ইউজার লগইন

"একটি খোলা চিঠি" জয়ীতাকে

প্রিয় বন্ধু আমার,
কেমন আছ তুমি? তোমার ভালো থাকার প্রত্যাশা নিয়ে লিখছি। তোমাকে লিখবো লিখবো করে দেরি করেই ফেললাম। আমি ভারাক্রান্ত মনে ফিরে এসেছি। আমার ব্যাথাতুর মন ব্যাথার ভারে আরো নূ্যে পড়েছিলো, যখন আমাদের দেখা হচ্ছেনা শুনে তোমার আবেগী কন্ঠে আকুলতা আর অনুযোগের সুর ধ্বনিত হলো।
আমারও ভীষন ইচ্ছে ছিলো, দীর্ঘ দিন যে মিষ্টি অবয়ব ছবিতে দেখেছি, রিনিঝিনি কাচের চুড়ির মত মধুর কন্ঠস্বরের কথামালা ফোনে শুনেছি সেই তোমাকে একটু দেখবো, পাশে বসে সময় কাটাবো । হলোনা!! এমন অনেক কিছুই হয়না যেমনটি আমারা চাই। মন খারাপ করোনা। চল, আরো অনেক বেশি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করি দেখা হবার জন্য আগামী কোন এক দিনে।
ভালো থাক অনেক বেশি, ইচ্ছের ডানা মেলে।
দেখা হবে বন্ধু...............................

ইতি
রুধীণ

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

শাওন৩৫০৪'s picture


জয়িতা=জয়ীতা....
ভানাম বূল অইচে... Devil

রুধীন's picture


জয়িতা জয়িতা জয়িতা । আর ভুল হইতোনা।

বকলম's picture


খাইছে Laughing out loud

রুধীন's picture


কে কি খাইলো আবার!

নাহীদ Hossain's picture


খাইছে  Shock

রুধীন's picture


Smile

তানবীরা's picture


ওহ এই তাহলে কথা।

কিন্তু দেখা কেনো হলো না? এখনতো শায়েস্তা খানের যুগ না, দেখা হওয়ার সমস্যা কি? ছবির হাটে এবির বৈঠক ডাকেন Wink

রুধীন's picture


যেই যুগই আসুক কিছু কিছু না পাওয়ার বেদনা থেকে মুক্তি নাই!!

লীনা দিলরুবা's picture


দেখা হয়না ক্যান?

১০

রুধীন's picture


আমিওতো বলি দেখা হয়না ক্যান??

১১

রাসেল আশরাফ's picture


Davie Davie Davie Davie Davie আমার মনে হয়তেছে এই চিঠি রুধীনদির একাউন্ট হ্যাক কইরা অন্য কেও লিকছে.।.।

ডাম মে কুছ কালা হ্যায়।। Wink

১২

জ্যোতি's picture


হিংসুট্যা ভাতিজা।

১৩

রুধীন's picture


রুধীণদি নিজেই লিখছে।

১৪

জ্যোতি's picture


রুধীন, কেমন আছ দিদি তুমি?ফেনবুক নাই বলে আর দেখি না তোমাকে। বাসায় ইন্টারনেটও নেই। সকালে অফিসে এসে ব্লগ খুলেই দেখি খোলা চিঠি। সবাই তো জানে না, তাই বলছি, রুধীন যখন বাইরে থাকতো তখন রুধেনের সাথে আমাদের পরিচয় ব্লগে। তারপর রুধীন দেশে আসলো , দেথা হওয়ার কথা ছিলো কিন্তু হয়নি। রুধীন খুলনায় থাকে তার রাজপুত্র অনন্য নিয়ে ঢকায় তেমন আসা হয় না। এই কদিন আসে এসেই ফোন করেছিলো, তখন বললাম যে ছবির হাটে আসো সবার সাথে দেখা হবে। কিন্তু ওর বরের জরুরী কাজ থাকায় ও কে খুলনায় চলে যেতে হলো বলে দেখা হলো না।

রুধীন দিদি, তুমি যেভাবে আমার কথা বললে আমি মুগ্ধ তো হলাম, লজ্জা পেয়ে বেগুণী হয়ে গেলাম। ব্লগে তোমাকে নিয়মিতই দেখতে চাই। ভাইগ্নাকে আদর দিও গো দিদি। ধেখা হবে নিশ্চয়ই কোন একদিন।

১৫

একলব্যের পুনর্জন্ম's picture


হু সকালে অফিসে ঢুকেই ব্লগ !! ছি ছি এই না হলে দেশের যুবকসমাজ !!! Sad

১৬

জ্যোতি's picture


এই মেয়ে!নজর দেও কেন? ফেসবুক বন্ধ। বাসায় ইন্টারনেট নাই দুদিন ধরে। ব্লগের জন্য মন পুড়ে আমার এইটা জানো না?

খুলনায় যাইবা? ছোট মানুষ কে? তমি? তুমারে নিয়া যাইতাম? আমি আবার কোথাও একলা যাইতে পারি না।

১৭

একলব্যের পুনর্জন্ম's picture


ইয়ে আপনি দেখি আল্টাস্রাফ এর পরশ পান নাই Wink আমিতো এফবি ব্লক ভেঙেচুরে -------- Laughing out loud

১৮

জ্যোতি's picture


কাহিনী খোলাসা কইরা কও। বুঝতাম চাই।

১৯

একলব্যের পুনর্জন্ম's picture


এইটা দিয়ে পুরা ফকফকা এফবি পাওয়া যায় Tongue

২০

জ্যোতি's picture


ইয়ে আমিও পাইছিলাম কিন্তু কিছু ছেড়াবেড়া লাগছে আর কি।

২১

একলব্যের পুনর্জন্ম's picture


এইটাই ? এইটায় তো কোন গোলমাল নাই অন্য প্রক্সির মত

২২

রুধীন's picture


ভালো আছি বুজান। দেখা হবে কোন একদিন........

২৩

রুধীন's picture


ভালো আছি বুজান। দেখা হবে কোন একদিন........

২৪

রুধীন's picture


জবাব লেখি একখানে চইলা আসে আরেকখানে । বুঝতাছিনা! জয়িতাকে লিখছি।

২৫

জ্যোতি's picture


জবাব আমার কাছেই আসছে কয়েকজনরে ডিঙ্গাইয়া।

২৬

একলব্যের পুনর্জন্ম's picture


খুলনা তো কাছেই একটা দাওয়াত দিয়ে দেন দিদি - জয়িতাপুকে নিয়ে চলে আসছি এখনি Smile , ছোট মানুষ তো একা গেলে কি না কি হবে - তাই আমি নিয়া যাবোনে Tongue

ওক্কি ??? Laughing out loud

২৭

রাসেল আশরাফ's picture


দেশে থাকলে আমিও যাইতাম।ইউনিতে কত বার প্লান করছি খুলনা যামু।মাইকো নিয়া সুন্দরবন যামু।

কিন্তু এখন মন খালি যাইতে চায়।

২৮

জ্যোতি's picture


বেদেশ গেলে তখন সবার মন খালি দেশে এইখানে ওইখানে ঘুরে বেড়ায়। কই যাইতে চান, মেসবাহ ভাই এর সাথে যুগাযুগ করেন। ব্যবস্থা হয়ে যাবে।

২৯

রাসেল আশরাফ's picture


সবার কি না জানি না আমার হচ্ছে।।এদিকে ক্লাস নেয় প্রফেসর আর আমি সাইকেলে করে ঘুরে বেড়াই রাজশাহীর অলিগলিতে কলেজে পড়তে যেমন ঘুরে বেরাতাম।

মাঝে মাঝে দুলদুল এ চড়ে অনিকে চড়ে ঢাকার নিউমারকেট, ডাশ, মল চত্তর ঘুরে বেড়াই।মাঝে মাঝে আমার টংগীর বাসার ছাদে উঠে আকাশ দেখি।।

সত্যি কথা বলতে আমার দেশের চাইতে সুন্দর আর কোন দেশ নাই।সেটা যত পচা হোক বাড়ি ধসে বা আগুনে পুড়ে মানুষ মরুক।

৩০

জ্যোতি's picture


হুমমম। আপনার ফিলিংসটা বুঝি। কি আর করা। তবে যা করতে গেলেন সেটা তো আনার জন্য ভালো কিছুই নিয়ে আসবে তাই না?

৩১

রাসেল আশরাফ's picture


জানি না.।আমার মনে হয় আমি ভুল করে ফেলেছি।

৩২

জ্যোতি's picture


আরে না। ভুল কেন হবে?

৩৩

একলব্যের পুনর্জন্ম's picture


রাসেল ভাই কোথায় আছেন এখন ?

আমি ক্লাস সিক্সে থাকতে একবার গিয়েছিলাম , একবারই । লঞ্চে করে সুন্দরবনের ভিতর দিয়ে ঘুরেছিলাম । তবে বাঘ কুমীর তো দূর , বান্দর দুএকটা খালি দেখছি , আর ফরেস্ট অফিসারের বাংলোতে পোষা হরিণ Sad

৩৪

জ্যোতি's picture


এপু ইয়ে মানে, তুমার তো বান্দর দেখার কি কথা ছিলো নাকি?

৩৫

একলব্যের পুনর্জন্ম's picture


কিঊ ? Angry

৩৬

জ্যোতি's picture


এমনেই কইলাম আর কি। বৃ্ষ্টি তো! মন উথাল পাথাল । তাই কি কইতে কি কই!

৩৭

একলব্যের পুনর্জন্ম's picture


ইয়াপ ডরাইছে Laughing out loud Big Grin

৩৮

রাসেল আশরাফ's picture


থাকিরে ভাই হাংগুক দেশে।মনটা সারাদিন মায়ের জন্য মন কান্দে।।কোন সময় আস্তে কোন সময় হাউমাউ করে.।.। Sad( Sad( Sad( Sad( Sad(

৩৯

একলব্যের পুনর্জন্ম's picture


হাংগুক কি কোরিয়া না রাসেল ভাই ?

৪০

রাসেল আশরাফ's picture


হ.।।।এতকিছু জানেন কেমতে.।।।??????

৪১

একলব্যের পুনর্জন্ম's picture


Tongue

সামহোয়ারে কোথায় যেন দেখছিলাম , দ কোরিয়া হাংগুক আর উ কোরিয়া বুকহান টাইপ কিছু একটা

৪২

রুধীন's picture


চলে আস যে কোন সময়।। জয়িতাকে অনেকবার বলছি। ইচ্ছের ডানাটা মেলে ধরলেই হয়।

৪৩

রুধীন's picture


চলে আস যে কোন সময়।। জয়িতাকে অনেকবার বলছি। ইচ্ছের ডানাটা মেলে ধরলেই হয়।
@ একলব্যের পুনর্জন্ম |

৪৪

মেসবাহ য়াযাদ's picture


বুঝতে সময় লাগতেছে...

৪৫

রুধীন's picture


মাথারে দুইটা ঝাকানি দেন

৪৬

হাসান রায়হান's picture


আম্মো ভাবছিলাম ঐদিন দেখা হইব আপনার সাথে।

৪৭

রুধীন's picture


কি আর করা!! আবার ভাবা শুরু করি!!

৪৮

শাওন৩৫০৪'s picture


রুধীন দেখি দিদি!!! ওমা!!!! Shock
ধুর, আমিতো আরো মজা নিতে আসছিলাম.....ধুর ধুর, মাইনষের মজা মাইনষের সইহ্য হয়না.... Day Dreaming

৪৯

জ্যোতি's picture


শেষ পর্যন্ত বিলাই ধরা খাইলো।

৫০

একলব্যের পুনর্জন্ম's picture


ওপেন দাওয়াত পাইছি জয়িতাপু ----- মিস করা বোকামি হবে Wink

ভালো থাকবেন , রুধীন দিদি । -----রুধীন মানে কি ?

৫১

জ্যোতি's picture


মিস কইরো না। দাওয়াত কবুল করা কিন্তু ছওয়াব। কেডা জানি কইছিলো!মনে নাই।
তুমার কবিতা মিস করি গো কবিপা।

৫২

মীর's picture


রুধীনদি'কে লগিন দেখতে পাইতেসি।
শুভেচ্ছা জানবেন দিদি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.