নতুন বছরে কি ভাবছেন ?
নতুন শতাব্দীর দশম বছরটিকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে এসেছে নতুন বছর। সবার মনে এখন নতুন ভাব, চোখে নতুন খোয়াব। তাই...মানুষ কি ভাবছে নতুন বছরে ? বছরের প্রথম দিনে মনে এই প্রশ্নের উদয় হতেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অনুভূতি জানতে ইচ্ছে হলো। ‘চ্যারিটি বিগেইনস এট হোম’-এই প্রবাদ বাক্যের অনুসরণে প্রথমে জানতে চাইলাম নিজের স্ত্রীর প্রতিক্রিয়া। ‘নতুন বছরে কি ভাবছো ?’ আমার এই প্রশ্নের উত্তরে প্রথমে একটু থমকে যান তিনি। তারপর... সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, ‘সত্যি কথা বলবো ? ‘হ্যাঁ নি:সংকোচে বলতে পার’। আমি অভয় দেই। ‘ভাবছি তোমাকে কিভাবে সাইজ করা যায়’। ‘তার মানে ?’ ভড়কে গিয়ে প্রশ্ন করি। ‘ইদানীং তুমি কেমন জানি বদলে যাচ্ছ, আগের মতো আমাকে আর ভালোবাসো না। গত ঈদে একটা ভালো শাড়ীও দাওনি, ইদানীং আবার বড্ড রাত করে বাসায় ফির, বাসায় এসে আবার কম্পিউটার নিয়ে বসে পড়ো...। আচ্ছা তুমি আমাকে কি মনে করো বলতো ! আমি কি তোমার দাসী-বান্দি ? তোমার সংসারে শুধু খেটেই মরবো, আমার কি কোন শখ-আহলাদ নেই ? তুমি আমাকে পেয়েছ কি বলতো ?’ স্ত্রীর ক্ষুব্দ কন্ঠে আসন্ন ঝড়ের পূর্বাভাস। বুঝতে পারলাম ভিমরুলের চাকে ঢিল ছুঁড়ে ফেলেছি, পুরোপুরি ঝগড়ার মুডে আছেন তিনি। তাই তিনি রণ-রঙ্গিনী মূর্তি ধরার আগেই দ্রুত গৃহত্যাগ করি...।
রাস্তার মোড়ে এক ক্ষ্যাপাটে ভিক্ষুক থালা হাতে দাঁড়িয়ে প্রতিদিন ভিক্ষা করেন। আমাকে দেখলেই নিস্পৃহ ভঙ্গী করেন। কারণ তার বাড়িয়ে দেয়া থালায় একটা আধুলিও ছুঁড়ে দেইনি কখনো । তাই আমাকে দেখে তার প্রসন্ন হওয়ার কারণ নেই। ‘চাচা নতুন বছরে কি ভাবছেন ?’ আমার দুর্বোধ্য(?) প্রশ্ন শুনে সরু চোখে তাকায় বৃদ্ধ ভিক্ষুক। বিরক্ত কন্ঠে বলেন, ‘আপনে সরেন, কামের সময় দিগদারী কইরেন না’। ‘না মানে...আমি শুধু জানতে চাইছি নতুন বছরে...’। ‘নতুন বছরে ভাবতাছি তোর শাশুড়ীকে বিয়া করুম, শালা...দূরে গিয়া মর ’। উত্তেজিত হয়ে চাচা ‘আপনি’ থেকে সরাসরি ‘তুই’তে নামেন। ‘আমাকে শালা বললেন, আবার আমার শাশুড়ীকে বিয়ে করতে চান, ব্যাপারটা ঠিক মিলছেনা...’। ‘খাড়া হমুন্দির পুত, ব্যাপার তোরে বুঝাইতাছি...’। আমার দিকে লাঠি নিয়ে তেড়ে আসে চাচা, আমি দ্রুত কেটে পড়ি।
রিকশা নিয়ে পল্টনের দিকে রওনা হই। রিকশাঅলাকে প্রশ্নটা করতেই সে বলে , ‘ভাবতেছি একটা বিয়া করলে ক্যামন অয়, জিনিসপত্রের দাম যেভাবে বাড়তাছে....একার কামাইতে আর সংসার চলতাছে না, বর্তমান বউটা অসুস্থ, তাই....গার্মেন্টসে কাম করে, এমন একখান মাইয়া পাইলে...’। পল্টনে গিয়ে পেয়ে গেলাম বিরোধী দলের এক পাতি নেতাকে। প্রশ্নটা শুনেই তিনি গরম তেলে বেগুন ভাজা হয়ে জ্বলে উঠলেন, অত:পর জ্বালাময়ী কন্ঠে বললেন, ‘দেশে এখন ভাবাভাবির কোন পরিবেশ আছে? না এই সরকারকে আর এক মুহূর্তের জন্যও ক্ষমতায় থাকতে দেয়া যায় না। সামনে আন্দোলনের কঠিন কর্মসূচী আছে, তাই নিয়ে এখন ব্যস্ত আছি, এই ব্যর্থ-অযোগ্য সরকারের পতন না ঘটিয়ে আর ঘরে ফিরবো না...’। এক নাগাড়ে কথাগুলো বলে দম নেন নেতা। ‘চলুন কোথাও বসে এক কাপ চা খাই’। আমার প্রস্তাব শুনে নেতা শান্ত কন্ঠে বলেন, ‘না ভাই, এই ভরদুপুরে এখন আর চা খাবো না, বাসায় যাবো, ভাত খাবো, আপনার ভাবী বার বার ফোন করে তাগাদা দিচ্ছে...’। ‘সেকি ! একটু আগেইনা বললেন, এই সরকারের পতন না ঘটিয়ে আর ঘরে ফিরবেন না’! আমি অবাক হওয়ার ভান করি। আমার কথা শুনে বিব্রত নেতা আর এক মুহূর্তও দেরী করেননা, বিদায় না নিয়েই সোজা হাটঁতে শুরু করেন।
রমনা ভবনে এসে ধরি সরকারী দলের এক নেতাকে। প্রশ্নটা করতেই নেতা বলেন, ‘আরে ভাই, এখন ভাবাভাবির টাইম কোথায়? এখন হলো কাজের সময়। আমাদের সমস্যাই হলো, আমরা ভাবি বেশী, কথা বলি বেশী, কাজ করি কম। এই জন্যই এ জাতির কোন উন্নতি হইলো না। জাতির জনকের কণ্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখহাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা এখন খুবই ব্যস্ত, নষ্ট করার মতো এক মুহূর্ত সময়ও হাতে নেই, তবুও... জানতে যখন চাচ্ছেন, তাই বলি, পত আওয়ামী সরকারের আমলে একটা ব্যাংক ম্যানেজ করেছিলাম, এবার চেষ্টা করছি একটা বীমা কোম্পানীর অনুমোদন নেয়া যায় কিনা। আফটার অল, আমাদের ত্যাগ-তিতিক্ষার ফলেইতো দল ক্ষমতায়, আমাদের প্রতি দলের একটা কমিটমেন্ট আছে না !’
মালিবাগ মোড়ে এসে অনেকদিন পর দেখা হয়ে গেলো এক ব্যাচেলর কবি বন্ধুর সংগে। বললেন, ‘ভাবছি এবার বিয়েটা করেই ফেলবো। কিন্তু মুশকিল হচ্ছে, কোন মেয়েই আমার মতো উড়ণচন্ডিকে বিয়ে করতে রাজী হচ্ছেনা। সে দিন এক তিলোত্তমার হাত ধরে বললাম, ‘তোমাকে ছাড়া আমি বাঁচবোনা, চলো বিয়ে করে ফেলি...’। সে আমার পায়ে ধরে বলে, ‘আমাকে ক্ষমা করো কবি, তোমার সংগে বিয়ে হলে যে আমিও বাঁচবো না’। তবুও এই বছর ব্যাচেলর জীবনের ইতি ঘটাবোই, জাতির কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। অবশ্য জাতির কাছে এধরণের ভূয়া অঙ্গীকার বন্ধুটি প্রতি বছরই করে থাকে।
রাতে বাসায় ফিরতে গিয়ে পরিচিত এক ছিনতাইকারীর সংগে দেখা। তার উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁড়ে দিতেই বলে, ‘ভাবতাছি একটা খুন করলে ক্যামন অয় ?’ ‘অ্যা, কি বলছো এসব !’ আমি আঁতকে উঠি। এবার পকেট থেকে ছুরি বের করে আমার গলায় ঠেসে ধরে সে বলে, ‘লগে যা আছে দিয়া দ্যান, নইলে...আপনারে দিয়াই খুনের খাতা খলুম’। তার পরের কাহিনি অত্যন্ত হৃদয়বিদারক। সেটা আর না বলি...।
এতো তাড়াহুড়ার কিছূ নাই। নতুন বছরের ভাবনার জন্য হাতে আরও ৩৬৩ দিন ৬ ঘন্টা হাতে আছে।
লেখা মজারু হইছে।
আমার প্রায় লেখায় আপনি প্রথম কমেন্ট করেন। এটা আমার সৌভাগ্য শওকত ভাই। আপনারে এক বস্তা ধইন্যা।
অতি উপাদেয়, সুস্বাদু এবং সহজপাচ্য । বাস্তবতার ছোঁয়াচে একেবারে জীবন্ত । মজার মজার মজা আছে । আনন্দিত হলাম ।
[অ.ট> ভাবছিলাম মন্তব্য করবো সবার আগে । শওকত মাসুমের তাড়াহুড়ায় তা হয়ে উঠলো না । মাত্র কয়েকটা মিনিট তর সইলনা তার, আর বলে কিনা ৩৬৩ দিন ৬ ঘন্টা হাতে আছে।]
এই লেখাটি কম্পোজ করে পোস্ট দিতে গিয়ে দশবার ভেবেছি, মান সম্মত হলো কিনা, বেশী হালকা হয়ে গেলো কিনা, আদৌ রম্য হলো কিনা। আপনার কমেন্ট পড়ে ভরসা এবং উৎসাহ পেলাম হুদা ভাই।
খুশী হলাম ।
রম্য বরাবরই ভালো পাই। নতুন বছরে আপ্নার হাত দিয়ে এরকম আরো অনেক রম্য বের হোক। আর যা কিছু বেরোনোর তাদেরও যেন পথরোধ না হয়।
মীর, আপনার ওপর আমি ভীষণ গোস্বা হইয়া আছি, বলতে পারেন 'তেলে বেগুনে....'। তাই আপনার এই কমেন্টের জবাব দিবনা।
আমি নতুন বছরে ভাবছি, ঈশান ভাইয়ের কাছ থেকে এমন রম্য যদি প্রতিদিন পেতম!
একই ঘটনা তো আমারও!
সব বিবাহিতরা কি আমার মতো সমস্যায় আছে ? এমনিতেই বউ হুমকি দিছে নেটের তার কাইটা ফেলবে। ' প্রতিদিন রম্য' লিখতে গেলে কম্পুই ভাইঙ্গা ফেলতে পারে।তাই...।
ভাবী তো শুধু নেটের তার কাটার হুমকি দিচ্ছেন। আমীন বলেন। ভাগ্যিস অন্যকিছু....
সিরাজী, ঈশান, বউদেরও সময় দিতে হবে । মনে রাখবেন, বউ কিন্তু সারাটা দিন আপনার পথ পানে চেয়ে থাকে । বেচারী একাকী সংসারের সব ঝামেলা সামলায় । আপনাকে কাছে পেতে চাইবার আকাঙ্খা তার মোটেও অমূলক নয় । যত কাজই থাক না কেন, তার দিকটা আপনাকে ভাবতে হবে । একবার বিগড়ে গেলে ঠিক করা সহজ নয় মোটেই - এটা কিন্তু 'ওয়ান টাইম' আইটেম ।
"আইটেম"
একটু ব্যাখ্যা দ্যান জনাব।
বউ নয়, তার মনটাকে 'ওয়ান টাইম' (বলপেন যেমন) বুঝলে সমস্যা কি ? এখানে যে যেভাবে পারেন ব্যাখ্যা করে নিন ।
হুদা ভাই আইটেম? । তবে এর আগের কথাগুলা ঠিকি বলছেন ।
মনটা 'ওয়ান টাইম' (বলপেন যেমন) । আইটেমটি শব্দটিকে দয়া করে ওভারলুক করুন ।
লেখা পড়ে ভালো লাগলো।
ডর দেখান ক্যান??
>)
আমার সালাম কি ঠিক-ঠাকমতো পৌছাইসে?
এর মানে কি? এখনো পৌছায় নাই?
রাখেন আপ্নার বাসায় আসতেছি। আমার সালাম, আমিই দিয়া আসুম।
ভাবছি আর ভাববোনা।
এই বছর কিছু একটা ভাবনা-চিন্তা করা দরকার।
ভাবীরে নিয়া ভাবেন মিয়া ভাই।
ভাবছি আর ভাববোনা।
Right u r. বেশী ভাবনা-চিন্তা করলে চুল পাকে তাড়াতাড়ি...।'অল্প বয়স'এ চুল পাকাইয়া লাভ কি !
ভাবছি বয়স বাড়তেছে, নট গুড নট গুড ...
লেখা মজার হইছে
বয়স বাড়তেছে ! বিয়ে না করে থাকলে চান্দিতে চুল থাকতে থাকতে তাড়াতাড়ি বিয়ে করেন, পরে কিন্তু বউ পাইবেন না(ডোন্ট মাইন্ড ব্রাদার)।
চান্দিতে চুল আছে অনেক, কিন্তু আয়নার সামনে দাঁড়াইয়া "কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে?" মনে করি আর লম্বা লম্বা শ্বাস ফেলি
লেখাটার মধ্যে বেশ বৈঠকী ভাব আছে। চা সিঙ্গারার সাথে জমে ভাল। খাব আর আপনার দুঃখের কথা শুনে জিভ দিয়ে চুক চুক করব। তারপর ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিয়ে বলব, " তারপর, যা বলছিলেন...
উলটচন্ডাল ,আপনার বর্ণনা শুনেই আপনার লগে একটা বৈঠক করতে ইচ্ছা করতেছে....। হিম হিম শীত সন্ধায় চায়ের কাপে ধোঁয়া, লগে গরম গরম সিঙ্গারা...উফ্।
নতুন বছরের শুরুতেই টেনশানে আছি, কোন প্লান মাথায় আসছে না
প্ল্যান কইরা কইরাই এই জাতির কোন উন্নতি ঘটলো না ।জীবনরে জীবনের ওপর ছাইড়া দ্যান, যেদিক খুশী সেদিক যাক...। শুধু স্টেয়ারিং হুইল টা শক্ত করে ধরে রাখুন, যেন লাইনচ্যুত না হয়। (বিনা পয়সায় উপদেশ দিয়া ফালাইলামনি...)
হা হা হা। লেখা সেইরকম হইছে! h
নতুন বছরে ভাবতেছি, ওজন কিভাবে কমানো যায়।
গোস্ত পোলাও থুইয়া বেশী করে সাঁইয়া পিঠা খান(মিষ্টি ছাড়া)। আর দ্রুত বিয়া করেন। দেখবেন আপনার ওজন কমতেছে আর ভাবীর ওজন বাড়তেছে....।
লেখা পড়ে আরাম পেলাম, নতুন বছরের প্রথম লেখায় উতরে গেলে পুরো বছর ভালো ভালো লেখা দিতে হবে দাবী জানায় রাখলাম।
লীনা, তোমার মতামতের মূল্য অনেক।
রম্য ভালো হইছে।
রায়হান ভাই, আমাকেতো অনেক ভেবে চিন্তে ভিতর থেকে 'রম্য'' টেনে বের করতে হয়, আর আপনারা (আপনি এবং শওকত ভাই)তো কথা বললেই রম্য।ভালো থাকবেন।
আপনাদের ছবি মেইল করে দিয়েছি ।
ধন্যবাদ।
ভাবতেছি কী ভাবা যায়
লেখা সুস্বাদু হইছে ঈশান
ধইন্যা পাতা উ্ইথ....(কি কি যেন দেয়!)
নুশেরা, আপনি এবং আপনার লেখাকে খুব ফিল করি, আপনি এবং রশীদা....মাঝে মাঝে কোথায় যেন উদাও হয়ে যান...।
লেখা রম্য হইছে । মজা পাইছি ভাইয়া ।নতুন বছরে আপনার ভাবনা কি?
আমি ভাবতেছি কিভাবে বউয়ের মন জয় করা যায়....।পারলে কিছু টিপস দিয়ে হেল্প করেন আপু।কৃতজ্ঞ থাকবো।
হায়রে মানুষ, রঙ্গিন ফানুশ...........
লেখা চমৎকার হয়েছে!
বছরের শুরুটা আমার ভাল যায় নাই। ২০১১ আমাকে ভোগাবে বলে মনে হচ্ছে।
এত নিরাশ হতে হয় না ।
কেইসটা কি?
মজার পোষ্ট।
মন্তব্য করুন