মা আমি অভীমানে হাহাকার করি তোমাকে ছোয়ার জন্য
প্রতি দিনই থাকে কোনও না কোনও দিবস, আজ এই দিবস তো কাল ঐ দিবস।।। এখন ব্যাপারটা এমন দাড়িয়েছে যে নতুন আর কোনও দিবস ঘোষনার সুযোগ নেই।।। হয়তো এরপর দেখা যাবে দিনগুলোকে অর্ধেক করে ভাগ করে নেওয়া হবে দিবসের ঘোষনার জন্য।
তবে এতো সব দিবসের মাঝে কিছু কিছু দিবস মনকে নাড়া দিয়ে যায়।। ঠিক তেমনই একটি দিবস আজ। ।।
হ্যা আজ "মা দিবস"
মমতার অপর নাম হলো মা, জীবনের প্রতি পদে মিশে আছে ছায়ার মত যে মানুষটি তিনি হলেন মা।।। এতোই বেশি মিশে থাকেন তিনি যে মাঝে মাঝে আমরা ভুলেই যাই এই মায়ের অবদানের কথা।।। তাই তো এই একটি দিন, এই একটি দিবস একটু হলেও মায়ের মমতার কথা আমাদের মনে করিয়ে দেয়।।।।
মা আমি আজ আপনাকে কোনও শুভেচছা যানাই নাই, কোনও উপহারও দেই নাই, খুব অভিমানে কুকড়ে আছে আমার মন, বেদনায় নীল হয়ে আছি আমি নিজেই।। আপনিও হয়তো অনুভব করছেন আমার বেদনার গভীরতা। তবে সমাজ আর সংসারের প্রয়োজনে আপনি আমার বেদনাকে তুচছ করে নতুন মমতায় বাধতে চাইছেন আমাকে। ।আর ভীষন অভিমানী এই আমি নিজের মাঝে নিজেকে হত্যার আয়োজনে মেতে উঠেছি।।।
চীরকালই আমি একটু বেশি অভাগা।। ভাগ্য বেছে বেছে আমাকে নিয়েই খেলা করে।
সেই খেলারই এক অংশ হিসাবে আজ আমি মায়ের থেকে দুরে..........
তাইতো এই ডিজিটাল মাধ্যমকেই বেছে নিলাম মা কে শুভচছা জানানোর মাধ্যম হিসাবে.......।
অভিমান - চিরদিন বানানদুটো যদি একটু ঠিক করে দিতেন।
মা আশাকরি শুভেচ্ছা পেয়ে গেছেন
এখন কি করে ঠিক করবো? ঠিক করার কি কোনও উপায় আছে?
ধন্যবাদ আপনাকে।
আজ আমার মা ফোন করে জানতে চাইলেন আমি কেমন আছি। আমি বললাম এইতো ভালোই আছি। ভালো থাকিস বলে মা আমার ফোন রেখে দেওয়ার আগে বললেন পরে আবার কথা হবে। আমি বললাম আচ্ছা। শেষ মূহুর্তে আমার মার গলা কান্নায় ভারী ছিলো, কেনো কাঁদে মা আমার? বোঁধ করি ভালোবাসায়। আমিও আমার মাকে তার চেয়েও ভালোবাসতে চাই...প্রমাণ করতে চাই একদিন।
রোবায়দা নাসরীন, আপনার লেখাটি পড়লাম। ভালো থাকুন আপনি।
ধন্যবাদ রোমেল, উপায় থাকলে একবার এখনই "মা" কে ফোন করুন.... কথা বলুন.....
ভালো থাকুন সবসময়।
আমার বিষয়টাও প্রায় একই রকম। ৮ তারিখ ভোর ছয়টার দিকে আম্মুর কাছ থেকে ৫০০ টাকা সেলামী নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। এরপর ২৪ ঘন্টা আর দেখা নেই। তবে মা কে ভালবাসতে দিন-মাস-উপলক্ষ লাগে না। মনে মনে মা'র কথা ভাবি। দেখি ঠিক টের পেয়ে যান। অনেকদিন এমনও হয়েছে; ভাবছি এমন সময় ফোন দিয়ে জানতে চেয়েছেন, ঠিকমতো খেয়েছিস?
যাক, লেখাটা ভালো লাগলো। ভালো থাকবেন। শুভেচ্ছা।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন....
কথা ঠিক মীর।
আমি খুব বেশী অবাক হই যখন অসুস্থ্য থাকি তখন কেমন করে জানি টের পেয়ে যান।
আমিও এক মত...... ধন্যবাদ।
একটি ডাক ----মা ' যেন সব কিছু প্রকাশ করে দেও---কিছুই বলতে হয় না মুখ ফুটে--- সত্যিই অদ্ভুত!!!

ঠিক তাই...... আমি খুব ভালো মা হতে চাই.....খুব ভালো।
মন্তব্য করুন