বাবা, তোমাকে মনে পড়ে
আমার স্বপ্নভঙ্গের দিনগুলোতে
কিংবা পরম সুখের মূহুর্তগুলোতেও
বাবা, তোমাকে মনে পড়ে
খুব মনে পড়ে!
যেদিন থেকে বুঝতে শিখেছি
মাথার উপর তোমাকেই পেয়েছি, বন্ধুর মত
মাকে আমি পাইনি কোনোদিন,
সেই অভাবও মিটিয়েছ তুমি
অনেক আদরে, পরম স্নেহ মায়ায়
আজ তুমিহীনা কষ্টের প্রহরগুলো
বুকের ভিতর জমাট কান্নার ঢেউ তুলে যায়!
প্রতিদিন ঘর হতে বের হবার সময় তুমি বলতে
সাবধানে চলিস বাবা!
আমি হেসে বলতাম, তোমার দোয়া সাথে আছে তো!
বাসায় ফেরার সময়ও দেখতাম
দাঁড়িয়ে আছ তুমি বারান্দায়
তীর্থের কাকের মত! আমার অপেক্ষায়,
আজ তুমি নেই, আমি একা; বড় একা!
আমার জন্য দাঁড়িয়ে থাকেনা কেউ আর বারান্দায়,
মাথায় রাখেনা ভরসার হাত!
তোমাকে দেয়া কথাগুলো এখনও ভুলিনি বাবা!
তোমার শেখানো পথে আজও হেঁটে চলেছি
দুর্গম সে পথে ঝড় আসে, ঝঞ্ঝা আসে
তবু ছুটে চলি অবিরাম, জানি
পাশে আছ তুমি; ছায়ার মত!
বিষাদে ছেয়ে যাওয়া মনটা
বার বার খুঁজে ফেরে শুধু তোমায়
চোখের কোণে তপ্ত জল জমে,
মাঝে মাঝে বড্ড জ্বালা করে চোখদুটো,
বার বার তোমাকে মনে পড়ে যায়
খুব মনে পড়ে!
খুব!!
আপনার নামে বোঝা যায় না আপনি কোন ধর্মের। আপনি যদি মুসলিম ও আস্তিক হন তবে প্রত্যেক নামাজের পর (রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়া নি সাগিরা) দোয়াটা পড়বেন। আপনার আল্লাহকে অবশ্যই আল্লাহ্ সন্মানিত স্থানে স্থান দিবেন। এটাই আপনার বাবার আপনাকে দেয়া উত্তম পুরস্কার। আমি একজন মুসলিম হিসেবে তাই করি। আর যদি অন্য ধ র্মের হন সে মত করবেন। আমারও বাবা মা নেই, তাই আমি বুঝি। আল্লাহ্ আপনাকে ধৈর্য ধরার তৈফিক দিন। আমিন।
অনেক ধন্যবাদ।
আপনার আল্লাহকে নয়, আপনার আব্বাকে হবে।
বুঝে নিয়েছি। আবারও ধন্যবাদ।
আপনার আল্লাহকে নয়, আপনার আব্বাকে হবে।
বাবার কথাই মনে পড়লো আবারও
সুন্দর!
বাবা মা যতদিন বেঁচে থাকে তাদের যত্ন নিও। আমি যেমন এখন ইচ্ছে করলেও পারিনা।
ভালো লিখেছেন..
ধন্যবাদ।
আজ বাবা দিবস...
আজ বাবা দিবস...
বিষাদে ছেয়ে যাওয়া মনটা
বার বার খুঁজে ফেরে শুধু তোমায়
চোখের কোণে তপ্ত জল জমে,
মাঝে মাঝে বড্ড জ্বালা করে চোখদুটো,
বার বার তোমাকে মনে পড়ে যায়
খুব মনে পড়ে!
খুব!!
শেষ বযসে স্মৃতি ভ্রষ্ট হয়ে আমার বাবা ২০০৫ সালে হারিয়ে যায়, তাকে আর পাওয়া যায়নি...............
প্রিয়জন হারানোটা অনেক কষ্টের! মন খারাপ হয়ে গেল
আমার ও বাবা মা বেঁচে নেই। খুব মিস করি ওনাদের।
আমিও খুব মিস করি।
খুব মিস করি।
এখনো বাবার স্মৃতিচিহ্নতে হাত বুলাই, মনে হয় বাবা আছেন আশেপাশে কোথাও!
মন্তব্য করুন