ইউজার লগইন

আজ উঠবে বিশ্বকাপের পর্দা, প্রথম খেলা ১৯শে ফেব্রুয়ারী

আমাদের একটা ফটোগ্রাফি দল আছে। বেশ কয়েক দিন থেকেই শুনতেছি "বিশ্বকাপ বাংলাদেশ' এর ছবি তুলতে বের হবে। তাদের সেই ফটোগ্রাফি যেন আমাদের মুগ্ধতা জাগানিয়া হয় সেই কামনা এবং তাদের জন্য কিছু ছবি তুলে দিলাম।

বঙ্গবন্ধু স্টেডিয়াম আজ যেভাবে সাজবে:
১।
1
২।
2

৩।
3

৪।
4

৫।
5

৬।
6

৭।
7

৮।
8

৯।
9

উপরের ১ থেকে ৯ নং ছবিগুলো পাবেন ICC Cricket World Cup 2011 - Host Bangladesh ফেসবুক গ্রুপে।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

শাতিল's picture


৫ নম্বর ছবিটা খুব সুন্দর Smile
আফসুস স্বশরীরে দেখতে পারবো না Sigh

নুশেরা's picture


দারুণ!

হাসান রায়হান's picture


কইলজ্যাটায় মোচড় দিয়া উঠল। কাল বারাইতে পারলামনা ছবি তুলতে। Sad

মীর's picture


আমি তো আরো আপনের ছবির জন্য ওয়েট করে ছিলাম রায়হান ভাই। Sad

বকলম's picture


ওয়াও! চমৎকার!!!

জ্বিনের বাদশা's picture


ওয়াও!!! চমৎকার আয়োজন।
ইশ্!!! কেন যে দেশে থাকতে পারলামনা এই সময়টা!!! Sad

রাসেল আশরাফ's picture


চমৎকার আয়োজন।

বিশেষ করে ভিডিওটা জোশ লাগছে।

তানবীরা's picture


ওয়াও!!! চমৎকার আয়োজন।
ইশ্!!! কেন যে দেশে থাকতে পারলামনা এই সময়টা!!

ফেব্রুয়ারী ঢাকা থাকার আইডিয়াল মাস

বাতিঘর's picture


ভাবতেই ভালো লাগছে এই দেশটা আমার-আমাদের!!! চমৎকার হইছে ভাইটি ছবিগুলো। আমাদের সাথে শেয়ারের জন্য ব্যাপক ধন্যবাদ। Smile

১০

নাজ's picture


সামনা সামনি উপভোগ করে এলাম কাল। নৃত্য
টুটুল'কে অনেক অনেক অনেক থ্যাঙ্কস আর চুম্মা ফর মেকিং ইট পসিবল।

ইতিহাসের অংশ হয়ে রইলাম বাংলাদেশ

১১

রাসেল আশরাফ's picture


পোলার দোস্তের সামনে এই গুলা কি?? Shock Shock Shock

১২

নাজ's picture


আহারে বাবু সান্তনা

১৩

মীর's picture


ছবি দারুণ লেগেছে। অরিত্রদা' কেমন আছেন? Smile

১৪

সাহাদাত উদরাজী's picture


ছবি গুলো সুন্দর হয়েছে।
'বঙ্গবন্ধু স্টেডিয়াম আজ যেভাবে সাজবে:' এর মানে ছবি গুলো কি বঙ্গবন্ধু স্টেডিয়ামে রিহার্শেলের সময়ে (আমি গতকাল নেটে আসতে পারি নাই)।

১৫

পথের খোঁজে's picture


এতো সুন্দর আগে কখনো দেখিনি। খুব মিস করছি। ভালো থেকো আমার সবুজ বাংলাদেশ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অরিত্র's picture

নিজের সম্পর্কে

================