আহারে যারা যায় নাই, তারা কি মিসটাই না করলো... ! সারাদিন আনন্দ-ফুর্তি, হৈচৈ, গানা-বাজনা আর...খাওয়া-দাওয়াতো ছিলোই। স্পেশাল আইটেম হিসেবে আরো ছিল গরম গরম ভাপাপিঠা। পিকনিক স্পটটাও ছিল দেখার মতো। ছবির মতোই সাজানো,গোছানো এবং সুন্দর। সুন্দর,মনোরম পিকনিক স্পট জোগাড় করার জন্য শওকত মাসুমকে এবং সুন্দর পিকনিকের সফল আয়োজনের জন্য মেসবাহ য়াযাদকে পন্চাশ কেজি ধইন্যাপাতা (ধইন্যাপাতা এখন খুবই সস্তা,তাই বেশী কইরা দিতে অসুবিধা নাই)। বেশী কথার প্রয়োজন নাই, আসেন ছবি দ্যাখেন আর যাইতে না পারার দু:খে আফসোস করতে থাকেন...। কি আছে দুনিয়ায়,আজ মরলে কাইল দুই দিন....।(আমার না এইটা উদরাজীর ডায়লগ)।

যাত্রা হলো শুরু...।
অবশেষে আব্দুল আওয়াল মিন্টুর রিসোর্ট অর্থাৎ আমাদের পিকনিক স্পট।
নাজমুলভাই এবং আমি।
প্রকৃতির সান্নিধ্যে আমার মেয়ে অন্বেষা।
হ্যান্ড শেকে ব্যস্ত দুই সখী জয়িতা-জেবিন।
জয়িতা-জেবিনএবং...।
সুরের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছে আনিকা, মৌশম এবং তাজিন।

কার্ড খেলায় ব্যস্ত মেসবাহ য়াযাদ, নাহিদ, হাসান রায়হান,বিষাক্ত মানুষ,বাফড়া ,শাওন,মিতু এবং....।
গৌতম এবং তার বউয়ের কাছে টুটুলের ছেলে রিয়ান।

মিন্টু সাহেবের কুকুর গুলো...।
আরেক ছোট্টবাবু আয়শা তার মায়ের কোলে....।
চলছে-খেলা-আড্ডা-গান।


আমার মেয়ে এবং তার মা।

খালি পেটে ভাত ঘুম দিচ্ছে নাজমুল ভাই।তাঁকে পাহারা দিচ্ছেন তিন ইয়াং লেডি।
বিমা কি নিচ্ছেন জয়িতার কাছ থেকে?
টুটুলের এই হাসি থাকুক অমলিন।
DSC00754.JPG" width="600" height="450" alt="DSC00754.JPG" />
জেবিনের প্রাণবন্ত হাসি।এই হাসি এমনই অকৃত্রিম থাকুক সবসময়।
অবশেষে খাবারের জন্য লাইন।
টুটুল কি উদরাজীকে পিকনিকের আপডেট দিচ্ছেন ? মাসুম ভাই জয়িত, আর জেবিনকে মোবাইল ফোনে এবিতে দেয়া উদরাজীর পিকনিক আপডেট দেখাচ্ছেন।


খাওয়ার পর বিশ্রাম,অত:পর ঢাকা ফেরা।
শেয়ার করুনঃ

 | 

 | 

 | 

গুড। ছবিগুলার জন্য ধইন্যা। যদিও আমি নাই
শওকত ভাই, আপনি আছেন কিন্তু... ছবিতো আর লোড দিতে পারতেছিনা, চেষ্টা চলছে...।
ছবির সাইজ ছোট করে দেন। দেখতেও অনেক টাইম লাগতেছে।
দিয়াতো ফালাইছি,এখন ছোট করমু ক্যামনে!আমার নেটের অবস্থা আজ আরো খারাপ। নিজের পোস্ট দেয়া ছবি নিজেই এখনো পুরা দেখতে পারিনাই...। টুটুল আর মাসুমভাইয়ের ছবিও দিছি...মাগার আসতাছেনা ক্যান।ছবির সাইজ ৬০০/৪৫০।
দারুণ মজারু ছবি। কিন্তু খাওয়ার আরো ছবি চাই। আমি নিজে পেটুক মানুষ তাই খাওয়ার ছবি না দেখলে মন ভরে না।
আরেকটা কথা: ব্লগে ছবি আপলোড করে কিভাবে কেউ কি একটু কষ্ট করে বলবেন? বড় শখ ছিল কিছু ছবি শেয়ার করার।
উলটচন্ডাল, আপনি ব্যানারের নিচে' বাংলা সমস্যা'য় ক্লীক করে টিউটোরিয়ালে' ছবি যুক্ত করা' অপশনে যান। অত:পর কমেন্টে গিয়ে টুটুলের দেয়া সহজ এবং চমৎকার টিপসটি ফলো করুন...।
অনেক অনেক ধন্যবাদ।
নিজের ছবি দেখতে কার না ভাল লাগে? মাসুমের কোন ছবি নাই - তবু তার ভাল লেগেছে । আর আমার ছবি আছে - ভাল তো লাগবেই । ধন্যবাদ ঈশান, গরম গরম ভাঁপা পিঠার মত গরম গরম ছবি পোস্টে দেবার জন্য ।
এই ফাঁকে পিকনিক স্পটের জন্য শওকত মাসুম আর সব ঝঞ্ঝাট ভালভাবে সম্পন্ন করার জন্য মেসবাহ য়াযাদকে (তার সহযোগিদের সহ) অশেষ ধন্যবাদ জানাই ।
ভালোই বলেছেন নাজমুল ভাই। তবে আপনার তোলা ছবির কাছে এগুলা কিছুনা, আসলে ব্লগে দিবো....এই ব্যাপারটা মাথায় ঢুকছে অনেক পরে। তাই শুরুর ছবিগুলো অনেকটাই অপরিকল্পিত। অথচ ...আরো ভালো ভালো ছবি তোলার সুযোগ ছিলো,আফসোস।
থ্যাংকু ভাইয়া, ছবির জন্য।
গান গাইলো মৌসুম আর তাজীন, মধ্যে দিয়া আমিও ফাও গায়িকা হইয়া গেলাম...
আনিকা, আপনার বন্ধুরা আরেকটি কাজ করেছে, যেটা আপনি করেননি....সেজন্যে আপনাকে ধন্যবাদ। আর আপনার দুই বন্ধুকে ধন্যবাদ মিষ্টি কন্ঠে গান গেয়ে আমাদের আনন্দ দেয়ার জন্যে। ভালো থাকবেন।
মজা পাইলাম ছবি দেইখা

আফসুস !
হ, কি আর করা আফসুস ! পরেরবার চেষ্টা কইরেন।
"খালি পেটে ভাত ঘুম দিচ্ছে নাজমুল ভাই।"ছবি কই ?
নাজমুল ভাই, নেট খুব স্লো। ছবি লোড হইতে দেরী হইতেছে...।অনেক ছবি লোডই নিতাছে না। সকাল থেইকা চেষ্টায় আছি,ব্যাড়াছ্যাড়া লাইগা গেছে, ধৈর্য ধরেন ।আশাকরি খুব তাড়াতাড়ি অর্থাৎ সাতদিনের মধ্যে....।
আপনার ছবি গুলো দেখে অনেক মানুষকে চেনা হলো।(বিশেষ করে গৌতম ভাই। এই মানুষটা কাল এত্ত বার আমার ঋহান কে কলে নিলো, কিন্তু আমি বুঝতে পারিনি সে কে)।
আসলে কাল অনেককেই চিনতে পারিনি, আর কেউ পরিচয়ও করিয়ে দেয়নি।
মাহমুদ ভাই কে ধন্যবাদ!
আপনার মিষ্টি বাবুর অনেকগুলো ছবি আমার ক্যামেরায় তোলা আছে, আফসোস আপনার কোলে ওর কোন ছবি নেয়া হয়নি। আসলে আপনার মতো সমস্যায় আমিও ভুগেছি, শেষে নিজেই যেচে পড়ে... তবুও সবার সংগে পরিচিত হওয়া হয়ে উঠেনি, যেমন আপনি...। আপনার বাবুর আরেকটি ছবি...।
ঈশান, ছবি গুলোর সাইজ ঠিক কর। আমার গুরু'র সিংগেল ছবি ছাপানোর জন্য তোমাকে ধন্যবাদ। কি ডোরা কাটা সার্ট পরেছেন তিনি!
মাসুম ভাইয়ের ছবি থাকলে আরো দাও।
(আমরা বন্ধুতে ছবি সহজে সাইজ ঠিক করে দেয়া যায়। কিন্তু চাইলে আগেই ছবির সাইজ ঠিক করে রেডী করে পোষ্ট করা যেতে পারে। ছবি ঠিক করার জন্য আমার এ ব্লগটা পড়তে পার।)
http://www.amrabondhu.com/udraji/2147
উদরাজী ছবি আমি ফটোশপেই সাইজ করি। অন্য একটি সফ্টওয়্যারও আছে। কিন্তু মুশকিল হলো এবিতে ছবি দেয়ার আদর্শ মাপ আমার জানা নেই।কও দেহি ক্যাম্নে কি !
ফটোগ্রাফারদের কপাল একটু ভালই(?) হয়, তাদের ছবি কেউ তুলতে পারে না। ধন্যবাদ ্ঈশান মাহমুদ কে কিছু সময় পাপারাজ্জীর ভুমিকার জন্য।
বউয়ের বাঁধার মুখে পাপারাজ্জী হইতে পারলাম কই ! 'খবরদার কারো অনুমতি ছাড়া ছবি তুলবা না....।'-এই হুকুম জারী না হইলে আরো মজার কিছু দেখাইতে পারতাম।
ঈশান, বউ এর ভয়েই কি পোষ্টে ভাবীর ছবির ছড়াছড়ি। স্ত্রী-তে ডরে না বীর।
লিটন, বউ'র সামনে আপনার সাহসের বহর আমার জানা আছে। বেশী খোঁচাখুঁচি করলে গোমর ফাঁস কইরা দিমু।
আপনার ছবিগুলো বেশী ভাল্লাগছে । ক্যাপশন সমেত !
থ্যাংঙ্কু ।
ধন্যবাদ রাজ্জাক। আপনি,রাসেল তানবীরা .....আপনাদের খুব মিস করেছি।
আমারে মিস করছেন!!!!!!
ধন্যবাদ আপনাকে।
আপনি একজন আল্লাহর বান্দা আমগোরে মিস কর্ছেন শুইনা ভাল্লাগলো ! আল্লাহর আর কোন পেয়ারা বান্দা-বান্দিতো আমগোরে মিস কর্লোনা, আফসোস !
আপনি উত্তম জাঝা প্রাপ্ত হোন
রাজ্জাক, দোয়া করলেন না বদদোয়া দিলেন ? জাঝা শব্দের মানে কি ?
আরশি ভাইয়া আমিও বলবো, মিথ্যে করেও হলেও বলো ভালোবাসি, শুনতেও ভালোই না লাগে
দারুণ।
থ্যাংঙ্কু লীনা।
আপনার ছবির গল্প ভাল লাগলো
কি আশ্চর্য ! নাহীদ, আপনি এতো সুন্দর গলায় গান গেয়ে পিকনিক মাতালেন অথচ....আপনার সংগে সুযোগ পেয়েও পরিচিত হতে পারলাম না। সত্যি আমার দুর্ভাগ্য। ছবির গল্প ভাল্লাগার জন্য ধন্যবাদ।
ছবিগুলো দেখে পিকনিকের প্রকৃত আমেজটা পেলাম। ধইন্যা।
মুকুল আপনাকেও পাল্টা ধইন্যা।
লেখা ও ছবি ভালো হয়েছে।
রায়হান ভাই, আপনিও তো অনেক ছবি তুলেছেন। আপনার দক্ষ হাতে তোলা সুন্দর ছবিগুলো দেখার অপেক্ষায় থাকলাম।
ওরে কত ছবি রে..
ছবির জন্যে অনেক অনেক ধইন্যা।
অ.ট.: আপনারা মাঝপথে নেমে গেলেন কেন?
আমরা কুড়িল নেমে গেছি কারন, আমাদের বাসা খিলগাঁওতে। রামপুরা রোড দিয়ে ফেরাই সহজ হয়। আপনাকে অনেক ধন্যবাদ।
খাইয়া দেখি সত্যিই অনেকে লাট হইয়া গেছিলো!
হ ,সত্যিই অনেকে লাট হইয়া গেছিলো! তাই খাট না পাইয়া ঘাসের ওপরই...।
অনেক অনেক সুন্দর ছবি
চমৎকার সব ছবি।
মন্তব্য করুন