আমি
আমি আর, এক খানি উদাসী বিকাল
মুখমুখি বসে রই, বাক হীন, সাড়া হীন
বোধের বিলুপত পাতায় জাগ্রত তুমি!!
কখনও তোমার ফেলে দেওয়া সৃতি!!
উদাসি হাওয়া আর ঢলে পরা পতার আড়াল
মনের পতা খুলে তুলে আনা হাড়ানো সময়
রংচটা মনে পাখা মেলে উড়ে রঙের দিশেয়
ভালো লাগায় উপচে উঠে আমার ভুবন
আমাদের হারানো সময়, আমাদের বাচায়
আমাদের খয়ে যাওয়া প্রানে সপনদন জাগায়।
টাইপো গুলা ঠিক করে দেন আপু। কবিতাটা কেমন যেন অসম্পূর্ণ মনে হচ্ছে, মনে হয় কবির আরো কিছু বলার ছিল
মন্তব্য করুন