সবই ছিলো অজানা
একদিন বন্ধু ছিলে শীত আর শিশিরের মত
অথবা আপন ছিলে শ্রাবণের মেঘ আর বৃষ্টির মতই
অথবা নিবিড় বনে শরতের কাশফুল; নদী আর জল।
অচেনা হলে যে ভুলে যেতে হয় সব কিছু পেছনের
চেনা পথ ঘুরে যেতে হয়, পথ চলায় কখনো হলে দেখা
হঠাৎ ফিরিয়ে নিতে হয় দৃষ্টি কিংবা আড়ালে মুখ।
স্মৃতিগুলো সব দিয়ে জলাঞ্জলী বেদনার বহ্নিজালে
হৃদয়ের ক্ষত করতে আড়াল নতুন ব্যথাকে আলিঙ্গন
এর সবই ছিলো অজানা, যেমন অজানা আগামী সকাল।
২৮.১০.২০১০
কে. এস. এ
স্বাগতম জুলিয়ান সিদ্দিকীকে আমরা বন্ধু পরিবারে
চমৎকার কবিতায় ওপেন করলেন। আশা করছি আপনার সাথে টেস্ট ম্যাচ ভালো জমবে।
শুভেচ্ছা নিরন্তর
শুভেচ্ছা আপনাকেও। কিন্তু ম্যাচে হারজিত আছে বলে ডরে কোনো ম্যাচের ধারকাছে যাই না।
ভালো লাগলো। ধইন্যাপাতা ও সুস্বাগতম।
ধন্যবাদ। বাটা নয়তো গুঁড়া ধইন্যা ভালো।
এক কথায় অসাধারণ!
বেশি কইলেন না তো?
আপ্নে কি কবিতাও লেখেন নাকি? আগে দেখি নাই তো।
মৌলবি থিও, ইচ্ছা তো করে সবই লিখি!
স্বাগতম জুলিয়ান সিদ্দিকীকে আমরা বন্ধু পরিবারে
ধন্যবাদ তালুকদার।
ভাইটিরে বন্ধু ব্লগে সুস্বাগতম
কিরাম আছেন? আপনারে দেখে বড়ই আনন্দ পাইছি
ভালো থাকবেন।
ভালা নাই। পুরানাদের খুঁজতে খুঁজতে এখানেই কয়জনরে পাইলাম।
তুন এসেই বাজিমাত! দারুন লিখেছেন ভাই,আভিনন্দন।
ধন্যবাদ। আমি তো সেই পুরাতন আমি। এ ব্লগেও খুব বেশি নতুন নই। অতিথি হিসেবে কমেন্ট করেছি একটি।
স্বাগতম।
ধন্যবাদ।
ভাল লাগছে। এখানে স্বাগতম
ধন্যবাদ জানাই।
ভালো
তাইলে তা মন্দ না!
স্বগতম এবিতে
এখনো পূর্ণউদ্যোমে লেখালেখি শুরু হয় নাই
তারাতারি করেন... আম্রা তো গ্যালারীতে আছি
গ্যালারি থেকে নামেন! আমারে বইতে দেন!
হাহাহাহাহাহাহা
আম্রাতো ম্যাঙ্গো পাব্লিক... সব সময় গ্যালারীতে থাকি
Mango public ! চমত্কার ! (খন্ড ত কেমন করে হয় ?)
ধন্যবাদ।
মডারেটর তো বানান ঠিক করে দিয়েছেন দেখছি।
অভ্র ফোনেটিক হলে ছোট হাতের টি তারপর দুবার অ্যাকসেন্ট কী। কীবোডর্র উপরে বাম কোণে অ্যাসকেপ কী'র নিচেরটা।
মন্তব্য করুন