ইউজার লগইন

একটি কবিতার প্রসব যন্ত্রণা

আমি একটি কবিতা লিখবো বলে ঠিক করেছি…
মনে মনে কথাগুলো ঠিক করা আছে,
ছন্দ গুলোও গোছানো রযেছে,
অথচ লিখতে পারছিনা,
শাদা কাগজের বুকে অক্ষর সাজাতে পারছিনা,
একটি কবিতার প্রসব যন্ত্রণায় বড় বেশী অস্থির আমি…।
একটি সুন্দর কবিতার বড় দরকার আমার
নিজের সন্তানের মতো প্রিয় একটি কবিতা ।
ধার করা কিংবা চয়ন করা নয়,
নিজের কলমে জম্ম নেয়া একটি সদ্যজাত কবিতা।
কারন আমি আমার প্রিয় নারীকে কথা দিয়েছি,
রাত ভোর হওয়ার আগেই
আমি তার জন্য একটি কবিতা লিখবো…।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

অমি's picture


স্বাগতম আমরা বন্ধুতে

কবিতা কখন লিখবেন? Wink

ঈশান মাহমুদ's picture


অমি, আমিতো কবিতা লিখতে পারিনা ভাই...।

রশীদা আফরোজ's picture


হেই ঈশান, কবিতাও লেখেন, জানতামনা। সুস্বাগতম।

ঈশান মাহমুদ's picture


রশীদা,এটা কবিতা লেখার একটি ব্যর্থ চেষ্টা মাত্র।

মাইনুল এইচ সিরাজী's picture


ঈশানের কাছে গল্প চাই

ঈশান মাহমুদ's picture


সিরাজী, অবশেষে গল্পতো একটা লিখলাম (ইরা,অসি এবং ভালোবাসা), কিন্তু...আপনারতো এখনো পড়ার সময় হলো না !

মীর's picture


কবিতা তো দারুণ বটেই, আপনার প্রোফাইলে নিজের সম্পর্কে যা লিখেছেন তাও দারুণ!

ঈশান ভাই, এবি'তে স্বাগতম। পথচলা আনন্দময় হোক। ভালো থাকবেন।

ঈশান মাহমুদ's picture


'কবিতা' ভালো লেগেছে জেনে ভালো লাগলো মীর।ধন্যবাদ।

তানবীরা's picture


কথা দেয়া হয় শুধুমাত্রই কথা না রাখার জন্য। Sad

স্বাগতম Party

১০

ঈশান মাহমুদ's picture


তানবীরা, আপনার মন্তব্য হয়তো 'সঠিক'।

১১

টুটুল's picture


স্বাগতম Smile

১২

ঈশান মাহমুদ's picture


অনেক ধন্যবাদ টুটুল।

১৩

নীড় সন্ধানী's picture


বন্ধুব্লগে স্বাগতম। প্রসবিত কবিতার অপেক্ষায় Glasses

১৪

ঈশান মাহমুদ's picture


ধন্যবাদ নীড়সন্ধানী।

১৫

ঈশান মাহমুদ's picture


হঠাৎ করেই ‘ই-মেইল’টা পেলাম।আমাকে ‘আমরা বন্ধু’ ব্লগে সদস্যভুক্ত করা হয়েছে…।কিছুটা অবাক হলাম,এতো তাড়াতাড়ি অন্তর্ভুক্ত হতে পারবো ভাবিনি,কারণ…জানতাম এখানে বিলম্ব হয়…।যাই হোক,আমাকে অন্তত বেশীদিন অপেক্ষার প্রহর গুনতে হয়নি এজন্যে কর্তৃপক্ষকে ধন্যবাদ।সদস্য হওয়ার আনন্দে হাতের কাছে একটি কবিতা ছিল,ওটা পোস্ট করে দিলাম।কিন্তু প্রকাশ হওয়ার পর ‘আক্কেলগুড়ুম’-এটাতো অন্যএকটা ব্লগে কিছুদিন আগে দেয়া হয়েছে…।সঙ্গে সঙ্গে আবার মুছে দিলাম….।কিন্তু ততোক্ষণে তিনজন ব্লগার লেখাটি পড়ে ফেলেছে এবং একজন কমেন্টও করেছে…।আমি যার পর নাই বিব্রত হলাম।অত:পর…এ কবিতাটি পোস্ট-এ দিয়ে পিসি ছেড়ে উঠতে না উঠতেই মোবাইলে কল…।বন্ধু মেসবাহ য়াযাদ।‘কি ব্যাপার ঈশান! আপনি একটা লেখা পোস্টে দিয়ে আবার মুছে ফেলেছেন’-ওনার কন্ঠে স্পষ্ট অনুযোগ।আমি বিব্রত কন্ঠে ব্যাপারটির ব্যাখ্যা দিলাম।‘আমাকে ব্লগের ওরা ফোন করে বিষয়টা জানিয়েছে…’।–মেসবাহ বললেন।আমি ওনাকে জানালাম যে ব্লগের সদস্য হতে গিয়ে রেফারেন্স হিসেবে আমি ওনার নামটি ব্যবহার করেছি,সে জন্যই হয়তো ওনাকে ফোন দেয়া হয়েছে…।
বন্ধুরা,ব্যাপারটা আমি সবার সঙ্গে শেয়ার করলাম এজন্য যে, আমার অনাকাঙ্খিত একটি কান্ডের জন্য টেলিফোন করায় আমি কিছুটা বিব্রত হলেও কর্তৃপক্ষের দায়িত্বশীলতার পরিচয় পেয়ে সত্যি যার পর নাই মুগ্ধ।ব্লগাররা হয়তো কর্তৃপক্ষের কাছে এধরণের সচেতনতাই প্রত্যাশা করে…।
ব্লগে আমার প্রথম লেখা এ কবিতাটি পড়ে যারা মন্তব্য করেছেন,যারা মন্তব্য করেননি কিন্তু পড়েছেন,সব বন্ধুকে ধন্যবাদ।

১৬

তানবীরা's picture


আপ্নেও মেজবাহ ভাইয়ের বন্ধু? Glasses

১৭

ঈশান মাহমুদ's picture


মেসবাহ য়াযাদের সংগে অমার চেনা-জানা,পরিচয়,বন্ধুত্ব প্রায় বিশবছরের...।

১৮

শওকত মাসুম's picture


এবিতে স্বাগতম।

১৯

ঈশান মাহমুদ's picture


অনেক ধন্যবাদ শওকত মাসুম।

২০

সাহাদাত উদরাজী's picture


স্বাগতম।

২১

ঈশান মাহমুদ's picture


ধন্যবাদ তোমাকে উদরাজী।

২২

মমিনুল ইসলাম লিটন's picture


শেষ পর্যন্ত নিরাপদে প্রসব করতে পেরেছিলে তো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ঈশান মাহমুদ's picture

নিজের সম্পর্কে

স্বপ্নচারী মানুষ আমি,স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।জীবনের রূঢ় বাস্তবতার সঙ্গে সম্পর্ক কম,তাই পদে পদে হোঁচট খাই…।
একমাত্র মেয়ের প্রিয় বাবা, কিন্তু….স্ত্রীর(তিনিও একমাত্র) কাছে আদর্শ স্বামী হতে পারিনি…।আমাকে দিয়ে এজনমে কিচ্ছু হবেনা…এটা তার বদ্ধমূল ধারণা।তাই তিনি অধীর আগ্রহে পরজনমের অপেক্ষা করছেন।তবে মুখে যতই ‘অনলবর্ষী’হোন না কেন,আমার মত’ অপদার্থ’র জন্য ভেতরে ভেতরে তিনি যে প্রবল ভালোবাসা ধারণ করেন,সেটা আমি প্রতি পলে পলে টের পাই…।এজন্য তার প্রতি আমার কৃতজ্ঞতার সীমা নেই।
মানুষের সান্নিধ্য পছন্দ করি,তবে নষ্ট মানুষের উগ্র আস্ফালন দেখে ইদানীং কষ্ট পাই।তবুও…কিছু প্রিয় মানুষ আছে,যারা আমাকে আলোকিত করে,আশ্বস্ত করে,এবং…স্বপ্ন দিয়ে যায় আগামী সকালের।
আবেগপ্রবণ তাই কবিতা লিখি,হৃদয়ের আবেগগুলো, অনুভূতিগুলো অক্ষরে সাজাই।অব্যক্ত যন্ত্রণা,মৌন অভিমান,হাসি-কান্না,প্রেম-ভালোবাসা দিয়ে কথামালা গাথি…।কতটা তার কবিতা হয় কে জানে !
আড্ডা দিতে পছন্দ করি,যাকে ভালো লাগে,যার সঙ্গ ভালো লাগে-তার পেছনে সময় খরচ করি দ্বিধাহীন।এজন্য আমার বন্ধুভাগ্য ঈর্ষনীয়।
স্বপ্ন দেখি…আদিগন্ত আকাশ,অনন্ত সবুজ , ভালোবাসায় ঘেরা পৃথিবী,অকৃত্রিম অনুভব,মুঠো মুঠো আনন্দ,অতলস্পর্শী আন্তরিকতা,প্রস্ফুটিত মনুষ্যত্ব আর…নিটোল বন্ধুত্ব।তাই…’আমরা বন্ধু’র আঙ্গিনায় পা রাখা…।সব বন্ধুরা ভালো থেকো।