স্বপ্নের প্রজাপতিটার জীবন অবসান
মানুেষর মনের কোনে মানুষ আটকে থাকে। যেই মানুষটা আটকে থাকে সে হয়তো বন্দি পাখির মত ছটফট করতে থাকে , কখন তার মুক্তি মিলবে। কিন্তু মুক্তিটা হয় না, হয়তো মুখে বলবে না, কিন্তু প্রতিটি নিশ্বাসের সাথে আটকে থাকবে অনুভুতিটা। যদি কেউ কখনও ভাবে, দূরে যাওয়া মানেই সমাধান। আসলেই কি তাই ? যে দূরে যেতে চায় সে হয়তো ভাবছে, যাক বাঁচা গেল, হাতটা ধরিনি, তাহলে নিশ্চই দূরত্ব বজায় রেখেছি। মন নামের টাইম মেশিনটি তো আর থামে না.. সেটি স্পর্শ করতে পারে যে কোন অস্তিত্বে। মনের কাছে নেই কোন থামতে জানার ব্রেক। মন উড়ে যায় এদিক সেদিক। কল্পনাতে সে হয়তো মানুষটির কাছে আরও এগিয়ে আসে। যতটা কাছে সে যেতে চায়। আর অপর পক্ষ ভাবে, বাহ এই বেশ ভালো আছি। পুরোনো একটি প্রবাদ মনে রাখে, চোখের আড়াল মানেই মনের আড়াল । তাঁর জন্য শুভকামনা। কারন সে জানে না , সে বাঁচে অপর মানুষের অস্তিত্বে, কল্পনায়, নিশ্বাসে।তবে তাই হোক, যেভাবে অপর পক্ষের শান্তি মেলে। আমার কাছে নাহয়, অবাস্তব পরভুমিটাই হোক বিচরনের জায়গা। যেখানে এন্ট্রি রেস্ট্রিক্ট্যাড লেখাটি নেই। যেখানে বিচরনের জন্য আমার বাস্তবিক ফাঁসি টা হবে না। বাস্তবতার স্বপ্নের প্রজাপতিটা জীবন অবসানের অপেক্ষা না হয় করুক।
মন্তব্য করুন