ইউজার লগইন

"আমার আগমন, শুভেচ্ছা স্বাগতম"

সবাইকে সালাম, নমস্কার। আসি আসি করে চলে এলাম। আমার ভালোবাসার ব্লগবন্ধুদের সবার প্রতি শুভেচ্ছা।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


ওরে দিদিরে!!!!!!!!!!!!!! একটা কমেন্ট দিমু বইলা বইসা রইছি, পোষ্ট কেন আসে না।দিদিরে স্বাগতম। নিয়মিত দেখতে চাই। আমার মত হাভাত্যার লাহান পইড়া না থাকলেও আসবা নিয়মিত।

রুধীন's picture


তোমার জন্য সব হবে আমার প্রিয় "বুজান"

জ্যোতি's picture


আমি ফার্স্ট হইছি। কি আনন্দ!!!!!!!!!!!!

রুধীন's picture


তুমারে অনেক ধইন্যবাদ। আসতামতো চাই। চাকরি করবো, চুলা ঠেলবো , বাচ্চা লালন করবো আর পারিনা রে বুজান। !এই লিকতেছি পোলা আইসা কিবোর্ড চাপাচাপি করতাছে! একহাত দিয়া তারে ধরছি এক হাতে টাইপ। বুঝ অবস্হা!!!!!!!!!!

ভাঙ্গা পেন্সিল's picture


পোলারেও পোস্টাইতে দ্যান...পোলারে কীবোর্ডের দখল বুঝায় দ্যান।

শিশুদের জন্য হ্যাঁ বলুন Wink

রুধীন's picture


হ্যাঁ বলতে বলতে আমার ঘরের ইন্টেরিওরের দশা বেহাল!!
পোলা আমার কিবোর্ড, মাউস দখলে আনছে দুই বছর বয়সে। লেখা পড়তে পারতোনা। ইম্প্রেশন মনে রেখে ফোল্ডার ওপেন করে, গেম খেলে। আজকালের পোলাপান বইলা!!!

জ্যোতি's picture


ভাইগ্নারেও দেও কিছু লেখুক। তুমি একলা আর কত লিখবা?ভাইগ্না বড় হইছে না!

মানুষ's picture


আমারে আপনি গাধা কইছেন। হৃদয়ে বড়ই আঘাত পাইছি Sad

রুধীন's picture


আহারে!!

১০

হাসান রায়হান's picture


ঐল্কাম!

১১

রুধীন's picture


থ্যাক্কু

১২

বকলম's picture


স্বাগত

১৩

রুধীন's picture


থ্যাক্কু

১৪

ভাস্কর's picture


স্বাগতম...

১৫

রুধীন's picture


থ্যাক্কু

১৬

মাহবুব সুমন's picture


مرحبا

১৭

রুধীন's picture


কেমন আছেন?

১৮

শওকত মাসুম's picture


আপনারে দেইখা ভাল লাগতাছে।

১৯

রুধীন's picture


আমারও ভালোলাগতাছে আসতে পাইরা।

২০

মুক্ত বয়ান's picture


ওয়েল্খাম। Smile
কি-বোর্ড মাথায় করে লিখে যান!!

২১

রুধীন's picture


থ্যাক্কু

২২

~স্বপ্নজয়~'s picture


"আপনার আগমন, শুভেচ্ছা স্বাগতম"

২৩

রুধীন's picture


থ্যাক্কু

২৪

আবদুর রাজ্জাক শিপন's picture


আপনার আগমন-- শুভেচ্ছা স্বাগতম !

২৫

রুধীন's picture


ধন্যবাদ।

২৬

বোহেমিয়ান's picture


শুভেচ্ছা+স্বাগতম

২৭

রুধীন's picture


ধন্যবাদ।

২৮

তানবীরা's picture


"আপনার আগমন, শুভেচ্ছা স্বাগতম"

২৯

রুধীন's picture


ধন্যবাদ।

৩০

কাঁকন's picture


"আপনার আগমন, শুভেচ্ছা স্বাগতম"

৩১

অদিতি's picture


আসনের বাদে আপ্নেরে কোলাকুলি আর হেন্ডশেক।

৩২

রুধীন's picture


ধন্যবাদ।

৩৩

টুটুল's picture


স্বাগতম Smile

৩৪

রুধীন's picture


ধন্যবাদ। এবং ধন্যবাদ সহযোগীতার জইন্য। আছেন কেমন?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.