তুমি ভালবেসেছিলে বলেই
তুমি ভালবেসেছিলে বলেই ,
মৃত্যুর উমমাদনাকে পেছনে ফেলে আরেকবার বেঁচে উঠা
পাগলের মতো করে বাচার লড়াই করা...
তুমি ভালবেসেছিলে বলেই ,
আমাকে নিয়ে আমার মেতে থাকা
নিজেকে সাজিয়ে গুছিয়ে তোমার পথ-পানে চেয়ে থাকা...
তুমি ভালবেসেছিলে বলেই..
লাল শাড়ি লালচুরি পরে মাথায় সিদুরের রেখা টানা...
স্বাধীনতা গুলো জড় করে তোমার সাজানো ঘরের ঘরনী হওয়া..
তুমি ভালবেসেছিলে বলেই ,
তোমার পথের সাথে নিজের পথের ঠীকানা লিখা
পুরানো পথের নাশানা মুছে ফেলা।
তুমি ভালবেসেছিলে বলেই ,
নিজের ভিতরে নিজেকে ভেঙেচুরে
নতুন করে গড়ে তোলা....
নতুন কবিতা দেন, আমরা পড়ি। এই কবিতাতো অন্য ব্লগে আগেই পড়া
আজ এখানে প্রথম.... তাই পুরোন লিখা দিয়েই প্রবেশ করলাম। লিখাটি পুরোনো তবে নতুন সংযোজন আছে। ধন্যবাদ আপনাকে.......
পুরান লেখা ব্যপারে এই ব্লগে একটা নীতিমালা আছে। ওটা পড়বার অনুরোধ জানাই।
পুরনো লেখার ব্যাপারে ব্লগের নীতিমালা সম্পর্কে ওয়াকিবহাল থাকার পরও ইচ্ছে করে পুরানো লেখা দেয়া দুঃখজনক। লেখাটি সরিয়ে দেয়া হলো প্রথম পাতা থেকে, যথারীতি এটি দেখা যাবে আপনার নিজের পাতায়।
নতুন ব্লগ সাজিয়ে তুলুন নিত্য নতুন লেখায়।
মন্তব্য করুন