মেঘবন্দী (১০) ... হে বৃষ্টি / কামরুল হাসান রাজন
হে বৃষ্টি
কামরুল হাসান রাজন
হে বৃষ্টি
তুমি অধির হয়ে নেমে এসো
মর্ত্যমান পৃথিবীর বুকে
যেমন করে
কোজাগরী পূর্নিমায়
ধেয়ে আসে চাঁদের আলো
যে অসম্ভব দ্রুততায়
ঐ লঞ্চ যাত্রীর
ছোট্ট ফুসফুসে
ঢুকে পড়ে মেঘনার নোনা জল
তেমনি করে
নেমে এসো
মর্ত্যমান পৃথিবীর বুকে
যেন তুমি এক দুরন্ত প্রেমিক
ছুটে চলছ ক্ষণিকের গোপন অভিসারে
যেখানে আধঘন্টা কিংবা আরো অনেকক্ষণ ধরে
অপেক্ষমাণ তোমার প্রিয়তমা
আবার
যেমন করে
ধীরে ধীরে
সরকারি অফিসের নবীন কর্মচারী
ঘুষ খেতে শেখে
ঠিক
তেমনি করে
মর্ত্যমান পৃথিবীর বুকে নেমে এসো
যেমন করে
হতাশা
রাতদিন চব্বিশ ঘন্টা কর্তব্যরত
ব্যর্থ কবির স্নায়ুতন্ত্রকে গ্রাস করে
তেমনি ধীর লয়ে
এসো নেমে এই মর্ত্যমান পৃথিবীর বুকে
নাকি আজ তুমিও
সাহিত্য সম্পাদকের ভূমিকায় অবতীর্ণ
এক তরুণ কবি কিংবা কবি যশোপ্রার্থীকে
সময় দেয়ার যার ফুসরতই নেই,
হে বৃষ্টি?
''েমঘবন্দী'' লেখাগুলো সংগ্রহ করার পিছনে আমার কিছুটা হলেও হাত আছে।।।। । ।। খুব কমজনই ছিলো যাদের লেখা কোন গুঁতাগুঁতি ছাড়াই পেয়েছি।। ।।কিন্তু এই রাজন হচ্ছে সেই সব লোকের কাতারের পাবলিক যাদের পিছনে মণকে মণ তৈল ঘি মাখন ঢেলেছি।।। ।।।।, যা দিয়ে রাঁধা দুইতিনবার নাচ দেখায় ফেলতো।।
অবশ্য রাজনকে ধন্যবাদ শেষমেশ লেখা দেয়ার জন্য কিন্তু অনেকে তো দেয় নাই।।।।।।। ।।, যদিও হাইকু কিছু বুঝি নাই

থ্যাংকস রাসেল ভাই
দেশে আসেন, হাইকু বুঝায়ে দিব। অথবা জাপানে যান, শাপলা আপা বুঝায়ে দিবেন 
ভাইয়া,
ফুরসত, আর অধীর
টিনি
মডু ভাই একটু ঠিক কইরা দেন না ....
রাজনের হাইকু খুবই ভালো হয়, এই কবিতাটাও সুন্দর।
এবিতে রাজনকে এখনো স্বাগতম বলতে পারলুমনা
অনেক অনেক ধন্যবাদ লীনা আপা
সুবাহানাল্লাহ। তুমিডা কেডা, প্রিয় কমেন্টশিল্পী?
পোষ্ট দিবেন কবে? নাকি এই লেখাটাই পড়ে মন শান্ত করব?
তুমি হইল গিয়া বৃষ্টি
লেখা দিমু খুব তাড়াতাড়ি। তার আগে কন এই লেখা পড়ে মন শান্ত হইছে নাকি? 
ফাঁকিবাজ। এইটা ই-বুকে আগেই পড়ছি। এটাতে চলপে না। পোষ্ট দেন জলদি।
সৌন্দর্য হৈছে কবিতাটা...
ঠ্যাংকু বৃত্ত ভাই
টিপ সই এর মানে কি?
কমেন্ট শিল্পী তো পুরাই
মায়াবতী কে
বৃষ্টি নামুক রাজনের হৃদয়ে...।
ধন্যবাদ রশীদা আপা
পুস্তক ব্যাপারটা আসলে কি? আমি তো ভেবেছি পুস্তক একজন ব্লগারের নিক যিনি বিভিন্ন বন্ধুকে নিয়ে কবিতা লিখেন। এখন দেখি ঘটনা ভিন্ন। এই ভিন্ন ব্যাপারটা বুঝিয়ে দেবে কি কেউ আমাকে?
পুস্তক ভাইজান ই-বুকের সব লেখা একটা একটা করে পাঠকদের সামনে উপস্থাপন করছেন ..... এটাই হইল ব্যাপার
মন্তব্য করুন