রুধীন'এর ব্লগ
চেতনা
চেইতোনা................থুক্কু চেতনা!! চেতনা নিয়া সবাইরে খালি চিক্কুর পাইরা গলা ফাটাইয়া ফেলতে দেখি। চেতনা নিয়া চিল্লাইতে চিল্লাইতে আমাগো রাজনীতিবিদ গণ, তাদের সাথে যুক্ত কিছু দালাল গ্রুপ বরেণ্য ব্যাক্তি গণ তাদের জীবনের সব শিক্ষা, ব্যাক্তিত্ব ভুলে হাত কচলাইতে কচলাইতে তাদের সাথে সামিল হয়ে চেতনার আসল মর্ম, অর্থ কুয়ায় ফেলে মুখ দিয়া ফেনা তুইলা ফেলে।
জাতীয় নির্বাচনের আগের মুহু্র্ত গুলিতে দেশে যখন হরতাল অবরোধের জোয়ার চলছিলো তখন সাধারণ অসাধারণ সব মানুষ রিক্সা গাড়ি যেহেতু চলেনা সেহেতু চলাচলের জন্য তারা অ্যাম্বুলেন্স কে সুবিধাজনক বাহন হিসেবে ব্যাবহার করা শুরু করলো। অফিসে যাওয়ার সময় দেখি খালি অ্যাম্বুলেন্স এর চলাচল। একটা গুরুত্বপূর্ণ বাহনের অপব্যরহার।
আমার কাছে তখন অ্যাম্বুলেন্স টারে ঐসব লুকের মুখের চেতনা শব্দটার মত মনে হইলো। চেতনা তাদের কাছে একটা সাইনবোর্ড !!!!
"একটি খোলা চিঠি" জয়ীতাকে
প্রিয় বন্ধু আমার,
কেমন আছ তুমি? তোমার ভালো থাকার প্রত্যাশা নিয়ে লিখছি। তোমাকে লিখবো লিখবো করে দেরি করেই ফেললাম। আমি ভারাক্রান্ত মনে ফিরে এসেছি। আমার ব্যাথাতুর মন ব্যাথার ভারে আরো নূ্যে পড়েছিলো, যখন আমাদের দেখা হচ্ছেনা শুনে তোমার আবেগী কন্ঠে আকুলতা আর অনুযোগের সুর ধ্বনিত হলো।
বাংলাদেশের অস্ষ্হিতিশীল রাজনীতি, ভুক্তভোগী সাধারণ আমরা।
কালোরাত কাটেনা,কাটেনা। এত ডাকি রোদ্দূর, রোদ্দূর এই পথে হাটেনা। এই পথ মানে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের বাংগালী জাতির চলার পথ। বাংগালীজাতি হিসেবে আমরা গর্ববোধ করি, আনেক কষ্টে অর্জিত আমাদের স্বাধীণতা। দেশের কর্নধার আমাদের রাজনীতিবিদ গন গনতণ্ত্রের কথা বলে, সাম্য বাদের কথা বলে ।ধর্ম, জাতি নিরপেক্ষতার কথা বলে। দিনবদলের শ্লোগান দিয়ে মুখের ফেনা তুলে ফেলে। ব্যাস ঐপর্যন্তই সীমাবদ্ধ। এর
খুলনার খাবার দাবার
আমি মানুষটা খাদক টাইপের। আমি খেতে ভালোবাসি। কোথাও গেলে কি কিনবো আর কি খাবো আমার প্রথম চিন্তা হয়ে দাড়ায়। আমি থাকি খুলনাতে। তো এখানে কোথায় সুস্বাদু খাবার পাওয়া যায় তার একটা বর্ননা দেয়ার খায়েশ হইলো। যারা কখনো খুলনা বেড়াতে আসবেন তারাও উপকার পাবেন আশাকরি। যদি ব্লগে খুলনায় অবস্হানকারী কেউ থাকেন তাইলে খুলনায় মজাদার খাবারের সন্ধান জানলে আওয়াজ দিবেন।
"আমার আগমন, শুভেচ্ছা স্বাগতম"
সবাইকে সালাম, নমস্কার। আসি আসি করে চলে এলাম। আমার ভালোবাসার ব্লগবন্ধুদের সবার প্রতি শুভেচ্ছা।