বাগতম।
রশীদা,এটা কবিতা লেখার একটি ব্যর্থ চেষ্টা মাত্র।
ঈশানের কাছে গল্প চাই
সিরাজী, অবশেষে গল্পতো একটা লিখলাম (ইরা,অসি এবং ভালোবাসা), কিন্তু...আপনারতো এখনো পড়ার সময় হলো না !
কবিতা তো দারুণ বটেই, আপনার প্রোফাইলে নিজের সম্পর্কে যা লিখেছেন তাও দারুণ!
ঈশান ভাই, এবি'তে স্বাগতম। পথচলা আনন্দময় হোক। ভালো থাকবেন।
'কবিতা' ভালো লেগেছে জেনে ভালো লাগলো মীর।ধন্যবাদ।
কথা দেয়া হয় শুধুমাত্রই কথা না রাখার জন্য।
স্বাগতম
তানবীরা, আপনার মন্তব্য হয়তো 'সঠিক'।
স্বাগতম
অনেক ধন্যবাদ টুটুল।
বন্ধুব্লগে স্বাগতম। প্রসবিত কবিতার অপেক্ষায়
ধন্যবাদ নীড়সন্ধানী।
হঠাৎ করেই ‘ই-মেইল’টা পেলাম।আমাকে ‘আমরা বন্ধু’ ব্লগে সদস্যভুক্ত করা হয়েছে…।কিছুটা অবাক হলাম,এতো তাড়াতাড়ি অন্তর্ভুক্ত হতে পারবো ভাবিনি,কারণ…জানতাম এখানে বিলম্ব হয়…।যাই হোক,আমাকে অন্তত বেশীদিন অপেক্ষার প্রহর গুনতে হয়নি এজন্যে কর্তৃপক্ষকে ধন্যবাদ।সদস্য হওয়ার আনন্দে হাতের কাছে একটি কবিতা ছিল,ওটা পোস্ট করে দিলাম।কিন্তু প্রকাশ হওয়ার পর ‘আক্কেলগুড়ুম’-এটাতো অন্যএকটা ব্লগে কিছুদিন আগে দেয়া হয়েছে…।সঙ্গে সঙ্গে আবার মুছে দিলাম….।কিন্তু ততোক্ষণে তিনজন ব্লগার লেখাটি পড়ে ফেলেছে এবং একজন কমেন্টও করেছে…।আমি যার পর নাই বিব্রত হলাম।অত:পর…এ কবিতাটি পোস্ট-এ দিয়ে পিসি ছেড়ে উঠতে না উঠতেই মোবাইলে কল…।বন্ধু মেসবাহ য়াযাদ।‘কি ব্যাপার ঈশান! আপনি একটা লেখা পোস্টে দিয়ে আবার মুছে ফেলেছেন’-ওনার কন্ঠে স্পষ্ট অনুযোগ।আমি বিব্রত কন্ঠে ব্যাপারটির ব্যাখ্যা দিলাম।‘আমাকে ব্লগের ওরা ফোন করে বিষয়টা জানিয়েছে…’।–মেসবাহ বললেন।আমি ওনাকে জানালাম যে ব্লগের সদস্য হতে গিয়ে রেফারেন্স হিসেবে আমি ওনার নামটি ব্যবহার করেছি,সে জন্যই হয়তো ওনাকে ফোন দেয়া হয়েছে…।
বন্ধুরা,ব্যাপারটা আমি সবার সঙ্গে শেয়ার করলাম এজন্য যে, আমার অনাকাঙ্খিত একটি কান্ডের জন্য টেলিফোন করায় আমি কিছুটা বিব্রত হলেও কর্তৃপক্ষের দায়িত্বশীলতার পরিচয় পেয়ে সত্যি যার পর নাই মুগ্ধ।ব্লগাররা হয়তো কর্তৃপক্ষের কাছে এধরণের সচেতনতাই প্রত্যাশা করে…।
ব্লগে আমার প্রথম লেখা এ কবিতাটি পড়ে যারা মন্তব্য করেছেন,যারা মন্তব্য করেননি কিন্তু পড়েছেন,সব বন্ধুকে ধন্যবাদ।
আপ্নেও মেজবাহ ভাইয়ের বন্ধু?
মেসবাহ য়াযাদের সংগে অমার চেনা-জানা,পরিচয়,বন্ধুত্ব প্রায় বিশবছরের...।
এবিতে স্বাগতম।
অনেক ধন্যবাদ শওকত মাসুম।
স্বাগতম।
ধন্যবাদ তোমাকে উদরাজী।
শেষ পর্যন্ত নিরাপদে প্রসব করতে পেরেছিলে তো।
মন্তব্য করুন