দ্বৈত-অদ্বৈত
চমৎকার টকটকে লাল তুমি লেলিহান
খুব ভালো আবার জ্বলছো বুকে ধিরে ধিরে
অলিন্দ থেকে অলিন্দে, স্মৃতিকোষ থেকে স্মৃতি কোষে বিস্তৃতি
প্রিয় শত্রুর মত কেমন গ্রাস করছো পাঁজর।
যে হৃদপিন্ড ঘুমায়নি বহুকাল
কি স্নেহে তার শরীরে বুলাচ্ছো হাত
খুব সুন্দর লেলিহান.....
এসো তোমার পাতাবাহার ঠোঁট দিয়ে চুমু খাও তবে
আর আমি প্রশান্ত পরখে ইঞ্জিনটাকে শোনাই
ঘুমপাড়ানি স্বউৎসাহ কবিতা
খোকা ঘুমালো পাড়া জুড়ালো গান।
২। ইদানিং রাস্তা দাপিয়ে বেড়ায় একটা নির্ভেজাল কুত্তা
ঈশ্বরকে ধন্যবাদ, ও মানুষকে কখনো কাটেনি।
ছয় আঙ্গুলের জীবন কত যন্ত্রণার, যদি জানতো কুত্তাটা
তবে কি আর আমাকে কাটতো?
তখন হয়তো কোন মানুষকেই.....
{(c)MNI, 27.01.12}
২ নম্বরটা বুঝলাম মনে হয়
চলুক লেখালেখি।
ভালো লাগলো...
ভালো লাগলো।
কিরে ছোটলোক হতাশায় একবারে নুয়ে পড়েছিস? একদিন আয়, অনেকদিন তোকে কবিতা শোনানো হয় না। এখনো কি ওই রাস্তায় হাঁটিস? অঅর পাতা ছাওয়া ঘরটা কেমন আছে?
মন্তব্য করুন