জীবন,স্বপ্ন, এবং আমি
জীবনের 18 টি বছর কেটে গেছে বড়
রকমের কোনো ধাক্কা ছাড়াই।
তবে জীবন সংগ্রাম যতটা সহজ
ভেবেছিলাম ততটা সহজ কিন্তু নয়, জীবনের
একটা পর্যায়ে এসে সবাই
বুঝতে পারে যেমনটা আমি পারছি। আশা-
নিরাশা নিয়ে জীবন
সেইটা জানি কিন্তু স্বপ্নের মৃত্যু
কিভাবে মেনে নেওয়া যায়?
যখন খুব ছোটো ছিলাম মায়ের হাত
ধরে স্কুলে গিয়েছি। গ্রামের একটা স্কুল,
সেখানে আমিই ছিলাম দ্যা বস।
কালক্রমে যখন মায়ের বদলির সুবাদে অন্য
যায়গায় গেলাম তখন সবে মাত্র ক্লাস
থ্রিতে পড়ি আমি! নতুন জায়গা তাই
মানিয়ে নিতে কষ্ট হয়েছিলো, তারপরও
বছর দুয়েকের মধ্যে সেখানেও রাজত্ব
করেছি। সপ্তম শ্রেনীতে আবার আরেকবার
শিফট করতে হলো।
সেখানে মানিয়ে নেওয়টাও অবশ্য কষ্টের
কিছু ছিলো না। প্রথম থেকে দশম
শ্রেণী ভিন্ন ভিন্ন
পরিবেশে পড়াশুনা করলেও একটা জিনিস
কমন ছিলো, সব জায়গায় পূরণ হয়েছে সকল
স্বপ্ন। কলেজ
লাইফটা ছিলো সবচেয়ে এনজয়েবেল।
সেখানে রাজত্ব করার কিছু নেই,
আমরা সবাই রাজা ছিলাম। হেল্প এন্ড
কোঅপারেশন এর
ম্যাগনকার্টা ছিলো কলেজ লাইফ।
তবে আনন্দ ,হাসি ,ঠাট্টা এবং আড্ডার মধ্য
দিয়ে পার হলেও ঠিকই বুঝতে পারছিলাম
প্রতিযোগিতার বাজারে প্রতিযোগীর
সংখ্যা দিনকেদিন বাড়ছে । শপথ নিলাম
প্রতিযোগিতা যতই কঠিন হোক
না কেনো, হার আমি মানবো না। আমার
প্রতিজ্ঞা সফল ছিলো নাকি শুধুই
ফাঁকা আওয়াজ ছিলো তা নির্ধারিত
হবে আজকে। সারাজীবন ধরে লালিত স্বপ্ন
এখন পেনডুলামের মত 4° এর কম কোণ
করে দুলছে। জীবন ত্বরণের মান নির্ভুল
হওয়ার জন্য শেষ হিসাবটা মেলা খুব
জরুরী। কিন্তু পেনডুলামটা যার
হাতে সেই গড আমার
পক্ষে থাকলে হয়তো এ যাত্রায়ও
উৎরে যেতে পারি।
মন্তব্য করুন