তিনদিনের শুভেচ্ছা সফরে ঢাকা আসছি
অনেক দিন ঢাকা যাই না (পেরায় ৮ মাস)। আমার ভক্তকূল এই নিয়া ব্যাপক মনোকষ্টে ছিলো। এইবার ভাবলাম ভক্তকূলকে পদধূলি দিয়াই আসি! তাই ৪ তারিখে ঢাকা আসতেছি। আশা করছি ৪ তারিখ বিকেলে বইমেলায় থাকবো। সো, আমার ভক্তকূলকে বইমেলায় বিকেলে থাকার জন্য অনুরোধ করা গেলো।
৫ তারিখে আমারবন্ধুর পিকনিকেও থাকার সদয় সম্মতি দিলাম।
[ আস্তাগফিরুল্লাহ! এই চুম্মার ইমো এইখানে ক্যাম্নে আইলো!!!
নিশ্চয়ই কোন দুশ্চরিত্র পাপিষ্ঠ খাদেমের কাজ! ]
খাড়াও, তুমারে আইসা পানিপড়া দেয়া হবে। আই য়্যাম কামিং!
কহিক খিক খিক খিক; নীল আর্মস্ট্রং চান্দে যাওয়ার আগেও এমুন পোস্ট দেয় নাই
নীল আর্মস্ট্রং তো আমার মত কামেল লুক ছিলো না!
সহিসালামতে পিকনিক সাইরা গাছের মুকুল গাছে ফিরত আইসেন...
প্রাক-পিকনিক ইনভেস্টমেন্ট হিসাবে ইমোটা কেমন কাজ দিলো পোস্ট দিয়ে জানাতে ভুলবেন না
আমি লেখার আগেই আমি অতি উৎসাহী খাদেমকূল লিখা ফেলবো। ডোন্ট ওরি। [তয় আইজকালকার খাদেমরা তো আগের মত নাই। হুজুরের ইজ্জত নিয়া টানাটানি করতে তাগো বাধে না! তাই টেমশনে আছি। কী না কী লিখে আল্লাই জানে! ]
কারা তোমার ভক্তকূল? নরাধমদের নাম বাতাও।
যথাসময়ে দেখবেন।
আমারে কিছু কইলেন??
মুক্লারও নাকী ভক্তকুল আছে !!! হে আল্লাহ, এইটা শুনার আগে আমার মরণ হৈলোনা ক্যান...???
ক্যান? আপনার হিংসা হচ্ছে বুঝি?
তারপরও পুলাডার বিবাহ হয় না
এই লাইনটা পোস্টের হিডেন মোরাল
হ। বিবাহ ভিন্ন কেস! এইডার কোন মা বাপ নাই!

আরো একটি ব্যর্থ শুভেচ্ছা সফর? চৈতি বালিকারে কাল আপনার লাইগা উৎসর্গ করছিলাম, আপনি মন দিলেন না, শেষমেষ ইগনোর ক্লিকাইতে হইলো
আহারে! টাইম দিতে পারি নাই। তাই বৈলা আপনে নিজ দায়িত্বে তো আমার উপ্রে হাওলা কৈরা দিতে পারতেন!
মুক্লা ভাইয়ের আগমন শুবেচ্ছা স্বাগতম।
মেলায় আইসেন ৪ তারিখে।
আওয়াজ দিয়েন পৌছাইয়া...
হু। ফোন দিমু। ম্যালা দিন দেখা হয়না কারো লগে।
এসে ছবিব্লগ দিয়ে বিস্তারিত লিখবেন, রসকসসহ।
কমেন্ট পড়ে হাসতে হাসতে কান্দাকাটি।
যাত্রা আনন্দময় হোক আর একটা ছোট কথা, কোথা থেকে ঢাকা যাওয়া হচ্ছে?
স্যরি। উত্তর দিতে দেরি হলো। আমি থাকি নোয়াখালী।
মন্তব্য করুন